স্বামী স্ত্রীর অধিকার
স্বামী স্ত্রীর অধিকার pdf বই ডাউনলোড। যে কোনো সম্প্রদাযের সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনের জন্য দুটি জিনিসের প্রয়োজন। একঃ এমন একটি পূর্ণাঙ্গ আইন ব্যবস্থা- যা তার বিশেষ সংস্কৃতির মেজাজের দিকে লক্ষ রেখে তৈরি করা হয়েছে।
দুইঃ যে দৃষ্টিভঙ্গী সামনে রেখে এ বিধান প্রণয়ন করা হয়েছে ঠিক তদনুযায়ী তা কার্যকর করার ক্ষমতাসম্পন্ন একটি প্রতিষ্ঠান। দুর্ভাগ্যবশত ভারতীয় উপমহাদেশের মুসলমানরা বর্তমান এ দুটি জিনিস থেকেই বঞ্চিত।
আরও দেখুনঃ সহীহ আকীদার দিশারী pdf বই ডাউনলোড
নিসন্দেহে তাদের কাছে বইয়ের আকারে এমন একটি আইন-বিধান মওজুদ রয়েছে যা ইসলামী সংস্কৃতি ও তার স্বভাবের সাথে পূর্ণ সামঞ্জস্যশীল এবং সামাজিকাত ও সংস্কৃতির সব দিক ও বিভাগে তা পরিব্যাপ্ত। কিন্তু এ বিধান বর্তমানে কার্যত রহিত হয়ে গেছে। তদস্থলে এমন একটি আইন-বিধান তার সাংস্কৃতিক ক্রিয়াকান্ডের ওপর কর্তৃত্ব করছে যা সমাজ, সভ্যতা ও সাংস্কৃতির অনেক ব্যাপারেই সম্পূর্ণরূপে ইসলামের পরিপন্থী।
যদি কোথাও তার কিয়দংশ ইসলাম মোতাবেক হয়ে থাকে, তবে তা অসম্পূর্ণ। মুসলমানরা বর্তমানে যে রাষ্ট্রব্যবস্থায় অধীন, তা কার্যত তাদের সামাজিক জীবনকে দু টুকরা করে ফেলেছে। এর এক শাখা হচ্ছে, এ রাষ্ট্রব্যবস্থায় উপমহাদেশের অন্য জাতির সাথে মুসলমানদের ওপরও।
আরও দেখুনঃ সঠিক আকীদা ও পরিপন্থী pdf বই ডাউনলোড
এমন সব আইন-কানুন চাপিয়ে দিয়েছে যা ইসলামী সমাজ ও সংস্কৃতির সাথে আদৌ সামঞ্জস্যশীল নয়। দ্বিতীয় শাখার আওতায় এ রাষ্ট্রব্যবস্থায় মৌলিক ভাবে মুসলমানদের এ অধিকার স্বীকার করে নিয়েছে যে, তাদের ওপর ইসলামী আইন কার্যকর করা হবে। কিন্তু কার্যত এ শাখার অধীনেও ইসলামী শরীয়াতকে সঠিকভাবে কার্যকর করা হচ্ছে না।
মুহাম্মাদী ল নামে যে আইন এ শাখার অধীনে কার্যকর করা হয়েছে তা তার নিজস্ব রূপ ও প্রাণ। উভয় দিক থেকেই মুল ইসলামী শরীয়ত থেকে অনেকটা ভিন্নতর। সুতরাং তার প্রয়োগকে সঠিক অর্থে ইসলামী শরীয়তকে কার্যকর করা হয়েছে বলা চলে না। এ দুঃখজনক পরিস্থিতি মুসলমানদের সামাজিক ও সাংস্কৃতিক মধ্য ক্ষতি হচ্ছে।
আরও দেখুনঃ শেষ দিবস pdf বই ডাউনলোড
নিচে স্বামী স্ত্রীর অধিকার pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ আধুনিক প্রকাশনী বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 5.09 MB প্রকাশ সালঃ ২০১৩ ইং বইয়ের লেখকঃ সাইয়েদ আবুল আলা মওদূদী অনুবাদঃ মুহাম্মদ মূসাডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ