সোনালী বিচার pdf বই ডাউনলোড। শেষনবী মুহাম্মদ [সাঃ ] রাসুল হওয়ার পাশাপাশি শাসকও ছিলেন, এবং বিচারকও ছিলেন। বিভিন্ন সময় তার দরবারে যে ফয়সালা হয়েছে, সেগুলো হক ও ইনসাফের উজ্জ্বল দৃষ্টান্ত। এরপর খুলাফায়ে রাশেদিন এবং অন্যান্য সাহাবায়ে কিরাম যেসব ফয়সালা করেছেন, সেগুলোও ছিল পুরোপুরি ন্যায় বিচারের ওপর। মানবেতিহাসে এ রকম বিচারের দৃষ্টান্ত পাওয়া যায় না। বিশেষকরে উমর এবং আলী ব-র বিরল ফয়সালাগুলো তাদের অসাধারণ বুদ্ধিমত্তা ও দূরদৃষ্টির পরিচায়ক।
এর পর কাজি শুরাইহ, কাজি আয়াস, খলিফা উমর বিন আব্দুল আজিজ, কাজি শরিক, কাজি আবু হাজেম, কাজি আবু ইউসুফ, কাজি মুনযির বিন সাঈদ এবং অন্যান্য প্রসিদ্ধ বিচারকগণ বিচারকের আসনে বসে এমনসব শানদার ফয়সালা করেন, যেগুলো সত্য ও সততার ইতিহাসকে অলঙ্কৃত করেছে। তা ছাড়া, তাদের পরের খলিফা এবং শাসকগণও ইনসাফ ও ন্যায়বিচার দ্বারা ইতিহাসের পাতায় তাদের নাম স্বর্ণাক্ষরে লিখে গেছেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
‘মুসলিম ইতিহাসের সোনালি বিচার’ শিরোনামে আমাদের আলোচ্য বইটিতে নবীজি [], সাহাবায়ে কিরাম, প্রসিদ্ধ মুসলমান শাসকবর্গ ও কাজিদের সে-সব ফয়সালা অন্তর্ভুক্ত করা হয়েছে, যেগুলো দ্বারা দুনিয়ায় ইনসাফ ও ন্যায়বিচারের সোনালি ঐতিহ্য প্রতিষ্ঠা হয়েছে। সেগুলো দ্বারা পরবর্তীতে আগত শাসক ও বিচারকগণ মূল্যবান পথ- নির্দেশনা পেয়েছেন। এসব ঘটনাবলি এজন্যও উল্লেখ করা প্রয়োজন যে, এতে ইসলামি সমাজে আবারও সততা প্রতিষ্ঠা হবে।
আর যেসব ইসলামি রাষ্ট্রে, বিশেষ করে পাকিস্তানে লুটতরাজ ও জুলুম- অত্যাচারের মহামারি যেভাবে দেখা দিয়েছে, তা থেকে জাতি মুক্তি পাবে, এবং ইসলামের বরকত দ্বারা যথাযথভাবে উপকৃত হওয়া যাবে। এই বইটিতে বর্ণনাসূত্রে সত্যায়িত ইনসাফ ও ন্যায়বিচারের ঘটনাবলি সংকলন করা হয়েছে। সাবলীল ভাষায় কথোপকথনের ভঙ্গিমায় উপস্থাপনের কারণে বর্ণিত ঘটনাগুলো পাঠকদের হৃদয়ে জায়গা করে নেবে। বেশিরভাগ ঘটনাই নেওয়া হয়েছে নবীজি [সাঃ], খুলাফায়ে ইসলাম ও মহান শাসকগণের।
সূত্রের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দারুস্সালাম, লাহোরের গবেষক মুহসিন ফারানি বইটির সম্পাদনা ও পরিমার্জনার পাশাপাশি ঘটনার শেষে ব্যক্তিবর্গের সংক্ষিপ্ত পরিচিতি যোগ করে দিয়েছেন। যার ফলে বইটির উপকারিতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। বেশিরভাগ ঘটনা নেওয়া হয়েছে আরবি কিতাব থেকে দারুস্সালাম, রিয়াদ-এর ভাই রেজওয়ানুল্লাহ রিয়াজির কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি পাণ্ডুলিপির বিন্যাস, কয়েকটি উক্তির অনুবাদ ও সম্পাদনার ক্ষেত্রে আমাকে সহযোগিতা করেছেন। বইটি সম্পূর্ণ পড়তে চাইলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে সোনালী বিচার pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | হুদহুদ প্রকাশণ |
বইয়ের ধরণঃ | রাসূল সাঃ এর বিচার বিষয়ক |
বইয়ের সাইজঃ | 32.55 MB |
প্রকাশ সাল | ২০১৯ সাল |
বইয়ের লেখকঃ | শাইখ আব্দুল মালিক মুজাহিদ |
বইয়ের অনুবাদকঃ | মাওলানা মাকসুদ আহমদ |