সীরাতে মুস্তাক্বীম pdf বই ডাউনলোড। দাওয়াত ও তাবলিগের মেহনতের বদৌলতে হাজার হাজার মানুষ যারা দ্বীন পেয়েছেন, আল্লাহ ও তারঁ প্রিয় রাসূল সা. কে চিনেছেন, দুনিয়অর আবিলতা থেকে মুক্ত হয়ে হিদায়াতের রাজপথের সন্ধান পেয়েছেন তারা তাবলিগের চলমান সংকটে হতাশ, দিশেহারা। দূর থেকে নানা জনের কাছ থেকে খন্ডিত, আংশিক বক্তব্য শুনে বিভ্রন্ত হচ্ছেন, পারস্পারিক দ্বন্ধ-কলহে লিপ্ত হচ্ছেন। দীর্ঘদিন যাবত যারা এই মেহনতের সাথে জড়িয়ে আছেন, যাদের জান-মাল এই কাজের জন্য ওয়াকফ করে দিয়েছেন, তারা এই উদ্ভুত পরিস্থিতিতে হতবাক- হতভম্ভ।
এই বিপর্যকর পরিস্থিতির শুরু থেকেই তারা হয়রান- পেরেশান। এই সংকট হতে উত্তরণের জন্য তারা ব্যক্তিগত এবং দলবদ্ধভাবে আন্তরিক প্রচেষ্টা চালিয়েছেন। প্রথমে ঘরোয়াভাবে তারপর নিযামুদ্দিনের চৌহুদ্দির ভেতরে পরে শূরা এবং আলমি শূরার মাধ্যমেও কিন্তু সকল চেষ্টা সত্ত্বেও এই সংকট বিশ্বময় ছড়িয়ে পড়ে এবং দ্বিধা-বিভক্তি ক্রমাগতভাবে বাড়তেই থাকে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- চলমান সংকট নিরসন pdf বই ডাউনলোড
- সীরাতে আয়েশা রাযিয়াল্লাহু আনহা pdf বই ডাউনলোড
- সীরাতে খাতামুল আম্বিয়া pdf বই ডাউনলোড
- মুসলিম মানসে সংকট pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
এহেন নাজুক পরিস্থিতিতে বাংলাদেশের উলামায়ে কেরাম এগিয়ে আসনে এবং বিপর্যয় কাটিয়ে সংকট উত্তরণে নানামুখি চেষ্টা-তদবির ও আন্তরিক তৎপরতা অব্যাহত রাখেন। ইতোমধ্যে দারুল উলূম দেওবন্দ দীর্ঘ পর্যবেক্ষণের পর সর্বসম্মত অবস্থান ঘোষণা করে ফতোয়া প্রকাশ করলে সত্যান্বেষীদের নিকট বিষয়টি পরিস্কার হয়ে যায়।
দেশের শীর্ষ উলামায়ে কেরাম ঢাকার মোহাম্মাদপুর ওয়াজাহাতি জোড় করে নিজেরদের অবস্থান পরিস্কার করেন। এবং উম্মাহর সামনে সত্য তুলে ধরেন। নিযামুদ্দিন মারকায ও মেহনতের সাথে জড়িত প্রবীণ সাথীদের মতামত, মন্তব্য, চিঠি, অভিব্যক্তি ও দালিলিক প্রমাণাদি প্রকাশের মাধ্যমেও সংকটের মূল কারণ ও সমাধাণের পথ বাতলিয়ে দেয়া হয়েছে।
এমতাবস্থায় হকপন্থী উম্মাহর জন্য আর দ্বিধা-দ্বন্ধে ভোগার কোনো অবকাশ নেই। মেহনতের সাথে যারা জড়িত আছে তাদেরকে আরো বেশি আত্ম-নিবোদিত হতে হবে, যারা মেহনতকে মহব্বত করেন তাদেরকে মেহনতের সাথে জুড়তে হবে এবং পরীক্ষিত আকারির হযরতদের নেগরানীতে সহিহ মানহাজে কাজ চালিয়ে যেতে হবে। তাবলিগের বর্তমান পরিস্থিতি নিয়ে ইউটিউবসহ সোস্যাল মিডিয়ার ব্যাপক আলোচনা হয়েছে।
নানা তথ্য উপাত্ত পরিবেশিত হয়েছে। পত্র-পত্রিকায় লেখা-লেখি হয়েছে, এখনো থেমে নেই, অবিরত চলছে। বিশেষ করে আমাদের দেশে মুহতারাম আব্দুল্লাহ আল ফঅরুক ভাই তাবলিগ বিষয়ক বইগুলো বাংলায় ভাষান্তর করে যে খেদমত আঞ্জাম দিয়েছেন তা অতুলনীয়।
নিচে সীরাতে মুস্তাক্বীম pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | সীরাত বিষয়ক |
বইয়ের সাইজঃ | 9.72 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | মুফতী আমীর ইবনে আহমদ |
অনুবাদঃ |