সীরাত বিশ্বকোষ ১১তম খন্ড
সীরাত বিশ্বকোষ ১১তম খন্ড pdf বই ডাউনলোড।হযরত রাসুলে কারীম স শেষ নবী । তাহার পর আর কোন নবী বা রাসূল আগমন করিবেন না। তাই অধঃপতিত ও পথভ্রষ্ট মানুষের সঠিক পথ প্রাপ্তির জন্য আম্বিয়া আলায়হিমুস -সালামের জীবন ও কর্ম তথা সঠিক জীবন-চরিত জানা একান্ত প্রয়োজন। আমাদের জানামতে বাংলা ভাষায় এ পর্যন্ত নবী রাসূলদের জীবন ও শিক্ষা সম্বলিত কোন প্রামান্য ও নির্ভরযোগ্য গ্রন্থ প্রকাশিত হয় নাই।
কুরআন হাদীস তাফসীর সীরাত ও প্রাচীন ইতিহাসের পাতায় সেগুলি ছড়াইয়া -ছিটাইয়া রহিয়াছে আরবী , উর্দূ ফারসী প্রভৃতি ভাষায়। সেগুলি সংগ্রহ করিয়া এবং তাহার উপর আরো গবেষণা চালাইয়া বিশ্বকোষের আঙ্গিকে সম্পূর্ণ মৌলিকভাবে নবী- রাসুল ও সাহাবীদের জীবন ও শিক্ষামালা সংরক্ষন ও জাতির সম্মুখে তুলিয়া ধরার এক মহতী উদ্যোগ গ্রহন করিয়াছে । সীরাত বিশ্বকোষ ২য় খন্ড ইহারই প্রথম ফসল ।
আরও দেখুনঃ সীরাত বিশ্বকোষ অষ্টম pdf বই ডাউনলোড
সীরাত বিশ্বকোষ রচনার প্রধানতম উৎস আল-কুরআন অতঃপর ইহার বিভিন্ন তাফসীর হাদীছ গ্রন্থ ও ইহার বিবিধ ভাষ্য সর্বশেষ বিভিন্ন ভাষায় রচিত বিপুল সীরাত গ্রন্থ। এসব গ্রন্থের অধিকাংশই আরবী ভাষায় রচিত হওয়ায় এই সব গ্রন্থ সংগ্রহে আমাদের বিশেষ বেগ পাইতে হইয়াছে। এমনকি বহু চেষ্টা সত্ত্বে এখন পর্যন্ত আমরা অনেকগুলি সীরাত গ্রন্থ সংগ্রহে সক্ষম হই নাই। তদুপরি বিয়াট গবেষনাবহুল ও পরিশ্রম সাপেক্ষ বিধায় ইহার জন্য প্রয়োজনীয সংখ্যক লেখক ও গবেষক পাইতে ও আমাদর সমস্যার সম্মুখীন হইতে হইয়াছে।
নবী-রাসুলদের জীবনীর উপর আরো ১ টি খন্ড, মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ-এর জীবন ও কর্মের উপর ১০টি খন্ড এবং সাহাবায়ে কিরামের জীবনী উপর আরো ১০টি খন্ড প্রকাশের পরিকল্পনা সম্মুকে লইয়া আমরা অগ্রসর হইতেছি । (১৯৯৫-২০০০) ২২ খন্ডে সমাপ্ত সীরাত বিশ্বকোষ রচনা ও প্রকাশনার নিমিত্ত একটি পৃথক প্রকল্প গ্রহন করা হয়। উল্লেখ্য যে সীরাত বিশ্বকোষ আন্তগর্ত হিসাবে ধরা হয় সর্বপ্রথম আম্বিয়া আলায়হিমুস-সালাম অতঃপর আম্বিয়াকুলের সর্দার সায়্যিদুল মুরসালীন হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাঃ এবং তদীর সাহাবায়ে কিরাম রাঃ-এর সামগ্রিক জীবন রচিত।
আরও দেখুনঃ সীরাত বিশ্বকোষ ৯ম pdf বই ডাউনলোড
নিচে সীরাত বিশ্বকোষ ১১তম খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইফাবা বইয়ের ধরণঃ ইসলামিক বিষয় বইয়ের সাইজঃ 19.4 MB প্রকাশ সালঃ ২০০৫ ইং বইয়ের লেখকঃ মুহাম্মদ মুফাজ্জল হুসাইন খান-গং অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ