সুস্বাগত মাহে রমজান pdf বই ডাউনলোড। রমযান বরকতময় মাস। মুবারক মৌসুম, যাতে প্রতি রাতেই জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় অগণিত মানুষকে। বক্ষ্যমাণ নিবন্ধে কুরআন-সুন্নাহর আলোকে রমযানের পূর্বপ্রস্তুতি ও সূচনাপর্বের করণীয় তুলে ধরা হয়েছে। বাড়িতে বিশেষ কোনো বিশেষ মেহমান আসার তারিখ থাকলে আমরা পূর্ব থেকেই নানা প্রস্তুতি নেই। ঘর-দোর পরিস্কার করি। বিছানাপত্র সাফ-সুতরো করি।
পরিপাটি করি বাড়িব পরিবেশ। নিশ্চিত করি মেহমানের যথাযথ সম্মান ও সন্তুষ্টি রক্ষার সার্বিক ব্যবস্থা। তারপর অপেক্ষা করতে থাকি মেহমানকে সসম্মানে বরণ করে নেওয়ার জন্য। আমাদের দওয়ারেও আজ কথা নাড়ছে এক বিশেষ অতিথি।
আরও দেখুনঃ সিয়াম ও রমজান pdf বই ডাউনলোড
এমন অতিথি যার আগমনে সাড়া পড়ে যায় যমীনে ও আসমানে ! আনন্দের হিল্লোল বয়ে যার সমগ্র সৃষ্টি জগতে আল্লাহর হাবীবের মুখেই শুনুন সে কথা- যখন রমযানের প্রথম রাত্রি আগমন করে শয়তান এবং অবাধ্য জিন্নদের শৃঙ্গলিত করা হয়, জাহান্নামে সকল দরজা বন্ধ করে দেওয়া হয়; খোলা রাখ হয় না কোনো দ্বার, জান্নাতের দুয়ারগুলো অর্গলমুক্ত করে দেওয়া হয়; বদ্ধ রাখা হয় না কোনো কারণ।
সাওম অর্থ=রোজা
একদিকে একজন ঘোষণা করেন, হে পূণ্যের অনুগামী, অগ্রসর হও। হে মন্দ- পথযাত্রী থেমে যাও। আবার অনেক ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেন। আর এমনটি করা হয় রমযানের প্রতি রাতেই। রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই রমযান আসার পূর্বে থেকেই রমযানের জন্য প্রস্তুতি নিতেন। শাবান মাসে অধিকহারে নফল রোযা পালনের মাধ্যমে তিনি রমযানে সিয়াম সাধনার আগাম প্রস্তুতি নিতেন। পর্বানশীলন করতেন।
আরও দেখুনঃ রাসূল যেভাবে রমজান যাপন করেছেন pdf বই
তদুপতি তিনি সাহাবীদেরকে রমযানের শুভাগমনের সুসংবাদ দিতেন। তাদেরকে শোনাতেন রমযানের ফযীলতের কথা। তারা যেন রমযানে ইবাদত বন্দেগীত বেশি করে আত্মনিয়োগ করতে পারেন। নেকী অর্জনে অতিরিক্ত পরিশ্রম করতে প্রত্যহী হন। আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারঁ সঙ্গী সাথীদের এ মর্মে সুসংবাদ শোনাতেন!!।
তোমাদের সমীপে রমযান মাস এসেছে। এটি এক মোবারখ মাস। আল্লাহ তাআলা তোমাদের ওপর এ মাসের সাওম ফরয করেছেন। এতে জান্নাতের দ্বার খোলা হয়। বন্ধ রাখা হয় জাহান্নামের দরজা। শয়তানকে বাধাঁ হয় শেকলে । এ মাসে একটি রজনী রয়েছে যা সহস্র মাস থেকে উত্তম। যে এর কল্যাণ থেকে বঞ্চিত হলো সে যেন যাবতীয় কল্যাণ থেকেই বঞ্চিত হলো।
আরও দেখুনঃ রমজান ও রোযা pdf বই ডাউনলোড
নিচে সুস্বাগত মাহে রমজান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ সিয়াম বিষয়ক বইয়ের সাইজঃ 1.2 MB প্রকাশ সালঃ বইয়ের লেখকঃ আলী হাসান তৈয়ব অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ