সিরাতের প্রচলিত ভুল pdf বই ডাউনলোড। হতে পারে। অর্থাৎ এমনও হওয়া অসম্ভব কিছু নয়, সহিহ বর্ণনায় একটি ঘটনা সাব্যস্ত না হওয়া সত্ত্বেও ইতিহাসে তা সংঘটিত হয়ে থাকতে পারে। শুধু পার্থক্য এতটুকু, আমরা ইহজগতে এ ব্যাপারে নিশ্চিত হতে পারছি না। উল্লেখ্য, ইমাম মুহাম্মদ ইবনে ইসহাক হচ্ছেন নবীজির বর্ণাঢ্য জীবনী ও তারঁ পবিত্র সিরাতের মান্যবর মহান ইমাম।
সবার কাছে তিনি সংক্ষেপে ইবনে ইসহাস নামে পরিচিত। হাদিস ও ইতিহাসশাস্ত্রের অধিকাংশ মনীষী এ বিষয়ে তারঁ স্মৃতিশক্তি, বিচক্ষণতা ও বর্ণনার মান যাচাই -বাছাই করেছেন এবং তারঁ সনদ গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন। এসব মনীষীর মতে, ইবনে ইসহাক যতক্ষণ অমুক থেকে অমুক না বলে নির্দিষ্টভাবে তারঁ শিক্ষকের নাম উল্লেখ করে বর্ণনা করেন, সেসব বর্ণনা অবশ্যই হাসান পর্যায়ভুক্ত।
আরও ইসলামিক বই দেখুনঃ
- সহীহ মুসলিম শরীফ ৬ষ্ঠ খন্ড pdf বই ডাউনলোড
- প্যারাডক্সিক্যাল সাজিদ- ২ pdf বই ডাউনলোড
- নারী ও পুরুষ ভুল করে কোথায় pdf বই ডাউনলোড
- প্রচলিত ভুল pdf বই ডাউনলোড
- ভুল সংশোধনে নববী পদ্ধতি pdf বই ডাউনলোড
কারণ তিনি কখনো কখনো নিজ শিক্ষকের নাম উল্লেখ না করে কিংবা গোপন রেখে হাদিস বর্ণনা করেছেন। এ ব্যাপারে হাদিসের বরেণ্য মনীষী ইমাম বায়হাকি বলেন, ইবনে ইসহাক যেসব বিষয়ে একাই বর্ণনা করেছেন, হাদিসের হাফেজগণ সেসব বর্ণনা সাধারণত এড়িয়ে চলেন। ইমাম জাহাবি বলেন, হাদিস বর্ণনার ক্ষেত্রে ইবনে ইসহাকের সত্যতা সবার কাছে স্বীকৃত। আর মাগাজি (নবীজির যুদ্ধজীবন বিষয়ে তিনি আরও বেশি শক্তিশালী। )
ইবনে ইসহাক থেকে এ বিষয়ে বর্ণিত অধিকাংশ হাদিস ও ঘটনা সনদ বিশ্লেষণের মাপকাঠিতে তেমন প্রমাণিত না হওয়ায় এগুলো হাদিসশাস্ত্রের পন্ডিতদের কাছে দুর্বল বলে বিবেচিত। ইমাম জাহাবি তারঁ তারিখুল ইসলাম এবং সিয়ারু আলামিন নুবালা নামক বিখ্যাত দুই ঐতিহাসিক গ্রন্থে এ সম্পর্কে সবচেয়ে বেশি বিশ্লেসণ করেছেন। তারঁ পরে তাঁরই ছাত্র প্রখ্যাত মুফাসসির,
ও ঐতিহাসিক হাফেজ ইবনে কাসির তারঁ বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের সিরাত অধ্যায়ে এ বিষয়ে আলোচনা করেন। এ ছাড়া হাদিসের অপর বিখ্যাত পন্ডিত হাফেজ ইবনে হাজার আসকালানি তারঁ রচিত সহিহ বুখারির ব্যাখ্যাগ্রন্থ ফাতহুল বারি এবং সাহাবিদের জীবনীগ্রন্থ আল-ইসাবাহ ফি তাময়িজিস সাহাবাহ-এর মধ্যে এ বিষয়ে আলোকপাত করেছেন। সিরাত সম্পর্কিত প্রচলিত ভুল আরও জানতে ও পড়তে বইটি ডাউনলোড করে নিতে পারেন।
নিচে সিরাতের প্রচলিত ভুল pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | নবপ্রকাশন |
বইয়ের ধরণঃ | সীরাত বিষয়ক |
বইয়ের সাইজঃ | 70.0 MB |
প্রকাশ সালঃ | ২০২২ সাল |
বইয়ের লেখকঃ | মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ আল আওশান |
অনুবাদকঃ | আব্দুল্লাহ আল মাসূম |