সুন্দর ইতিবৃত্ত pdf বই ডাউনলোড। মালেক ইবনে দোবর পানি তোলার জন্য কূপে বালতি ফেললো। কুয়াটি ছিলো পরিত্যক্ত। কিন্তু একথা জানা ছিলো না তার। আল্লাহ্ কি মেহেরবান । ভাবলেন বালক ইউসুফ। তিনি মনে করলেন, ভাইদের সুমতি হয়েছে হয়তো। তাই তাকে তুলে নেবার জন্য তারা কুয়ায় বালতি ফেলেছে । হৃদয়াকাশে যে মেঘ জমেছিলো এতক্ষণে তা দূর হয়ে গেলো। বালতির দড়ি শক্ত করে ধরলেন তিনি। মনে মনে আল্লাহ্তায়ালার অনুগ্রহের শুকরিয়া আদায় করতে লাগলেন ।
বালতি টেনে তুলছে মালেক ইবনে দোবর। এতো ভারী লাগছে কেনো? অনেক কষ্টে বালতি উপরে তুলতেই অবাক হয়ে গেলো সে। একি । এ যে দেখছি অনিন্দসুন্দর একটি বালক! সে আনন্দে উৎফুল্ল হয়ে উঠলো। কি সৌভাগ্য! না চাইতেই একটি গোলাম ! পানির বদলে বালতির সাথে মনুষ্য সন্তানটিকে দেখে সে উৎফুল্ল হলো বটে, কিন্তু বিস্মিত হলো ততোধিক। কুয়ার মধ্যে মানুষ কীভাবে এলো? নাকি জ্বীন! বালকটিকে বার বার নিরীক্ষণ করতে লাগলো সে। পরিচয় জিজ্ঞেস করলো কয়েকবার।
আরও ইসলামিক বই দেখুনঃ
- পরকালের সম্বল pdf বই ডাউনলোড
- বিয়ে pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- ইমাম হুসাইনের শাহাদাত pdf বই ডাউনলোড
- নজরের হেফাজত pdf বই ডাউনলোড
- আবুবকর রাঃ সম্পর্কে ১৫০টি ঘটনা pdf বই ডাউনলোড
কিন্তু তেমন কিছুই বললো না বালকটি। বালকটিকে নিয়ে আপন কাফেলায় ফিরে এলো মালেক ইবনে দোবর । বালকটির পরিচয় জানতে না পারলেও কাফেলার লোকজন এ অপ্রত্যাশিত ঘটনাকে সৌভাগ্যের লক্ষণ হিসাবে ধরে নিলো। বিনা অর্থে গোলাম। খোশ নসিবই বটে। হজরত ইউসুফ আলাইহিস সালাম বণিক দলের পণ্য সামগ্রীর মধ্যে শামিল হয়ে গেলেন ।
অন্ধকার গহ্বর থেকে মুক্ত হয়ে বালক ইউসুফও কম আশ্চর্য হননি। আপনজনদের না দেখে কোনো অপরিচিতজন দেখবেন এরকম চিন্তাই করতে পারেননি তিনি।প্রচুর মুনাফার লোভে বণিকদল বালক ইউসুফকে লুকিয়ে ফেললো । তারা বিশেষভাবে নজর রাখলো বালকটি যেনো পালাতে না পারে। লোক জানাজানি যেনো না হয় সে ব্যাপারে তারা অবলম্বন করলো কঠোর সতর্কতা।
হজরত ইউসুফ আ. নিজেকে মুক্ত করার কোনো চেষ্টাই করলেন না। অন্ধকূপের মৃত্যুবিভীষিকা এবং আপনজনদের জঘন্য ষড়যন্ত্র থেকে নিরাপদ থাকার জন্য এ বন্দীত্ব অনেক ভালো। ভবিষ্যৎ পরম করুণাময় আল্লাহ্ই হাতে। মঙ্গলামঙ্গলের এখতিয়ার তো একমাত্র তাঁরই । কাফেলা চলতে শুরু করলো। পাহাড় প্রান্তর জনপদ পার হয়ে গেলো একে একে।
কাফেলাটি এসেছে হেজাজ থেকে । তৎকালে শ্যাম, হেজাজ এলাকার বণিকেরা সুগন্ধি দ্রব্যাদি এবং মশলাপাতি নিয়ে এই পথে মিশর গমন করতো। মিশরে এগুলোর চাহিদা ছিলো প্রচুর । মূল্যও ছিলো বেশ চড়া। ফেরার পথে মিশর থেকে তারা বস্ত্রাদি, তৈজষপত্র ইত্যাদি নিয়ে আসতো হেজাজে ।
কাফেলা এগিয়ে চলে মিশর অভিমুখে। সাথে সাথে চলেন বালক ইউসুফও। নির্বিকার । ভাবলেশহীন। সামনে কোন্ অনিশ্চিত জীবন কে জানে?
নিচে সুন্দর ইতিবৃত্ত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইউসুফ আঃ এর কাহিনী |
বইয়ের সাইজঃ | 1.0 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | আব্দুল ওয়াহাব খান |
বইয়ের অনুবাদকঃ |