স্বামী ও বিবির হক pdf বই ডাউনলোড। বালক বলিল । বিবির জন্য স্বামী ও বিবির মধ্যে কি সম্বন্ধ আছে?
শিক্ষক বলিলেন। বিবির জন্য স্বামী যেন মনিব এবং স্বামীর জন্য বিবি যেন চিরজীবন ক্রীতদাসী; এই জন্য স্বামী ইচ্ছা করিলে বিবিকে ত্যাগ করিতে পারে, কিন্তু বিবি ইচ্ছা করিলে স্বামীকে ত্যাগ করিতে পারে না ।
বালক । ইহার দলিল কোরআন ও হাদিছ হইতে দিতে মর্জি হয় ?
শিক্ষক ৷ কোর-আনে আছে, আল্লাহ তায়ালা বলিয়াছেন, পুরুষ লোকগণকে স্ত্রীলোকদের জন্য হাকেম আজ্ঞাকারী ও বিচারক ) নিযুক্ত করা হইল। তফছির হোছাইনীতে লিখিত আছে, ছায়াদ এবনে রবিই আছারির বিবি হবিবা স্বামীর আদেশ অমান্য করায় তিনি হবিবার মুখে চপেটাঘাত করেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
তাহাতে ‘হবিবা’ হজরত নবিয়ে করিম (ছাঃ) এর নিকট বিচার প্রার্থিনী হওয়ায় তিনি ‘কেছাছের’ ( প্রতিফলের ) আদেশ করেন। তদ্দণ্ডে হজরত জিবরাইল (আঃ) উপরোক্ত আয়ত নাজেল করেন। তৎপরে হজরত নবিয়ে করিম (ছাঃ) হবিবাকে বলিয়াছিলেন, হে হবিবা ! আমার বিচার অপেক্ষা আল্লাহতায়ালার বিচার অতি উত্তম ইহাতে প্রমাণিত হইল যে, বিবি স্বামীর আজ্ঞাধীন এবং স্বামী বিবির আদব শিক্ষাদাতা ।
মেশকাত মাছাবিহে লিখিত আছে, হজরত নবিয়ে করিম (ছাঃ) একদল ‘মোহাজেরিন’ ও ‘আনছার’ ছাহাবাদের নিকট উপস্থিত ছিলেন, হঠাৎ একটি উট আসিয়া হজরতকে ছেজদা করিল। তখন ছাহাবাগণ বলিয়াছিলেন, হে খোদার রছুল ! যখন চতুষ্পদ ও বৃক্ষ আপনাকে ছেজদা করিতেছে,
তখন আমাদের জন্য একান্ত কর্তব্য যে, আমরা আপনাকে ছেজদা করি । তদুত্তরে তিনি বলিয়াছিলেন যে, তোমরা তোমাদের প্রতিপালকের এবাদত কর এবং তোমাদের ভ্রাতার ‘তা’জিম (সম্মান) কর, যদি আমি মানুষকে কোন মানুষের হেজদ। করিবার আদেশ করিতাম, তবে আমি সৰ্ব্ব প্রথমে বিধিকে তাহার স্বামীর জন্য ছেজদা করিতে আদেশ দিতাম।
যদি স্বামী তাহার বিবিকে হরিদ্রা বর্ণের পাহাড়টা কাটিয়া কালবর্ণ পাহাড়ের নিকট লইয়া যাইতে আদেশ করে এবং কালবর্ণ পাহাড়টা কাটিয়া শ্বেতবর্ণ স্বামী ও বিবির হক। পাহাড়ের নিকট লইয়া যাইতে আদেশ করে, তবে বিবির পক্ষে তাহা করা উচিত।
নিচে স্বামী ও বিবির হক pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | দাম্পত্য বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 16 MB |
বইয়ের লেখকঃ | |
বইয়ের অনুবাদকঃ |