সিদ্দিকীয়া নামাজ শিক্ষা pdf বই ডাউনলোড। ঈমানের পর, শরীয়ত পাকে নামাজের গুরুত্ব সবচেয়ে বেশী। আমাদের সৃষ্টিকর্তা এক অবিনশ্বর অদ্বিতীয় আল্লাহ পাককে সন্তুষ্ট করার সবচেয়ে বড় উপায় হচ্ছে নামাজ। শ্বাস-প্রশ্বাস ছাড়া একজন মানুষ যেমন নিজেকে জীবিত বলে কল্পনা করতে পারে না, ঠিক সেইরূপ একজন মুসলমান নামাজ ছাড়া নিজেকে মুসলমান বলে কল্পনা করা উচিত নয়।
বয়ঃপ্রাপ্ত হওয়ার পর বদ্ধ পাগল বা একেবারে বেহুঁশ ব্যক্তি ছাড়া সকলের উপর নামাজ ফরজ। পাগল জ্ঞানবান হওয়ার পর, বেহুঁশের হুঁশ হওয়ার পর, যথারীতি তাদের উপর নামাজ ফরজ কোনও অজুহাতে নামা মাফ হবে না। আমরা বাঙালী মুসলমান, বাংলা আমাদের মাতৃভাষা।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
কিন্তু নামাজের নিয়ত, ক্বেরাত, দোওয়া, দরুদ সব কিছু আরবী ভাষায় পড়তে হয়। বিশুদ্ধভাবে আরবীতে সবকিছু শেখাবার জন্য সচেষ্ট হতে হবে এবং যতদিন তা সম্ভব না হয়, ততদিন শরীয়ত সমর্থিত বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। সবদিক চিন্তা করে আমরা সাধারণ বাঙালী মুসলমান যাহাতে সহজ সরল পদ্ধতিতে নামাজের দ্বারা আল্লাহ্ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারি, তার জন্য এই সামান্য খেদমত। আল্লাহপাক দয়া করে গ্রহণ করলে শ্রম সার্থক হবে আমিন ।
ঈমানের আভিধানিক অর্থ বিশ্বাস। শরীয়ত পাকে আল্লাহপাককে অন্তরের অন্তঃস্থল হতে এক অবিনশ্বর অদ্বিতীয় বলে বিশ্বাস করাই ঈমানের মূল। আল্লাহপাকের একত্ববাদকে মুখ দিয়া স্বীকার করা ঈমানের শর্ত। বিভিন্ন এবাদত উপাসনা আরাধনা এবং আল্লাহ পাক ও তাঁর রসুলের (দঃ) আদেশ ও নিষেধ যথার্থরূপে পালনের দ্বারা ঈমান পরিপূর্ণ হয়। মূল ঈমানের উপর সমস্ত আমল শুদ্ধ হওয়ার জন্য নির্ভরশীল ।
ঈমান না থাকলে কোনও আমল শুদ্ধ হয় না। অন্তর দিয়ে আল্লাহপাককে বিশ্বাসকারীকে “মোমেন” এবং যথার্থরূপে সমস্ত আদেশ-নিষেধ পালনকারীকে “মোসলমান” বলে। ইসলাম জগতের স্বনামধন্য পণ্ডিতগণ আমাদের সুবিধার্থে ঈমানকে দু’ভাগে বিভক্ত করেছেন – সংক্ষিপ্ত ও বিস্তারিত।
নিচে সিদ্দিকীয়া নামাজ শিক্ষা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | নামাজ শিক্ষা বিষয়ক |
বইয়ের সাইজঃ | 26 MB |
প্রকাশ সাল | ১৯৯২ সাল |
বইয়ের লেখকঃ | পীরজাদা মোঃ হাসান সিদ্দীকি সাহেব |
বইয়ের অনুবাদকঃ |