সুদবিহীন ব্যাংকিং pdf বই ডাউনলোড। আল্লাহ পাক রাব্বুল আলামীন সুদকে হারাম করেছেন । শুধু হারাম করেই ক্ষান্ত হননি; বরং সুদকে এমন একটি কবীরা গুনাহ হিসেবে অভিহিত করেছেন, যার বিরুদ্ধে কোরআনে কারীমে স্বয়ং আল্লাহ এবং তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা দেয়া হয়েছে। সুদ এমন একটি পাপ, যা মানুষের অর্থনৈতিক জীবনে চরম বৈষম্যের সৃষ্টি করে ।
সুদী ব্যবস্থায় ধনী আরো ধনী হয়, গরীব আরো অধিক গরীবে পরিণত হয় । সুদের অপকারিতা অত্যন্ত ব্যাপক। সুদ আজ যেভাবে বিশ্বব্যাপী তার আগ্রাসী থাবা বিস্তার করে রেখেছে, শুধু মুখের কথা বা কলমের কালি দিয়ে তা থেকে বিশ্ব মানবতাকে উদ্ধার করা সম্ভব হবে না।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
এর জন্য প্রয়োজন সুদবিহীন ইসলামী অর্থব্যবস্থার ব্যাপক প্রচার ও প্রচলন । বর্তমান বিশ্বে ব্যাংকিং ব্যবস্থার প্রয়োজনীয়তা অস্বীকার করার কোন উপায় নেই । তবে তা সুদ ভিত্তিক হবার কারণে মানবতাকে ক্রমেই বিপর্যয়ের পথে নিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ইসলামী শরীয়তের আলোকে এর বিকল্প পেশ করা বর্তমান সময়ে অন্যতম চাহিদা ।
তাই আজ বিশ্বের বিভিন্ন জায়গায় এই চাহিদা মিটাতে সুদবিহীন ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। সুদবিহীন সমাজ প্রতিষ্ঠায় আল্লাহ পাকের কিছু বান্দা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের মধ্যে অন্যতম হলেন, বর্তমান বিশ্বের অন্যতম সেরা ইসলামী ব্যক্তিত্ব, শাইখুল ইসলাম আল্লামা জাস্টিস মুফতী মুহাম্মদ তক্বী উসমানী ।
আল্লামা মুফতী তক্বী উসমানীকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছুই নেই।
তিনি তার গবেষণাকর্মের মাধ্যমে ইতোমধ্যে সারা বিশ্বের ইসলামী জনতার হৃদয়ে স্থান করে নিয়েছেন । সুদের বিরুদ্ধে পাকিস্তান সুপ্রিম কোর্টে তাঁর প্রদত্ত ঐতিহাসিক রায় এবং সুদমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তিনি যে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, তাতে আজ তিনি ইসলামের শত্রুদের আক্রমনের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন । তবে অত্যন্ত দুঃখজনকভাবে কিছু উলামায়ে কেরামও এই কাতারে শামিল হয়েছেন ।
তাঁরা মনে করেন, সুদী ব্যাংকের কোন বিকল্প ইসলামে নেই । এ বিষয়ে তাঁরা বিভিন্ন যুক্তিও উপস্থাপন করার চেষ্টা করেছেন । আল্লামা তক্বী উসমানী তাঁদের সেসব বক্তব্য ও আক্রমনের জবাব দিয়েছেন সুনিপুণভাবে ।
সর্বশেষ হযরত তক্বী উসমানী সাহেবের এসব কাজের সমালোচনা করে বিগত বছরকয়েক পূর্বে করাচীর জামেয়া বিনুরী টাউন থেকে একটি ফতোয়া প্রকাশিত হয় । তিনি এর জবাবে এই নামক একটি কিতাব রচনা করেন । বক্ষমান গ্রন্থটি তারই অনুবাদ ।
নিচে সুদবিহীন ব্যাংকিং pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | মাকতাবাতুল ইসলাম |
বইয়ের ধরণঃ | সুদ বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 14 MB |
প্রকাশ সাল | ২০১২ সাল |
বইয়ের লেখকঃ | মুফতী মুহাম্মদ তকী উসমানী |
বইয়ের অনুবাদকঃ | মাওলানা মুসা বিন ইযহার |