সিদ্দীক শ্রেষ্ঠ pdf বই ডাউনলোড। কোনো কোনো স্বপ্ন সত্যের মতো সুন্দর। সৌগন্ধশোভিত। বাস্তবের মতো প্রভাবময়। কিন্তু তার প্রকাশের আপেক্ষায় থাকতে হয়। কী হবে, কেমন হবে, কোথায় ঘটবে— জানতে ইচ্ছা করে । হজরত আবু বকর রা. এক রাতে একটি সুন্দর স্বপ্ন দেখলেন। তিনি বলেন— হজরত মোহাম্মদ মোস্তফা সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুয়তের দায়িত্বপ্রাপ্তির পূর্বে এক রাতে আমি স্বপ্নে দেখলাম, মহাকাশ থেকে একটি বিশাল নূরের জ্যোতিচ্ছটা কাবাগৃহের উপরে পতিত হলো।
তার জ্যোতিরশ্মি ছড়িয়ে পড়লো মক্কা নগরীর সকল ঘর-বাড়িতে। শেষে এসে স্থির হলো আমার ঘরে। এরপর আমার ঘুম ভেঙে গেলো। আমি বিস্ময়ে নির্বাক হয়ে রইলাম। পরদিন এক ইহুদী ধর্মযাজকের কাছে গেলাম। আমার স্বপ্নবৃত্তান্ত শুনে তিনি বললেন, এসব তোমার কল্পনা-খেয়াল মাত্র ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
কয়েক বৎসর পরের ঘটনা। একবার এক সফরের সময় এক দরবেশের সাক্ষাৎ পেলাম। তাঁকে আমার স্বপ্নের কথা জানালাম। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কে? আমি বললাম, আমি কুরায়েশ বংশোদ্ভূত। তিনি বললেন, আল্লাহ্পাক তোমাদের মধ্যে একজন রসুল প্রেরণ করবেন। তুমি তাঁর প্রধান সহচর হবে। আর তাঁর মহাতিরোধানের পরে হবে তাঁর প্রথম ও প্রধান খলিফা।
আর একটি ঘটনা— তিনি বলেন, আমার বয়স যখন বিশ, তখন আমি মোহাম্মদ মোস্তফা স. এর সঙ্গে বাণিজ্য ব্যপদেশে সিরিয়া গমন করলাম। পথিমধ্যে এক স্থানে বিশ্রামের জন্য যাত্রাবিরতি করতে হলো। সেখানে ছিলো একটি কুল বৃক্ষ। নিকটেই বাস করতো এক খৃষ্টান দরবেশ। হজরত মোহাম্মদ মোস্তফা স. কুল বৃক্ষের নিচে উপবেশন করলেন। আমি দরবেশের সঙ্গে সাক্ষাৎ করতে গেলাম। আমাকে দেখে দরবেশ এগিয়ে এলেন। জিজ্ঞেস করলেন, গাছের ছায়ায় যিনি বসে আছেন, তিনি কে? আমি বললাম, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুত্তালিব ।
দরবেশ বললেন, আল্লাহ্র শপথ! তিনি নবী। আল্লাহ্ নবী ছাড়া এই গাছের নিচে কেউ বসেন না। এর আগে এখানে বসেছিলেন নবী ঈসা ইবনে মরিয়ম। এখন বসলেন শেষ নবী হজরত মোহাম্মদ স. । সেদিন থেকে দরবেশের বাণী আমার অন্তরে জেগে রইলো। আমার জীবন ও সময়ের উপর দিয়ে বয়ে যেতে লাগলো আশা ও অপেক্ষার দিবস- রজনী। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস ।
নিচে সিদ্দীক শ্রেষ্ঠ pdf pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | হাকিমাবাদ খানকায়ে |
বইয়ের ধরণঃ | সীরাত বিষয়ক |
বইয়ের সাইজঃ | 1.90 MB |
প্রকাশ সালঃ | ২০১৩ সাল |
বইয়ের লেখকঃ | মোহাম্মদ মামুনুর রশীদ |
বইয়ের অনুবাদকঃ |