সূরা কাহাফ এবং বর্তমান বিশ্ব pdf বই ডাউনলোড। খিযির আঃ মূসা আঃ-কে বললেন:- নিশ্চয়ই আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না। যে বিষয় আপনার বোধগম্য হয়, তা দেখে আপনি ধৈর্য ধারণ করবেন কেমন করে? যেহেতু আপনি সবকিছুই বাহ্যিক দৃষ্টিতে দেখেন, অতএব আপনি শুধু বাহ্যিক জ্ঞানই লাভ করতে পারেন। (সূরা কাহাফ, ১৮:৬৭-৬৮)।
যারা দাজ্জালের মত সব বিষয়ক বাইরের চোখ দিয়ে দেখে, তারা খিযিরের মত অর্থাৎ যারা ভেতর ও বাইরের দুই চোখ দিয়ে দেখে, এমন ব্যক্তিদের কাছ থেকে জ্ঞানার্জন করার জন্য ধৈর্য ধারণ করতে পারে না। জ্ঞানার্জন প্রক্রিয়ার উপর দাজ্জালের ভয়ঙ্কর আক্রমন মানুষকে ভেতর থেকে অন্ধ করে দিচ্ছে।
আরও দেখুনঃ সুবহে সাদিক pdf বই ডাউনলোড
অতঃএব মানুষ যে কোন বিষয়ের বাহ্যিক বিবরণ দেখে প্রতারিথ হচ্ছে, ফলে দাজ্জালের রহস্যপূর্ণ মিশনের বাস্তবতাকে বুঝতে পারছে না। কখনো কখনো মানুষ আল্লাহ প্রতি আস্থাহীন হয়ে পড়ে, এর ফলে তারা যে বিপথে চলে যাচ্ছে সেই সচেতনতাও হারিয়ে ফেলে। বিশেষ করে তারা, ইতিহাস কোন দিকে এগিয়ে চলেছে তা বুঝতে পারে না।
সূরার সাথে যেমনটি মিলিত হতে যাচ্ছে।
অথবা শেষ যামানার পবিত্রভূমি অর্থাৎ জেরুযালেমের কী ভূমিকা তাও বুঝতে পারে না। কুরআনের ঘোষণা অনুযায়ী তাদের মর্যাদার গবাধি পশুর মর্যাদার সমান। আবু দারদা রাঃ বর্ণনা করেনঃ আল্লাহ রাসূল সাঃ বলেছেন, যদি কেউ সূরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্ত করে সে দাজ্জালের ফেৎনা থেকে নিরাপদে থাকবে।
আরও দেখুনঃ সত্যের সেনানী pdf বই ডাউনলোড
তোমাদের মধ্যে যে ব্যক্তি দাজ্জালের আগমনের সময় জীবিত থাকবে, সে যেন সুরা কাহাফের গোড়ার আয়াতগুলি তেলাওত করে। সহীহ মুসলিম যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম তিন আয়াত তেলাওত করে সে দাজ্জালের ফেৎসা থেকে নিরাপদে থাকবে। -তিরমিযী
আবূ সাঈদ খুদরী রাঃ বর্ণনা করেনঃ রাসূল সাঃ বলেছেন. যে ব্যক্তি জুম্মার দিন অর্থাৎ পৌত্তলিক জগতের শুক্রবার সূরা কাহাফের তেলাওয়াত করে সে এক জুম্মার থেকে পরের জুম্মা পর্যন্ত এই সূরার আলোকে উদ্দীপিত থাকবে।-নাসাঈ.বায়হাকী, হাকিম আল্লাহ তায়ালা বলেন সতুরাং তুমি কাফিরদের আনুগত্য করো না এবং তুমি তার অর্থাৎ কুরআনের সাহায্যে তাদের বিরুদ্ধে প্রবল সংগ্রাম চালিয়ে যাও।- সূরা ফুরক্বান, ২৫:৫২।
আরও দেখুনঃ শানে নুযূল pdf বই ডাউনলোড
নিচে সূরা কাহাফ এবং বর্তমান বিশ্ব pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1.68 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ শাইখ ইমরান নযর হোসেন অনুবাদঃ মুহাম্মাদ আলমগীরডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ