সিরাজাম মুনীরা pdf বই ডাউনলোড। মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে সৃষ্টি করেছেন একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে তার এবং শুধুমাত্র তাঁরই ইবাদত বন্দেগী করা । মহান আল্লাহ পাক এরশাদ করেন :
অর্থ: আর আমি মানব ও জ্বিন জাতি সৃষ্টি করেছি কেবলই আমার ইবাদত করার জন্য । -(সূরা আয্ যারিয়াত : ৫৬)।
এই জন্য মুসলমান হিসেবে আমরা যা কিছু করিনা কেন তাঁর একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত এবং সেটা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামীনের ইবাদত করা । দুনিয়াবী কাজও যদি আমরা আল্লাহর হুকুম মোতাবেক করি তবে সেটাও ইবাদত হিবেবে গণ্য হবে। একজন মুসলমানকে শরীয়তের বিভিন্ন কাজ পালন করতে হয় । কিন্তু কোন কাজ আল্লাহ তাঁর বান্দাকে করতে বলার আগে নিজে করে দেখাননি।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
যেমন পুরো কুরআনে কোথাও এরকম নেই যে আল্লাহ বলছেন যে আমি আল্লাহ নামায পড়ি তাই তোমরাও নামায পড়, আমি আল্লাহ রোযা রাখি তাই তোমরাও রোযা রাখ অথবা আমি আল্লাহ যাকাত দেই তাই তোমরাও যাকাত দাও এরকম নেই। কিন্তুর প্রিয়নবী হযরত মুহাম্মদ = এর প্রতি দরূদ ও সালাম পেশ করা এমন একটি আমল যা সর্বপ্রথম আল্লাহপাক নিজে করেছেন এরপর ফেরেশতাদের তার সাথে নিয়ে নবীর প্রতি দরূদ ও সালাম পেশ করেন এবং পরিশেষে তাঁর ঈমানদার বান্দাদেরকে এই কাজ করার হুকুম দিয়েছেন ।
অর্থাৎ- নিশ্চয়ই আল্লাহপাক ও তাঁর ফেরেশতাগণসহ মহানবীর প্রতি দরূদও সালাম (রহমত) বর্ষণ করছেন। অতএব হে ঈমানদারগণ, তোমরাও নবীর প্রতি দরূদ ও সালাম পেশ করো। (সূরা আল-আহযাব-৫৬) তার দরূদ শরীফের মর্তবা সম্বন্ধে হাদীসে এসেছে- অর্থাৎ- : হযরত আনাস (রা.) থেকে বর্ণিত।
তিনি বলেন, রাসূলুল্লাহ আর বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরূদ পেশ করবে আল্লাহপাক এজন্য তার আমলনামায় দশটি নেকী দান করবেন, দশটি গুনাহ মাফ করবেন এবং দশটি মর্যাদা বাড়িয়ে দিবেন। (নাসায়ী)
অর্থ্যৎ দরূদ ও সালাম পেশ করার, সাথে সাথে পাব তিনটি পুরস্কার দশটি নেকী
দশটি গুনাহ মাফ
দশটি মর্যাদা বৃদ্ধি
অন্যদিকে যারা প্রিয়নবীর প্রতি দরূদ ও সালাম পেশ করে না।
মুফতী আমীমুল ইহসান বারকাতীর রচিত কিতাবের চাহিদা সবসময়ই থাকে । তারপর যদি সেটা মিলাদ ও কিয়ামের দলীল বিষয়ে হয় তবে তো তার কথাই আলাদা। এইজন্য অনেক বছর আগে আমার আব্বাজানের তত্ত্ববধানে আমিও আমার চাচাত ভাই সাইয়্যেদ মুহাম্মাদ শাকরান বারকাতী মিলে এটিকে পুনরায় প্রকাশ করি। আলহামদুলিল্লাহ আমার স্নেহস্পদ আমার ভাতিজা নাঈমুল ইহসান বারকাতী এটাকে এমন বাংলায় অনুবাদ করে প্রকাশিত করেছে। মহান আল্লাহ তার এই শ্রম কুবল করুন এবং তাকে এর উপযুক্ত বিনিময় দান করুন।
নিচে সিরাজাম মুনীরা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | মিলাদ বিষয়ক |
বইয়ের সাইজঃ | 17.25 MB |
প্রকাশ সাল | ২০১২ সাল |
বইয়ের লেখকঃ | সাইয়্যেদ মুঃ আমিমুল ইহসান বারবাতী |
বইয়ের অনুবাদকঃ | সাইয়্যেদ মুঃ নাঈমুল ইহসান বারবাতী |