সুখময় দাম্পত্য জীবন pdf বই ডাউনলোড। আল্লাহর সৃষ্টির অপার বিস্ময় স্বামী আর স্ত্রী। অচেনা, অজানা দু’টি মানুষের মাঝে শুধু দু’টি কথার দ্বারা গড়ে ওঠে প্রাকৃতিক সভ্যতার বাঁধন। সুখ আর দুঃখের বিবর্তনে দু’টি প্রাণ জড়িয়ে থাকে একে অন্যের হয়ে। ফলে সুখ আর দুঃখ ভাগাভাগি হয়ে যায় সুখী-দুখী প্রাণে। কষ্টের লাঘব হয় মানবজীবনে। হ্যাঁ, এটাই জীবন; মানুষের জীবন; সভ্যজীবন।
মানুষের সমাজজীবনের অন্যতম ও প্রধান দিক হলো পরিবার। সভ্যদুনিয়ার পরিবার বলতে রীতিমতো দু’জন নর-নারীর প্রাকৃতিক বাঁধনাচারকে বোঝায় । স্বামী-স্ত্রী দু’জনই সমাজের কর্মী। একজন কর্তা, আরেকজন কর্তী। শব্দেরই ব্যবধান। তবে দূরত্ব নয় কখনোই। জীবনের ছন্দে-গন্ধে, হাসি-কান্না আর আনন্দে একদেহ, একপ্রাণ ৷ যদিও পুরুষ কঠোর, নারী সুমধুর, তবুও এটি ছন্দের পতন নয়; বরং প্রকৃতির উষ্ণ-শীতল মিতালী।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
আজ দাম্পত্যকলহের অস্থিরতা ‘সভ্যদুনিয়া’র রোজকার চিত্র। আমাদের দেশের চিত্রজগতের গ্রহ-তারা’দের দাম্পত্যজীবনের ড্রামাবাজির কথা না হয় বাদই দিলাম; কিন্তু সাধারণ পরিবারগুলোতে আজ যেরকমের কলহ-বিবাদ হচ্ছে, এসব নিয়ে চিন্তা করলে গা কেঁপে ওঠে। বিশ্বায়নের এ যুগে মানুষ কীভাবে এতোটা অপ্রাকৃতিক হয়ে গেলো! পরিবার জীবনে স্বামী-স্ত্রী কেউ আজ তার ন্যায্য অধিকার পায় না। স্বামী-স্ত্রীর সম্পর্কের সুতোটা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। কেউ কাউকে জানতে পারছে না। ভালোবাসতে পারছে না। তুচ্ছ কারণে
হারিয়ে যাচ্ছে বাসরের আবেগ-অনুভূতি। আত্মার সম্পর্কহীন, সমাজের বাঁধন ছাড়া বিচিত্র দুনিয়ার রঙধনু দু’চোখে দেখছে আর সেদিকে পাগলের মতো ছুটছে। এইতো ক’দিন আগে একটি দৈনিকের পাতায় দেখলাম তিউনিশিয়ার নারীরা আন্দোলন করছে, তারা ইউরোপীয় নারীদের মতো স্বাধীনতা চায়। ভারতেরও কিছু নারী অজানা অস্পৃশ্যের তাড়নায় কী যেনো বলতে চায় ।
যেকোনো মানুষই তার অধিকার স্বাধিকারের দাবি জানাতে পারে। খবরের পাতা বিস্তারিত পড়ে মাথাটা ধরে গেলো। ইউরোপ থেকেও নারী অধিকারের সবক আর তালিম নিতে হবে!? যে ইউরোপ আজো নারীকে শুধুই ভোগ্যপণ্য মনে করে। যে আমেরিকা তীব্র নারী বিদ্বেষের পঁচা গোমট বাঁধা কারণে ‘নারী ক্লিনটন’কে প্রেসিডেন্ট হতে দেয় না; উদ্ভট ট্রাম্পকেই তাদের প্রেসিডেন্ট বানায়; ফ্রাঁসোয়া ওঁলাদ আর ম্যাক্রোর মতো ব্যক্তিরা যখন ফ্রান্সের প্রেসিডেন্ট হয়; সেই ইউরোপ আমেরিকা থেকে নারী অধিকারের তালিম নিতে হবে! অঙ্কটি খুবই জটিল মনে হচ্ছে।
নিচে সুখময় দাম্পত্য জীবন pdf pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বই বিষয়ক |
বইয়ের সাইজঃ | 6.57 MB |
প্রকাশ সালঃ | ২০১৮ সাল |
বইয়ের লেখকঃ | মাওলানা জুলফিকার আহমদ নকশাবন্দি |
বইয়ের অনুবাদকঃ | মুফতি ওলিউর রহমান |