সুনান আন নাসাঈ ২য় খন্ড pdf বই ডাউনলোড। সুনান আন নাসাঈ pdf বই ডাউনলোড। হাদীস মুসলিম মিল্লাতের এক অমূল্য সম্পদ, ইসলামী শরীআতের অন্যতম অপরিহার্য উৎস এবঙ ইসলামী জীবন বিধানের অন্যতম মূল ভিত্তি। কুরআন মজীদ যেখানে ইসলামী জীবন ব্যবস্থার মৌলনীতি পেশ করে, হাদীস সেখানে এই মৌলনীতির বিস্তারিত বিশ্লেষণ ও তা বাস্তবায়নের কার্যকর পন্থা বলে দেয়।
কুরআন ইসলামের প্রদীপ-স্তম্ভ, হাদীস তার বিচ্ছুরিত আলো। ইসলামী জ্ঞান-বিজ্ঞানে কুরআন যেন হৃদপিন্ড, আর হাদীস এই হৃদপিন্ডের সাথে সংযুক্ত ধমনী। জ্ঞানের বিশাল ক্ষেত্রে এই ধমনী প্রতিনিয়ত তাজা তপ্ত শোণিতধারা প্রবাহিত করে এর অংঘ-প্রত্যংগকে অব্যাহতভাবে সতেজ ও সক্রিয় রাখে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ইমাম নাসাঈ রহঃ জীবনী pdf বই ডাউনলোড
- খারী শরীফ ৫ম খন্ড pdf বই ডাউনলোড
- সহীহ মুসলিম শরীফ ২য় খন্ড pdf বই ডাউনলোড
- সহীহ আল বুখারী pdf বই ডাউনলোড
- বুখারী শরীফ ৩য় খন্ড pdf বই ডাউনলোড
হাদীস একদিকে যেমন কুরআনুল আযীমের নির্ভুল ব্যাখ্যা দান করে, অনুরূপভাবে তা পেশ করে কুরআনের ধাবক ও বাহক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন-চরিত্র, কর্মনীতি ও আদর্শ এবং তারঁ কথা ও কাজ, হেদায়াত ও উপদেশের বিস্তারিত বিবরণ। এজন্যই ইসলামী জীবন-বিধানের কুরআনে হাকীমের পরপরই হাদীসের স্থান
আল্লাহ তাআলা বিজরাঈল আমীনের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যে ওহী নাযিল করেছেন, তাই হচ্ছে হাদীসের মূল উৎস। ওহী অর্থঃ ইশারা করা, গোপনে অপরের সাথে কথা বলা, অপরের অজ্ঞাতসারে কাউকে কিছু জানিয়ে দেয়া। ওহীলব্ধ জ্ঞান দুই প্রকার। প্রথম প্রকার মৌল জ্ঞান, যা প্রত্যক্ষ ওহীর মাধ্যমে প্রাপ্ত, যার নাম কিতাবুল্লাহ বা আল-কুরআন।
এর ভাব ও ভাষা উভয়ই আল্লাহর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হুবহু আল্লাহর ভাষায় প্রকাশ করেছেন। দ্বিতীয় প্রকারের জ্ঞান-যা প্রথম প্রকারে জ্ঞানের ভাষ্য এবং যা পরোক্ষ ওহীর মাধ্যমে প্রাপ্ত, এর নাম সুন্নাহ বা আল হাদীস।
এর ভাব আল্লাহর, কিন্তু নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিজের ভাষায়, নিজের কথা এবং নিজের কাজ ও সম্মতির মাধ্যমে প্রকাশ করেছেন। প্রথম প্রকারের ওহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সরাসরি নাযিল হতো এবং তারঁ কাছে উপস্থিত লোকেরা তা উপলব্ধি করতে পারতো। আরও পড়তে চাইলে বইটি ডাউনলোড করে নিতে পারেন।
নিচে সুনান আন নাসাঈ ২য় খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | বাংলাদেশ ইসলামিক সেন্টার |
বইয়ের ধরণঃ | হাদীস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 22.20 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | ইমাম আবু আবদুর রহমান আন নাসাঈ |
অনুবাদকঃ | আলহাজ্জ মাওলানা মুহাম্মাদ মূসা |