স্বপ্নের তারকা pdf বই ডাউনলোড । ৬৩০ খৃষ্টাব্দের ৫ ফেব্রুয়ারী। ৮ হিজরী সনের ১৫ শাওয়াল। রাসূল (স.) তায়েফ অবরোধ করলেন। হুনাইন ও আউতাসে তুমুল লড়াই করে তায়েফ পৌঁছে মুসলিম লস্কর। তায়েফ শহরকে অবরোধ করার প্রাক্কালে বেঈমানদের আতংক আল্লাহর তরবারী নামে খ্যাত খালিদ বিন ওয়ালিদ মারাত্মকভাবে আহত হলেন। খালিদের আঘাত খুবই মারাত্মক। জীবনের আশা নেই।
জীবন মৃত্যুর মুখোমুখী খালিদ। বীর বাহাদুর খালিদ শত্রু পক্ষের আঘাতে অশ্বপৃষ্ঠ থেকে পড়ে গিয়ে আর সোজা হয়ে দাড়াঁতে পারেননি। শত্রু বাহিনীর অসংখ্য ধাবমান ঘোড়া তারঁ ওপর দিয়ে চলে গেছে। এমতাবস্থায় খালিদ যে জীবিত রয়ে গেছেন সেটিই ভাগ্যের ব্যাপার।
আরও দেখুনঃ সাদা দাঁড়ি রাখা সুন্নাতের খেলাফ pdf বই ডাউনলোড
রাসূলের জীবনে এটি ছিলো হক ও বাতিলের মধ্যে একটি যুগান্তকারী লড়াই। আবূ বকর, ওমর, আব্বাস রা.-এর মতো প্রথম সারির সকল সাহাবীই লড়াইয়ে লিপ্ত। রাসূল সা.-এর নেতৃত্বে তায়েফ এলাকার অধিবাসী বনী ছাকিফও হাওয়াযিন কবিলার মোকাবেলায় মিলিত হচ্ছে। এতোদঞ্চলে বনী ছাকিফ ও হাওয়াযিন কবিলা যুদ্ধবাজ হিসেবে খ্যাত। মালিক বিন আউফ নামের এক ত্রিশ বছরের যুবক মুসলিম বাহিনীর বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছে।
খালিদ বিন ওয়ালিদ ইসলামে এক দৃঢ় যোদ্ধা।
মাত্র ত্রিশ বছর বয়সে এমন কঠিন লড়াইয়ে নেতৃত্বদানের কথা শুনতে অবাক লাগলেও মালিক বিন আউফ এতো অল্প বয়সেই যুদ্ধবাজ কবিলা দুটির সেনাপতিত্ব করার সর্বময় যোগ্যতার অধিকারী। কবিলা দুটির মধ্যে মালিক বিন আউফের কোন জুড়ি নেই।
আরও দেখুনঃ রুকু পেলে রাকাত হবে না pdf বই ডাউনলোড
মালিক বিন আউফ কবিলা দুটির জন্য বিস্ময়কর যুদ্ধ প্রতিভা আশা ভরসা সকলের গর্ব। তরুণ মালিক বিন আউফ তার কৌশলী চালে হুনাইন ও আউতাসে মুসরিম বাহিনীকে পরাজয়ের দ্বারপ্রান্তে পৌছেঁ দিয়েছিলো। এক পর্যায়ে মুসলিম বাহিনীর দুটি ইউনিট পশ্চাদপসারণ করতে বাধ্য হয়।
খালিদ বিন ওয়ালিদ জীবন ও মৃত্যুর মুখোমুখী। ক্ষতস্থান থেকে মাত্রাতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার শরীর অসাড় হয়ে পড়ে। রাসূল সা. তাকে দেখে ক্ষতস্থানে ফুঁ দিলেন। এতে খালিদ চোখ মেলে তাকালেন। রাসূল সা.-এর বরকতময় স্পর্শে ধীরে ধীরে উঠে দাড়াঁলেন খালিদ। এরপর মারাত্মক আঘাত নিয়েই শেষ অবধি রণাঙ্গনে অবিচল থাকলেন তিনি।
আরও দেখুনঃ আদর্শ পরিবার ও পরিবেশ pdf বই ডাউনলোড
নিচে স্বপ্নের তারকা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ দারুল উলূম লাইব্রেরী বইয়ের ধরণঃ ইতিহাস বিষয়ক বইয়ের সাইজঃ 10.8 MB প্রকাশ সালঃ ২০০৫ ইং বইয়ের লেখকঃ এনায়েতুল্লাহ আলতামাশ অনুবাদঃ শহীদুল ইসলামডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ