স্বপ্নের ব্যাখ্যা
স্বপ্নের ব্যাখ্যা pdf বই ডাউনলোড। স্বপ্নের তাবীর বা ব্যাখ্যা সংক্রান্ত বিষয়ে ইমাম মুহাম্মদ ইবনে সীরীন রহঃ এর সাথে সম্পর্কযুক্ত একটি এক তথ্য সমৃদ্ধ ও নযীরবিহীন কিতাব। যার বিন্যাস পঁচিশটি পরিচ্ছেদে সম্পন্ন করা হয়েছে। জানা দরকার – স্বপ্ন নবুওয়াতের ৪৬ ভাগের এক ভাগ।
তাই এর তাবীর দানকারী ব্যক্তিকে আল্লাহর পক্ষ হতে তাওফীক পেতে, সঠিক পথ-নির্দেশনা লাভ করতে এবং এ বিষয়ে প্রাজ্ঞ মনীষীবৃন্দের গুনী হওয়া একান্ত জরুরী।
আরও ইসলামিক বই দেখুনঃ
- মুনাফিকের আলামত pdf বই
- ইসলামী বিধান ও আধুনিক বিজ্ঞান pdf বই
- ব্যবসা বাণিজ্য করণীয় ও বর্জনীয় pdf বই ডাউনলোড
- বিলিয়ন ডলার মুসলিম pdf বই ডাউনলোড
- আল কুরআন ও আধুনিক বিজ্ঞান pdf বই ডাউনলোড
- ১. পবিত্র কোরআনের বিজ্ঞ আলেম হওয়া।
- ২. রাসূলে পাক সাঃ বর্ণিত হাদীসের হাফেজ হওয়া।
- ৩. আরবী ভাষা, শব্দমূল ও রূপান্তর সম্পর্কে পারদর্শী হওয়া।
- ৪. মানব-প্রকৃতি ও এর স্তর বিন্যাসে দক্ষতার অধিকারী হওয়া।
- ৫. তাবীর তথা ব্যাখ্যার নিয়ম নীতি সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকা।
- ৬. আধ্যাত্মিক পবিত্রতায় ধন্য হওয়া।
- ৭. নৈতিক ও চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী হওয়া।
- ৮. আচার আচরণে সত্যনিষ্ঠার পরিচয় বহন করা।
স্বপ্নের তা’বীর বা ব্যাখ্যার ক্ষেত্রে কখনো যুগ-বিবর্তন, পরিবেশ-পরিস্থিতি ও সময়ের প্রতি লক্ষ্য রাখতে হয়। কোন সময় পবিত্র কোরআনের আলোকে, কখনো নবী করীম সাঃ এর হাদীসের মর্ম অবলম্বনে ব্যাখ্যা দিতে হয়।
আবার কোন সময় প্রচলিত ধারণা বা রীতির ভিত্তিতে তা’বীর দেয়ার প্রয়োজন দেখা দেয়। কখনো স্বপ্ন দেখা ব্যাক্তির বদলে তার অনুরূপ ও তুল্য ব্যক্তি অথবা তার একই নামের ব্যক্তির প্রতি সম্পৃক্ত করে ব্যাখ্যা দেয়ার প্রয়োজন হয়।
একইভাবে স্বপ্নের তাবীর কখনো শুধু বাহ্যিক নামের দ্বারা, কোন সময় কেবল ভাবার্থের দৃষ্টিতে হয়ে থাকে। সময়ে আবার স্বপ্নে দেখা বিষয়বস্তুর বিপরীত অর্থে, কখনো শব্দমূল কিংবা তার রূপান্তর দৃষ্টে, কখনো দেখা বিষয়ের মধ্যে বাড়িয়ে বা কমিয়ে ব্যাখ্যা করা হলে মর্ম উদ্ধারে সহয়ক হয়ে থাকে।
পবিত্র কোরআনের আয়াত মর্মে তাবীর দেয়ার দৃষ্টান্ত – যেমন, স্বপ্নে কোন ব্যক্তি ডিম দেখতে পেলে তার অর্থ হবে নারী।
كَأَنَّهُنَّ بَيْضٌ مَّكْنُونٌ
অর্থঃ যেন তারা সুরক্ষিত ডিম। (সাফফাতঃ৪৯)
নিচে স্বপ্নের ব্যাখ্যা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ এমদাদিয়া পুস্তকালয় বইয়ের ধরণঃ স্বপ্নের তা’বীর বইয়ের সাইজঃ 4.72 MB প্রকাশ সালঃ ২০০০ ইং বইয়ের লেখকঃ ইবনে সিরীন রহঃ অনুবাদঃ মাওলান মুহাম্মদ আবু আশরাফডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ