সুইটহার্ট কুরআন pdf বই ডাউনলোড। আল্লাহ জিহাদের কথা বললেন। পাশাপাশি তার উদ্দেশ্যের কথাও বলে দিলেন। তিনি পরীক্ষা করতে চান। যাচােই করে নিতে চান, আমাদের অন্তর কতটা আল্লাহমুখী। আমাদের নফস কতটা আল্লাহর সাথে সম্পৃক্ত। তারঁ প্রতি কতটা ঈমান রাখে। অর্থাৎ- আল্লাহ তোমাদের সাহায্য কররে কেউ তোমাদের পরাস্ত করতে পারবে না। আর তিনি যদি তোমাদের অসহায় ছেড়ে দেন, তবে তিনি ছাড়া কে আছে, যে তোমাদের সাহায্য করবে? (আলে ইমরান, ১৬০)।
মানুষ জয়ী হতে পছন্দ করে। বিজয়ের প্রতি মানবমনের আজন্ম আকর্ষণ। বিজয়ে কেউ কেউ আত্মহারা হয়ে পড়ে। আল্লাহ এমন বেসামাল মুহুর্তের কথা আলোচনায় এনেছেন। স্বমরণ করিয়ে দিয়েছেন বিজয়ের মূল কারণ তিনিই। তিনি ছাড়া কোনো বিজয় আসতেই পারে না। জয়ী হয়ে আত্মগৌরবে ডেবা যাবে না। কুরআন আমাদের প্রতিনিয়ত আল্লাহর সাথেই থাকতে বলে। যেকোনো পরিস্থিতিতে। পরাজয়ে তো বটেই, জয়েও।
আরও ইসলামিক বই দেখুনঃ
- সুনানে নাসায়ী শরীফ ২য় খন্ড pdf বই ডাউনলোড
- আল্লাহকে পেতে মাধ্যম গ্রহন pdf বই ডাউনলোড
- আল কুরআনের দোয়া pdf বই ডাউনলোড
- আল্লাহর উপর ভরসা pdf বই ডাউনলোড
- ক্রসেড সিরিজ ১৪তম খন্ড pdf বই ডাউনলোড
এ-এক অন্তহীন কর্মধারা। আমার কাজ একটাই আল্লাহর সাথে জুড়ে থাকা। অনবরত। অবিরত। অবিরাম। আমার সৃষ্টিই হয়েছে এ জন্য। আমার আর কোনো কাজ নেই। সব কাজই এককাজ-আল্লাহর সাথে জুড়ে থাকা। সব কাজকেই এই কাজের অধীনে নিয়ে আসা। যা-ই করি, আল্লাহর জন্য করা, অর্থাৎ- তোমরা যদি আল্লাহ (তাআলার দ্বীন-এর সাহায্য করো, তবে তিনি তোমাদের সাহায্য করবেন(মুহাম্মাদ, ৭)।
আল্লাহর সাথে লেগে থাকলে আখেরে আমারই লাভ। তিনি প্রার্থিত বিজয় দ্বারা আমাকে গৌরবান্বিত করবেন।কুরআন আমার প্রতিটি নড়চড়াকে আল্লাহমুখী করতে উদ্ভুদ্ধ করে। আমার দাঁড়ানো, আমার বসা, আমার শোয়া, আমার ঘুমুনো, আমার জেগে থাকা সবই আল্লাহর যিকির দ্বারা আবৃত করতে উৎসাহ দেয়। আমার একটা চোখের পলকও যেন আল্লাহ শুন্য না হয়, সেদিকে দৃষ্টি আকর্ষণ করে, অর্থাৎ- দারা দাড়িঁয়ে, বসে ও শুয়ে (সর্বাবস্থায়) আল্লাহকে স্মরণ করে (আলে ইমরান, ১৯১)।
যদি আরও পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন। আশা করি ভালো লাগবে খুব সুন্দর একটি বই সুইটহার্ট কুরআন শরীফ নামক বইটি। উপরোক্ত বইয়ের ভিতর থেকে কিছু নেয়া।
নিচে সুইটহার্ট কুরআন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | মাকতাবাতুল আহযার |
বইয়ের ধরণঃ | কুরআন বিষয়ক |
বইয়ের সাইজঃ | 97.02 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | মুহাম্মাদ আতীক উল্লাহ |
অনুবাদঃ |