সোনালী সংসার pdf বই ডাউনলোড। সেদিন ছিলো পূর্ণিমা। জ্যোছনা ভরা রাত। নাজিয়া ঝরনার পাশে একটি পাথর খণ্ডে একা একা বসে আছে। জ্যোছনার আলো ঝরনার পানিতে এক অপূর্ব ছন্দের সৃষ্টি করে চলেছে। ফুলের মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়েছে বাগানের চারদিকে। নাজিয়া আপন মনে পবিত্র কুরআনের একটি আয়াত বারবার তিলাওয়াত করছে।
তার সুললিত কন্ঠের সুমিষ্ট আওয়াজ সমস্ত বাড়ির স্তরে স্তরে ছড়িয়ে পড়ছে।
নাজিয়া এখন স্বামীর বাড়িতে। বাড়িটি বেশ বড়। রাস্তা থেকে খানিকটা দূরে। চারদিকে পাকা দেয়াল। গেইট দিয়ে ঢুকেই রাস্তার বাম দিকে একটি সুন্দর বাগান। সেই সাথে ঝরনা। নাজিয়ার শ্বশুর জামিল সাহেব একজন ধার্মিক ও রুচিশীল লোক। বাড়ি নির্মাণের সময় আলো বাতাসের পাশাপাশি পর্দা-পুশিদার দিকটিও তিনি গুরুত্বের সাথে খেয়াল রেখেছেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
একটু পূর্বে নাজিয়া ইশার নামাজ আদায় করেছে। নামাজ শেষে কায়মনোবাক্যে স্বামীর জন্য মোনাজাত করে বাইরে বেরিয়ে এসেছে। জামিল সাহেব জরুরি এক কাজে স্ত্রীকে নিয়ে বাইরে গেছেন। এখনও ফিরেন নি যাওয়ার সময় বলে গেছেন, বউমা! আমাদের ফিরতে একটু দেরি হবে।
তোমরা সাবধানে থেকো ।
বাড়িতে এখন নাজিয়া ছাড়াও আছে তাহের ও তামান্না নামক তার দুই সন্তান এবং কাজের ছেলে সোহাইল। তাহের ও তামান্না খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েছে। সুতরাং বাড়িটিকে এক রকম নির্জনই বলা চলে। আর এই নির্জনতার সুযোগকেই কাজে লাগিয়েছে নাজিয়া। একটু উঁচু আওয়াজেই তেলাওয়াত করছিল সে। সেই সাথে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল প্রিয়তম স্বামীর জন্য ।
নাজিয়ার স্বামীর নাম মাসুম। তিনি মাদরাসায় শিক্ষকতা করেন। ১০ দিন গত হলো তিনি বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর পরীক্ষা সংক্রান্ত কাজে পাবনা গিয়েছেন। গতকাল পরীক্ষা শেষ হয়েছে। আজ তিনি বাসায় ফিরছেন। দুপুরের দিকে ফোন করে স্ত্রীকে সংবাদটা জানিয়ে দিয়েছেন ।
এক বুক আকাঙ্ক্ষা নিয়ে নাজিয়া স্বামীর জন্য অপেক্ষা করছে। তার হৃদয়ে আজ এক অদ্ভুত অনুভূতি। একটা কেমন যেন উম্মাদনা তার সমস্ত অন্তরটাকে আচ্ছন্ন করে ফেলেছে। একটা অভূতপূর্ব আনন্দে হৃদয়-মন নেচে উঠছিল তার ।
নাজিয়া যখন ঢাকা গোলাপবাগ মহিলা মাদরাসার কুদুরী জামাতের ছাত্রী তখনই তার বিয়ে হয়। বিয়ের পরও সে লেখাপড়া বন্ধ করে নি। পড়াশুনার প্রতি প্রচন্ড ঝোঁকের কারণে শ্বশুর-শ্বাশুড়ী ও স্বামীর অনুমতি নিয়ে সে আরও চার বছর লেখাপড়া করে দাওরায়ে হাদীস শেষ করেছে। ক্লাসের সবচেয়ে ভাল ছাত্রী হওয়ায় সবাই তাকে আদর করতো। আরও পড়তে চাইলে বইটি ডাউনলোড করে নিতে পারেন।
নিচে সোনালী সংসার pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | ইসলামিয়া কুতুবখানা |
বইয়ের ধরণঃ | সোনালী সংসার বিষয়ক |
বইয়ের সাইজঃ | 5.22 MB |
প্রকাশ সাল | ২০০৫ সাল |
বইয়ের লেখকঃ | মাওলানা মুহাম্মাদ মুফিজুল ইসলাম |
বইয়ের অনুবাদকঃ |