স্বাধীনতা উত্তর বাংলাদেশ pdf বই ডাউনলোড। ১৯৭১-এর ১৬ ডিসেম্বর, সেদিন ছিল বৃহস্পতিবার। ঢাকায় অদূরে ডেমরায় কিছুক্ষণ আগেই সুর্যদয় হয়েছে। শীতের কুয়াশাভেজা সকাল। আধাঁর তখনো ভালোভাবে কাটেনি। দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের প্রায় ৮০০ সৈনিকের সঙ্গে তিন নম্বর সেক্টরের আরো কিছু মুক্তিযোদ্ধা সমবেত হয়েছেন।
কাকডাকা এই শিশিরসিক্ত শীতের ভোরে, আধো- আলো-অন্ধকারের ঢাকার দিকে মুক্তিযোদ্ধাদের এই দলটির মার্চ করে যাওয়ার প্রস্তুতি চলছে। এরমধ্যেই খবর এসেছে, পাকিস্তানি বাহিনী মিত্রবাহিনীর কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করতে যাচ্ছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- রসূলের যুগে নারীর স্বাধীনতা ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- আল্লাহর তলোয়ার pdf বই ডাউনলোড
- রসূলের যুগে নারী স্বাধীনতা ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- রসূলের যুগে নারী স্বাধীনতা ২য় খন্ড pdf বই ডাউনলোড
- আল্লাহর তলোয়ার pdf বই ডাউনলোড
যদিও তখন পর্যন্ত জেনারেল নিয়াজি নিজে থেকে আত্মসমর্পণের কোনো ঘোষণা দেননি কিংবা মিত্রবাহিনীর সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণ নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনাও হয়নি। তবুও পাকিস্তানি বাহিনীর পরাজয় যে অবধরারিত সেটা সকলের মনেই বদ্ধমূল ছিল।
সকলের মধ্যেই বিজয়ের আনন্দের এক অনির্বচনীয় অনুভুতি। মুক্ত ঢাকায় প্রবেশের উত্তেজনায় যেন টগবগ করে ফুটছে মুক্তিযোদ্ধারা একে অন্যকে জড়িয়ে ধরছে, অনেকের চোখেই আনন্দাশ্রু। নয় মাসের মরণপণ লড়াই তাহলে শেষ হলো!
হঠাৎ তারা লক্ষ্য করলেন, ঘন কুয়াশার বুক চিরে একটা সামরিক জিপ আসছে পূর্ব দিক থেকে। সতর্ক হয়ে জিপটিকে লক্ষ্য করতে থাকলেন সবাই। জিপ একটাই, আর সেটা নির্ভয়ে আসছে দেখে সবাই ধরেই নিলেন এটা মিত্রাপক্ষীয় সামরিক যান। আরো কাছে আসতেই দেখলেন, তাদের অনুমান নির্ভুল।
জিপে ভারতীয় বাহিনীর ব্রিগেডিয়ার সাবেগ সিং, বেসামরিক পোশাকে পাকিস্তান আর্মির স্পেশাল কমান্ডো ব্যাটালিয়নের মুক্তিযোদ্ধা মেজর হায়দারকে পাশে বসিয়ে ঢাকার দিকে যাচ্ছেন। এই দুজন বিজয়ী বীর ইতিহাসের সাক্ষী হতে জেনারেল নিয়াজির আত্মসমর্পণের দলিল স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কিছুক্ষণ পরে দুজনেই বিজয়ীর বেশে ঢাকায় প্রবেশ করবেন। শত্রুর সঙ্গে এই যুদ্ধে বিজয়ী হলেও কে জানতো এর কয়েক বছর পরেই এই দুই বীর নিজ নিজ দেশে সহযোদ্ধাদের হাতে সামরিক অভিযানেই নিহত হবেন। আরও পড়তে চাইলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে স্বাধীনতা উত্তর বাংলাদেশ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইতিহাস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 40.10 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | পিনাকী ভট্টাচার্য |
অনুবাদকঃ |