সিদ্দীক শ্রেষ্ঠ pdf বই ডাউনলোড। পৃথিবীপ্রসক্তি সকল অনিষ্টের উৎস এই মহাবানীখানি অনুধাবন করতে হবে। বুদ্ধি-বিবেচনা দিয়ে- আত্মা দিয়ে, সত্তা দিয়ে। পৃথিবী তো মহাজীবনের পথের একটি সময়সন্ধি মাত্র। পথিপার্শ্বের একটি বৃক্ষচ্ছায়া, অস্থায়ী, অসম্পূর্ণ, চলমান একটি অধ্যায়। এই অধিবাস ছেড়ে চলে যেতেই হবে। সুতরাং এখানকার প্রসক্তি আসক্তি অসিদ্ধ ও নিষিদ্ধ।
কিন্তু এই জ্ঞান সকলে পায় না। শিক্ষাগ্রহণ করলে শিক্ষিত হওয়া যায়, জ্ঞানী হওয়া যায় না। জ্ঞানীগণই নির্ভুল গন্তব্যাভিসারী, অনিষ্ট ও ক্ষয়ক্ষতিবিমুক্ত। অগ্নিনির্ধারণের বিষয়টিও এখানেই নিশ্চিত করতে হবে। ঠিক করতে হবে কোন আগুনে পড়ুবো আমরা এ বেলায় তওবার আগুনে, না ও বেলায় জাহান্নামের আগুনে। সত্য শুভ ও সুন্দর। অসত্য শুভ নয়। সুন্দরও নয়।
আরও ইসলামিক বই দেখুনঃ
- খলিফা আবু বকর সিদ্দীক (রা.) জিবনী pdf বই ডাউনলোড
- আলোর কাফেলা ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- হযরত আবু বকর রাঃ pdf বই ডাউনলোড
- জীবনের শ্রেষ্ঠ সম্পদ pdf বই ডাউনলোড
- রাসূল সাঃ এর বহু বিবাহ pdf বই ডাউনলোড
সত্যপথের পথপ্রদর্শক যাঁরা তাঁরাই প্রত্যাদিষ্টি পুরুষ নবী ও রাসূল। তারাঁ সত্যাধিষ্ঠিত, যাঁরা ওই প্রত্যাদিষ্ট পুরুষগণের অনুগমনধন্য। তাঁরাই সিদ্দিক। আর তাঁদের শ্রেষ্ঠজন হচ্ছে সর্বশেষ ও সর্বমহান রসূল মোহাম্মদ মোস্তফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রিয়তম সহচর হজরত আবু বকর সিদ্দিক রদ্বিআল্লাহু আনহু।
ভালোবাসা প্রেমিক-প্রেমাষ্পদকে একাত্ম ও একপ্রাণ করে দেয়। রাসূলুল্লাহ সা. এবং হজরত আবু বকর ছিলেন সেরকম। আর ভালোবাসা হয় নিক্ষয়, নির্নিমেষ ও চিরপ্রবহমান। তাঁদেরই প্রেমপ্রবাহ চিরবিজয়ের মহিমা নিয়ে এখনো বয়ে চলেছে। চলবে ততোক্ষণ পর্যন্ত, যতোক্ষণ না ধ্বনিতে হয় মহাপ্রলয়সূচক শিঙ্গার ফুৎকার। এই পথই জ্ঞান ও প্রেমের পথ। সত্যপথ।
এই পথের কথাই আমরা বলে চলেছি বিরতিহীনভাবে বহুবিধ বাক্যসম্ভারে। আমাদের প্রকাশনাপ্রবাহে রয়েছে গতিময়তা ও প্রেমময়তার আহ্বন। সত্য পথাকাঙক্ষীগণ আসুন। গ্রহণ করুন নেসবতে হুব্বী (ভালোবাসার তরিকা) যার অন্য নাম কখনো নেসবতে সিদ্দিক, কখনো নক্শবন্দিয়া, কখনো মোজাদ্দেদিয়া, কখনো শুধুই মোজাদ্দেদিয়া (খাস মোজাদ্দেদিয়া)। পীর-মোর্শেদ ছাড়া এ পথে চলা যায় না। তাঁরাই সদিক্বীন (সত্যবাদী)। আরও পড়তে চাইলে বইটি ডাউনলোড করে নিতে পারেন ।
নিচে সিদ্দীক শ্রেষ্ঠ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | সীরাত বিষয়ক |
বইয়ের সাইজঃ | 1.68 MB |
প্রকাশ সালঃ | ২০১৩ সাল |
বইয়ের লেখকঃ | মুহাম্মাদ মামুনুর রশীদ |
অনুবাদকঃ |