সৃষ্টি দর্শন
সৃষ্টি দর্শন pdf বই ডাউনলোড। সকল প্রশংসা সেই একক আল্লাহর, যিনি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত লোকগণকে বিশেষ অনুগ্রন্থে ভূষিত করেছেন। সৃষ্টি সম্পর্কে চিন্তা গবেষণাকারীদের প্রতিও করেছেন বিশেষ অনুগ্রহ ও দয়া। আর বিশ্বের সৃষ্টিরহস্য সম্পর্কে চিন্তা ভাবনাকে তিনি ঈমান ও ইয়াকীনের দৃঢ়তার উপলক্ষ করেছেন। এসব চিন্তা গবেষণাকরীগণ এভাবে তাঁদের সৃষ্টিকর্তাকে উপলদ্ধি করতে সক্ষম হয়েছেন।
আর তিনি যে এক এবং অদ্বিতীয় সে সম্পর্কে পূর্ণ বিশ্বাস অর্জন করেছেন। তারা আল্লাহর অপার মহিমা ও কুদরত প্রত্যক্ষ করতে সক্ষম হয়েছেন। তিনি যে সকল দোষ-ত্রুটি থেকে পবিত্র সে বিষয়ে নিঃসন্দেহ হতে পেরেছেন। তারা নিশ্চিতভাবে জানেন যে, তিনিই একমাত্র সর্বশক্তির আধঅর, যেমনতিনি তাঁর কিতাবে মুবীনে উল্লেখ করেছেন।
আরও দেখুনঃ আশুরা ও কারবালা pdf বই
এই গ্রন্থে কতগুলো অধ্যায় সংযোজিত হয়েছে। প্রতি অধ্যায়ে আল্লাহর কুদরত যথাসম্ভব বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আল্লাহর সৃষ্টির রহস্য এতই গভীর এবং তাৎপর্যপূর্ণ যে, দুনিয়ার সারা সৃষ্টি তাদের সকল শক্তি ব্যয় করেও কোন একটি সৃষ্টির পূর্ণ রহস্য উদঘাটন করার যদি চেষ্টা করে তা কখনও পূর্ণরূপে সম্ভব হবে না, বরং সকলেই এ বিষয়ে অসমর্থ হবে।
আল্লাহর সৃষ্টি রহস্য
আমরা আসমানের প্রতি লক্ষ্য করে দেখলে মনে হবে এই সারা জাহান একটি গৃহ। যেখানে আমাদের প্রয়োজনীয় সব কিছু মজুদ রয়েছে। আসমান ছাদস্বরূপ আর জমিন আমাদের বিছানা। আকাশকে আলোকিত রাখার জন্য আসমানের তারাগুলো আমাদের বিজলী বাতির স্থলবর্তী।
আর মাটির গর্ভে খনিজ সম্পদ এভাবে সঞ্চিত রয়েছে যেন মূল্যবান সামগ্রী সংরক্ষিত করা হয়েছে। প্রত্যেকটি জিনিসই স্ব স্ব উদ্দেশ্য সাধনে নিয়োজিত। এই গৃহের মালিক মানুষ। আর গ্রহর যাবতীয় আসবাবপত্র সবই মানুষের। গৃহের মালিকের পয়োজনে সংগৃহিত। কি উদ্ভিদ, কি জীবজগত, সবই নিজ নিক কর্মে ব্যস্ত।
আরও দেখুনঃ সবর ও শোকর pdf বই
আল্লাহ আসমানের রং এমন সৃষ্টি করেছেন, যা দৃষ্টির পক্ষে উপযোগী এবং শান্তিদায়ক যদি আসমান উজ্জ্বল আলোকে আলোকিত হতো তবে চক্ষুকে ঝলসিয়ে দিত। নীল বর্ণ দৃষ্টির পক্ষে পছন্দসই ও আকর্ষণীয়। মানুষ যখন বিশাল আসমানের সীমাহীন প্রসারতা দেখে তখন তার মন আনন্দিত ও উল্লসিত হয়ে উঠে। চন্দ্র তার উজ্জ্বল আলোকে আলোকিত করে সারা দুনিয়া। দুনিয়ার বড় বড় বাদশাহ্ নিজ নিজ শাহী মহলগুলো সজ্জ্বীত করার জন্য উত্তম হতে উত্তম জিনিসগুলো সংগ্রহ করে। নিজ দরবারের ছাদ সুদৃশ্য কারুকার্য খচিত করে।
নিচে সৃষ্টি দর্শন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ হাবিবিয়া বুক ডিপো বইয়ের ধরণঃ ইমাম গাজ্জালি সিরিজ বইয়ের সাইজঃ 4.49 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ ইমাম গাজ্জালী রহঃ অনুবাদঃ মোহাম্মদ আলীডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ