স্বালাতে মুবাশশির pdf বই ডাউনলোড। নামায ইসলামের অন্যতম প্রধান ইবাদত। দ্বীনের দ্বিতীয় স্তম্ভ। এ ইবাদত কিভাবে শুদ্ধ হবে- সে চিন্তা প্রত্যেক নামাযীর মুসলিম মাত্রই জানা দরকার যে যে কোনও ইবাদত ও আমল কবুল হয় একটি ভিত্তিতে। আর সে ভিত্তি হল তাওহীদ। সুতরাং যার তাওহীদ নেই, তার নামায নেই। সে নামাযী হলেও তার নামায মকবুল নয় আল্লাহর দরবারে। পক্ষান্তরে প্রত্যেক ইবাদত ও আমল কবুল হয় দুটি মৌলিক শর্ত পালনের মাধ্যমে (১) ইখলাস সে কাজ কেবল মাত্র আল্লাহর উদ্দেশ্য হতে হবে।
আর কারো উদ্দেশ্য, অন্য কোন স্বার্থে সে কাজ করলে, তা আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয় । (২) রসূল সাঃ এর অনুসরণ। তার নির্দেশ ব্যতীত অন্য কোন তরীকায় বা পদ্ধতিতে সে আমল করলে তা আল্লাহর কাছে গ্রহণীয় নয়। মহান আল্লাহ বলেন, অর্থাৎ সুতরাং যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ কামনা করে, সে ব্যক্তি যেন নেক আমল করে এবং তার প্রতিপালকের ইবাদতে অন্য কাউকে শরীক না করে। (কুঃ১৮/১১০)।
আরও ইসলামিক বই দেখুনঃ
- এসো নামায শিখি pdf বই ডাউনলোড
- নামাজ কেন কবুল হয় না pdf বই ডাউনলোড
- রাসূল সাঃ এর নামায pdf বই ডাউনলোড
- নামায রোযার হাকীকত pdf বই ডাউনলোড
- এ এক অন্য ইতিহাস pdf বই ডাউনলোড
নবী মুবাশশির সাঃ বলেন, অর্থাৎ তোমরা সেইরূপ নামায পড়, যেরূপ আমাকে পড়তে দেখেছ। (বুঃ মিঃ৬৮৩ নং)। অনেক পাঠকের মনে শুরুতেই এ প্রশ্ন জাগা স্বাভাবিক যে, এ পুস্তকে কোন মযহাবকে ভিত্তি করে লিখিত? এর উত্তরে বলা যায় যে, ইমাম আবূ হানীফা রহঃ এর উক্তি হাদীস সহীহ হলেই সেটিই আমার মাযহাব।
অর্থাৎ সহীহ হাদীস পাওয়া গেলে যয়ীফ হাদীস বা রায় ও কিয়াসকে বর্জন করে সেই অনুযায়ী আমল করা প্রত্যেক মুসলিমের জন্য ওয়াজেব। আর সেই কথার প্রতি বিশেষ খেয়াল রেখে এই পুস্তক লিখিত। নামায শিক্ষার ব্যাপারে পাঠক হয়তো বিভিন্ন বই-পুস্তকে নানা মুনির নানা মত লক্ষ্য করবেন।
আর এমন মতবিরোধ যে অস্বাভাবিক তা নয়। এর কারণ অনেকটা এই যে, অনেকের নিকট সহীহ হাদীস অজানা। অনেকের নিকট হাদীস সহীহ বলে জানা থাকলেও আসলে তা যয়ীফ। আবার কোন হাদীস এক রিজাল-সুত্রে যয়ীফ হলেও তা যে অন্য রিজাল-সূত্রে সহীহ, তা অনেকের অজানা। সুতরাং যদি কোন মুজতাহিদ নিজ ইজতিহাদে কোন মাসআলা বলে থাকেন এবং দলীল যে কথার সমর্থন করে।
অথবা কোন অমুজতাহিদ আলেম যদি কোন মুজতাহিদের কথা নিজ পুস্তকে বা ফতোয়ায় নক করেন, তাহলে এমন আলেমের বিরূদ্ধে কুপমন্ডুকতার পরিচয় দিয়ে ভুইঁ-ফোঁড়, কাঠমোল্লা প্রভৃতি বলে বিরূপ মন্তব্য করা কোন বিজ্ঞ ও যশস্বী আলেমের জন্য শোভনীয় ও সমীচীন নয়। যেমন পাঠকের, উচিত, দলীলের স্বরূপতা দেখে যথাসাধ্য সঠিক কোনটি তা নিরূপণ করতে চেষ্টা করা এবং সেই মতে আমল করা।
নিচে স্বালাতে মুবাশশির pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 3.37 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now