সুদের ক্ষতি অপকার কুপ্রভাব pdf বই ডাউনলোড। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে, সুদ, সুদের অপকারিতা ও তার ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে বেশি বেশি আলোচনা হওয়া দরকার। কারণ যে সুদী কারবার করে সে আল্লাহ ও তদীয় রসূলেল বিরুদ্ধে যেন যুদ্ধ ঘোষণা করে। আর কোনো মুসলমান একটি কল্পনাও করতে পারে না। তাই এ থেকে দূরে থাকতে প্রতিটি মুসলমানের জন্য সুদের বিধান ও তার প্রকার -প্রকরণ জানা অপরিহার্য।
এ গুরুত্ব বিবেচনা করেই আমি নিজের এবং আমার মতো জ্ঞানের দৈন্যতায় ভোগা মুসলিম ভাই-বোনদের জন্য সুদের বিধানাবলির ওপর কুরআন-হাদীসের দলিলাদি একত্রিত করেছি। বর্ণনা করেছি ব্যক্তি ও সমাজের ওপর এর কুপ্রভাবের দিকগুলোও।
আরও ইসলামিক বই দেখুনঃ
- কুফুরি ফতওয়া ও কুপ্রভাব pdf বই ডাউনলোড
- ইবনু মাজহারের কিছু লেখা pdf বই ডাউনলোড
- জবানের ক্ষতি pdf বই ডাউনলোড
- কুদৃষ্টি কুসম্পর্কের ভয়াবহ ক্ষতি pdf বই ডাউনলোড
আমি প্রথমে ভূমিকা তারপর তিনটি পর্ব এবং সবশেষে উপসংহার তুলে ধরে বইটির বিন্যাস করেছি এভাবে- প্রথম পর্ব হচ্ছে। প্রাক ইসলামি যুগে সূদ। এ পূর্বে রয়েছে তিনটি অধ্যায় যথা- এবং ইত্যাদি বিষয়ে নিয়ে উল্লেখ করা আছে ইন ডিটেলস।
ইহুদিরা সেই আদিকাল থেকেই ষড়যন্ত্র ও কূটকৌশল প্রিয় জাতি হিসেবে প্রসিদ্ধ। তারা তাদের কাছে প্রেরিত নবলি বিরুদ্ধে নানা কূটচাল চালত। তাদের যেসব কূটকৌশলেল একটি ছিল সুদ খাওয়ার ব্যাপারে কৌশলেল আশ্রয় নেয়অ। অথচ তাদের নবী এ থেকে তাদের বারণ করেছেন। হারাম ঘোষণা করেছেন সুদ খাওয়া। আল্লাহ তাআলা ইরশাদ করেন- সুতরাং ইয়াহুদীদের যুলুমের কারনে আমি তাদের ওপর উত্তম খাবারগুলো হারাম করেছিলাম।
যা তাদের জন্য হালালা করা হয়েছিল এবং আল্লাহর রাস্তা থেকে অনেকে তাদের বাধা প্রদাণের কারণে। আর তাদের সুদ গ্রহণের কারণে, অথচ তা থেকে তাদেরকে নিষেধ করা হয়েছিল। হাফেজ ইবনে কাসির রহ, বলেন, আল্লাহ তাআলা তাদেরকে তথা ইহুদির সুদ খেতে নিষেধ করেন, তারপরও তারা সুদ খাওয়া থেকে বিরত থাকেনি। এ জন্য তারা নানা কৌশল গ্রহণ করল। বিষয়টিকে সন্দেহের বাতাবরণে ঢেকে ফেলল আর মানুষের সম্পদ খেতে লাগল অবৈধ পন্থায়। ইহুদিরা সুদ হারাম ঘোষণাকারী বক্তব্যকেই বিকৃত করল।
তারা সে বক্তব্যের ব্যাখা দাড়ঁ করাল এভাবে, ইহুদিদের পরস্পরের মাঝে সুদ খাওয়া নিষেধ, তবে অন্য ধর্মের লোকদের সঙ্গে ইহুদিদের সুদী কারবার করতে কোনো বারণ নেই। রাব নামক এক ইহুদি যাজক বলে, যখন কোনো খৃষ্টানের দরকার পড়বে দিরহামের, ইহুদির উচিৎ হবে সর্বদিক থেকে এ সুযোগে তার ওপর প্রভাব বিস্তার করা। তাকে আটকে ফেলা ব্যাপক লাবের বেড়াজালে। যাতে সে সম্পূর্ণভাবে পর্যুদস্ত হয়। এবং তার সম্পদের মালিকানা খর্ব হয় কিংবা তার সম্পদ এবং ঋণ সমান্তরাল হয়ে যায়। এভাবে ইহুদি খৃষ্টান ব্যক্তির ওপর কর্তৃত্ব লাভ করবে অতপর বিচারকে সহযোগিতায় তার সম্পদের অধিকার কেড়ে নিতে সক্ষম হবে।
নিচে সুদের ক্ষতি অপকার কুপ্রভাব pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 1 MB |
প্রকাশ সালঃ | ২০০৯ |
বইয়ের লেখকঃ | সায়ীদ বিন আলী বিন ওয়াহাফ আল-কাহতানি |
অনুবাদঃ | আলী হাসান তৈয়ব |
বিঃ দ্রঃ এটি একটি শর্ট পিডিএফ, মূল পিডিএফ পাওয়া গেলে আপডেট করে দেওয়া হবে।