সোনালি পরশ pdf বই ডাউনলোড। রাতভর সফর করেছে কাফেলাটি । এবড়ো-থেবড়ো পথ পারি দিয়ে, গোলক-ধাঁধার অসম্ভব অলিগলিতে ভরা পথ জয় করে কাফেলাটি পৌঁছেছে একটি মরূদ্যানের পাশে ।
এদিকে সূর্য প্রায় মাথার উপর উঠে এসেছে । কাফেলার মানুষগুলো দীর্ঘ পথ পারি দিয়ে এখন বড্ড ক্লান্ত । শ্রান্তিতে সবার শরীর প্রায় ভেঙে আসছে । সবাই চাচ্ছে একটু বিশ্রাম, খানিকটা জিরিয়ে নেওয়ার মতো কোনো ছায়া-বীথির আশ্রয় ।
কিন্তু চাইলেই তো বিশ্রামের জায়গা অহরহ পাওয়া যায় না। মরুভূমিতে চলতে গেলে অনেক কিছুই আগে থেকে ভেবে রাখতে হয় । দক্ষ-যোগ্য আমির বা পথনির্দেশক ঠিক করে নিতে হয় । এটা প্রত্যেক কাফেলার জন্য, ভ্রমণকারীর জন্য জরুরি বিষয় । ভ্রমণটা জরুরি না হলেও ভ্রমণ করতে গেলে এটা মেনে পথ চললে গন্তব্যে পৌঁছাটা সহজ হয় ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
আমির যে দিক- নির্দেশনা দেবে সেটা বিনা বাক্যব্যয়ে মেনে নিতে হবে। দ্বিমত করলে সমূহবিপদের সম্মুখীন হতে হবে -এটা সবাই জানে । আর নিজেদের নিরাপদ ভ্রমণের জন্য সবাই তা মেনেও চলে ।
মরুচারীরা জানে মরুভূমিতে সফর করতে হলে একটা সময় আছে । সে চমৎকার সময় হলো রাতের বেলা। দিনের বেলা জিরিয়ে নেওয়া আর রাতে সফর করা। দিনে সফর করতে গেলে আগুনঝরা রোদে পুড়ে দগ্ধ হতে হয় । অকারণে আগুনে কে-ই বা পুড়তে চায় ।
রাতে বের হলে অন্য রকম নানা ধরনের বিপদের শঙ্কা থাকলেও শীতল পরিবেশে ভ্রমণ করা যায় । মরুর কাফেলাগুলো সাধারণত রাতভর সফর করে ক্লান্তশ্রান্ত হয়ে দিনের আলো ফোটার পর কোথাও বিশ্রামের জন্য যাত্রা বিরতি করে । দিনের সূর্য উঠলে সেটা গগনবিদারী হয়ে ওঠে । টকটকে লাল আগুনের ফুলকি বর্ষায় । এ জন্য মরুচারীরা সফর করতে পারে না । তখন কোথাও বিশ্রাম নিয়ে তাজাদম হয়ে নেয় । তারপর পরের দিন অথবা সন্ধ্যা মিলিয়ে যাওয়ার পর আবার কাফেলার যাত্রা শুরু হয় ।
ঐতিহাসিক উপন্যাস!
এই কাফেলার সবাই চাচ্ছিল এমন একটি বিশ্রামের জায়গা, যেখানে তারাও বিশ্রাম করবে। বিশ্রাম করবে তাদের পশুগুলোও। যেগুলো তাদের বাহন –উট বা ঘোড়া । সাধারণত কাফেলার অনেকেই জানে না যাত্রাবিরতির মোক্ষম জায়গাটি কোথায় । কত দূর গেলে বা কোন পথে গেলে নিরাপদ একটি জায়গা পাওয়া যাবে ।
তাতে তাদের কোনো সমস্যাও নেই । এজন্য তারা এতটুকু চিন্তিত নয় । তারা জানে তাদের একজন কাফেলা-প্রধান আছে। একজন আমির আছে ।
একজন গাইড আছে । আছে একজন পথনির্দেশক- সে হলো সিমাম ইবনে সালাবা। কাফেলার সবার কাছে সিমাম ইবনে সালাবা একজন যৌবনদীপ্ত উজ্জ্বল পুরুষ । তার প্রতি তাদের ভীষণ আস্থা । সোনালি পরশ
সে জানে কোন এলাকা দিয়ে গেলে, কিভাবে গেলে, কোন পথে গেলে তারা একটি চমৎকার বিশ্রামের জায়গা পেয়ে যাবে । বইটি আরও পড়তে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। আশা করি উপকৃত হবেন।
নিচে সোনালি পরশ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক উপন্যাস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 61.42 MB |
প্রকাশ সাল | ২০১৬ সাল |
বইয়ের লেখকঃ | আসলাম রাহি |
বইয়ের অনুবাদকঃ | মুজাহিদ হুসাইন ইয়াসিন |