স্পেনের রূপসী কন্যা pdf বই ডাউনলোড। ৮২৫ সাল। বর্তমান স্পেন ও পর্তুগাল তখন ছিল মুসলিম উন্দলুসের শাসনাধীন। তখনকার ফরাসী সম্রাট লুই তার রাজপ্রাসাধে উপবিষ্ট। একটি ক্ষুদ্র খৃষ্টান রাজ্য গুথকমার্চ এর রাজা ব্রনহার্ট এবং কর্ডোভার এক খৃষ্টান ইলুগাইস ফরাসী সম্রাটের সামনে তার কক্ষে উপবিষ্ট।
রাজা লুই এর দুই সেনাপতি ও দুজন মন্ত্রীও তার কক্ষে উপস্থিত। সবাই পদ ও ক্ষমতায় সম্মানী ব্যক্তি, একমাত্র ইলুগাইস সাধারণ একজন নাগরিক মাত্র। ইলুগাইস! গুরুগম্ভীর কন্ঠে বলল সম্রাট লুই। আমাকে তোমার পরিচয় দেয়া হয়েছিল একজন অখ্যাতি, মানহীন সাধারণ লোক হিসেবে।
আরও দেখুনঃ হারাম ও কবীরা গুনাহ pdf বই ডাউনলোড
তোমার কথা শুনে আমি সাক্ষাতের অনুমতি দেবো কি -না দ্বিধান্বিত ছিলাম। কিন্তু এখন তোমার কথা শুনে বুঝতে পেরেছি , তোমার সাথে কথা বলা আমার খুবই দরকার ছিল। তবে আমি কিভাবে নিশ্চিত হবো যে, তুমি মুসলমানদের পক্ষে গোয়েন্দা বৃত্তিতে লিপ্ত নও। তাছাড়া তোমার প্রতিটি কথায় রয়েছে আবেগ ও উত্তেজনা।
একটি মুসলিম যুদ্ধের রহস্য।
আবেগ প্রবণ লোকেরা কাজ করতে পারে না। আমাদের কাজের লোকের প্রয়োজন। কারণ আবেগ প্রবণ লোকেরা ত্যাগের সময় এলে হেরে যায়। অতিশ্রয় আবেগের প্রশয় একটা কাপরুষতার লক্ষণ।আমি মুসলমানদের পক্ষে নিয়োজিত গোয়েন্দা কি-না একথার নিশ্চয়তা দিতে পারব না। তবে আপনার গোয়েন্দারা যদি মুসলিম গোয়েন্দাদের মত সতর্ক ও সচেতন হয় তাহলে আমি কর্ডোভায় কি করছি সে সম্পর্কে জেনে আপনাকে খবর দিতে পারব।
আরও দেখুনঃ হাদীসের নূর ও আধুনিক বিজ্ঞান pdf বই ডাউনলোড
আর আপনার দ্বিতীয় কথার জবাব তখনই দেবো যখন ত্যাগের সময় হবে। দেখো ইলূগাইস! তোমাকে মুসলমানদের গোয়েন্দা হিসেবে আমি ভয় করি না। কিন্তু সম্রাট হিসেবে আমাকে সতর্কতা অবলম্বন করতে হবে। দেখুন! আপনার বাপ-দাদাও আপনার মতই সতর্ক ছিলেন। আপনাদের অত্যধিক সতর্কতার জন্যেই।
মুসলমানদের শাসন একশ বছর অতিক্রম করেছে শত শত বছর ধরে আমরা পরাধীনতার গোলামীর জিঞ্জীর বয়ে চলছি। নিজ দেশে এখন আমরা গোলাম। আমাদের ধর্মও গোলামীর অভিশাপে পর্যুদস্ত। আপনারা মধ্যে যদি ঈসা মসীহ ও কুমারী মেরীর ভালোবাসা ও সম্মান থাকতো; তাহলে নিশ্চিন্তে নির্ভাবনায় ক্ষমতার মসনদে বষে থাকা সম্ভব হতো না।
আরও দেখুনঃ ইসলামই তোমার আসল ঠিকানা pdf বই ডাউনলোড
নিচে স্পেনের রূপসী কন্যা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ কিতাব কেন্দ্র বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 8.62 MB প্রকাশ সালঃ ২০০৪ ইং বইয়ের লেখকঃ এনায়েতুল্লাহ আলতামাশ অনুবাদঃ শহীদুল ইসলামডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ