সাহসী মানুষের গল্প ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড। দারুণ দুঃসাহসী এক অবাক পুরুষ। নাম উকাশা ইবন মিহসান রাঃ সবাই তাকে ডাকে আবূ মিহসান নামে। এই নামে তিনি প্রসিদ্ধ। এই নামেই তিনি পরিচিত। রাসূলও সাঃ তাকে আদর করে কাছে ডাকেন আবূ মিহসান বলে।
রাসূলের সাঃ ডাক ! সে ডাকে মধু ঝরে। সে ডাকে শিশির ঝরে। আর কুকুল করে বয়ে যায় আবু মিহসানের বুকের ভেতর আনন্দ ও খুশির কোমল ঝরণা ধারা। কেন বইবে না রাসূল সাঃ হলেন মানুষের মধ্যে সেরা মানুষ। নবীদের মধ্যে সেরা ও শ্রেষ্ঠ নবী।
আরও দেখুনঃ সাহসী মানুষের গল্প ৩য় খন্ড pdf বই ডাউনলোড
সেই মহামানবের ডাক শুনে কার না হৃদয় আপ্লুত হয়? আবু মিহসানও আপ্লুত হলেন রাসূলের সাঃ ভালোবাসায়। তারঁ অসীম মানবিকতায়। তখনও ইসলামের পালে লাগেনি সুবাতাস। তখনও মসৃণ হয়নি ইসলামের পথ। বরং সে পথে ছিল কাটাঁ আর কাটাঁ। বলা যায় বন্ধুর গিরিপথ। কঙ্কর ছিটানো। আকাঁবাঁকা। যারা সাহসী তারাই কেবল সেই পথের যাত্রী হচ্ছেন। ধীরে ধীরে এই সাহসীদের সহযাত্রী হলেন আবূ মিহসান রাঃ।
ঈমান মুমিনের সাহস শক্তি।
তিনি ইসলাম কবুল করলেন। সাথে সাথে তার চারপাশে জ্বলে উঠলো বিরুদ্ধতার আগুন। হিংস্র দাবানল। তবুও তিনি সিদ্ধান্তে অনড়। অটল ঈমানের ওপর। ঠিক যেন হিমালয় পর্বত। ইসলাম গ্রহণের পর অনেকের মত তিনিও টিকতে পারলেন না মক্কায়। মক্কা তার জন্মভূমি। মক্কা তার প্রাণপ্রিয় আবাসভূমি। তবুও, সেই প্রিয় জন্মস্থান ছেড়ে তিনি হিজরত করলেন মদিনায়।
আরও দেখুনঃ প্রতীক্ষার রমাদান pdf বই ডাউনলোড
পেছনে পড়ে রইলো স্মৃতিবাহী শৈশব ও কৈশোরের নগরী। চেনা-জানা আপনজন আর নিত্যকার হাটাঁচলার পথঘাট। তবুও তার মনে কষ্ট নেই। দুঃখ নেই। আছে কেবল এক অপার্থিব আনন্দ। সেটা আল্লাহকে খুশি করার আনন্দ। সেটা রাসূল সাঃ-কে কাছে পাবার তৃপ্তি। সেটা ইসলামের বিশাল আকাশের নিচে ঠাঁই করে নেবার খুশি।
সেদিনের জন্য এই ধরণের ত্যাগ ছিল খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ, রাসূল সাঃ ও ইসলামকে প্রাণের চেয়ে ভালোবাসলেই কেবল এমন ত্যাগ স্বীকার করা যায়। আবু মিহসানও তাই করলেন। এটাতো তুচ্ছ ত্যাগ তার কাছে। এর চেয়েও বড় কুরবানী তিনি করেছিলেন। ইসলামের জন্য। সে সবই তো এখন ইতিহাস হয়ে আছে। সোনালি ইতিহাস বদর যুদ্ধ!!।
আরও দেখুনঃ পর্দা একটি বাস্তব প্রয়োজন pdf বই ডাউনলোড
নিচে সাহসী মানুষের গল্প ৪র্থ খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ আইসিএস পাবলিকেশন বইয়ের ধরণঃ সীরাত বিষয়ক বইয়ের সাইজঃ 2.10 MB প্রকাশ সালঃ ২০০৮ ইং বইয়ের লেখকঃ মোশাররফ হোসেন খান অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ