সোনালী পাতা
সোনালী পাতা pdf বই ডাউনলোড। আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাঃ আবু সূফিয়ান বিন হারব রাঃ ইসলাম গ্রহণের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, আমি একটি ব্যবসায়ী দলের সাথে ইয়ামান গিয়েছিলাম। দলের মধ্যে আবু সুফিয়ান বিন হারবও ছিল।
ইয়ামানে অবস্থানকালে আমাদের কাজ ছিল এই যে, একদিন আমি খাবার রান্না করে আবু সুফিয়ান ও দলের অন্যান্য লোকদের নিকট নিয়ে গিয়ে খাবার খাওয়াতাম। অপরদিন আবু সুফিয়ান খাবার রান্না করে সাথীদেরকে খাওয়াত। আমরা পালাক্রমে এ দায়িত্ব পালন করতাম।
আরও বই দেখুন সীরাত বিষয়ক!!
- সীরাতুন নবী ১ম খন্ড pdf বই ডাউনলোড
- সীরাতুন নবী ২য় খন্ড pdf বই ডাউনলোড
- সীরাতুন নবী ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- নবীয়ে রহমত pdf বই ডাউনলোড
- সীরাত বিশ্বকোষ ২য় খন্ড pdf বই ডাউনলোড
একদিন আমার রান্নার পালা ছিল। আর সে অনুযায়ী আমি রান্না করতে ছিলাম, তখন আবু সুফিয়ান বিন হারব আমার নিকট এসে বললঃ আবুল ফযল! তুমি কি এমন করতে পার যে, তুমি আমাদের তাঁবুতে আসবে এবং খাবার দাবার ও ওখানেই আনাবে? আমি বললাম, অসুবিধা নাই।
অতপর আমি অন্যান্য সাথীদের সঙ্গে আবু সুফিয়ানের তাবুতে পৌঁছালাম এবং খানার সমস্পত সরঞ্জাম ওখানে আনালাম। যখন সব লোকেরা খাবার খেয়ে চলে গেল তখন আবু সুফিয়ান আমাকে তার পার্শ্বে রেখে বলতে লাগলোঃ “তুমি কি জান যে, তোমার ভাতিজা দাবী করতেছে যে, সে আল্লাহর রাসূল?”
আমি বললাম, আমার কোন ভাতিজা?
আবু সুফিয়ান বললঃ তুমি আমার কাছ থেকে কথা গোপন করছ, তোমার এক ভঅতিজা ছাড়া আর কোন সাধু আছে যে, একথা বলতে পারে!
আমি জিজ্ঞেস করলামঃ আমার কোন ভাতিজা তার তো তুমি পরিচয় দিবে।
আবু সুফিয়া বললঃ তোমার ভাতিজা মুহাম্মদ, যে তোমার ভাই আব্দুল্লাহর ছেলে।
নিচে সোনালী পাতা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ দারুস সালাম বইয়ের ধরণঃ ইসলামী ইতিহাস বইয়ের সাইজঃ 14.7 MB প্রকাশ সালঃ ২০০৬ ইং বইয়ের লেখকঃ আব্দুল মালেক মুজাহিদ অনুবাদঃ আব্দুল্লাহিল হাদী মুহাম্মদ ইউসুফডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ