স্রষ্টা ধর্ম জীবন pdf বই ডাউনলোড। মানুষ এবং বিশ্বজগতের জটিল ও সুনিপুণ সৃষ্টিশৈলীর দিকে তাকালে সন্দেহাতীতভাবে বোঝা যায় যে, অবশ্যই একজন মহান সার্বভৌম সত্তা এসব কিছু সৃষ্টি করেছেন। এই অনুপম বিন্যাস ও নির্মাণশৈলী একজন সুনিপণ নির্মাতার অস্তিত্বকেই প্রমান করে।
সাগরের বেলাভুমিতে কারও পায়ে ছাপ দেখে আমরা সাথে সাথে বলে দিতে পারি যে, কিছুক্ষণ আগেই কেউ একজন এই পথ দিয়ে যাওয়ার সময় পদচিহৃ রেখে গিয়েছে। সমুদ্রের ঢেউ তীরে আছড়ে পড়েছে আর অমনি কাকতালীয়ভাবে মানুষের পদচিহেৃর ছাপ পড়ে গিয়েছে- এমন কোনো অলীক ধারণা কখনোই আমাদের মাথায় আসে না। অনুরূপভাবে সৃষ্টিজগতের সব নিদর্শন দেখার পরও এসবের কোনো স্রষ্টা নেই- এমন দাবি করা একেবারেই অন্যায় এবং অযৌক্তিক।
আরও ইসলামিক বই দেখুনঃ
- সুনানে নাসায়ী শরীফ ২য় খন্ড pdf বই ডাউনলোড
- আল্লাহকে পেতে মাধ্যম গ্রহন pdf বই ডাউনলোড
- আল কুরআনের দোয়া pdf বই ডাউনলোড
- আল্লাহর উপর ভরসা pdf বই ডাউনলোড
- ক্রসেড সিরিজ ১৪তম খন্ড pdf বই ডাউনলোড
এ ধরণিতে বহু মানুষের বসবাস, চলাচল। নানান তাদের পরিচয়; ভৌগোলিক- সামাজিক-রাজনৈতিক এবং ধর্মীয়। ধর্মীয় পরিচয় মুছে ফেলার চেষ্টা কিছুটা আধুনিক। সম্ভবত তা জীবনযাপনের যান্ত্রিকরণের ফলে। নগরায়ণের ফলে। প্রকৃতির সংস্পর্শহীনতার ফলে। অন্য কারনও থাকতে পারে। নৃতত্ত্ববিদেরা গবেষণা করবেন তা নিয়ে। জার্নালে ছাপা হবে। ব্যক্তির পাবলিকেশনের সংখ্যা বাড়বে। মানবসভ্যতার জ্ঞানভান্ডরে যুক্ত হবে আরেকটি বিন্দু। কিন্তু পৃথিবীর সিংহভাগ মানুষ তাদের যাপিত জীবনে অবিরত থাকবে।
অধুনা চিন্তাবিদদের অনেকেই মনে করেন বর্তমান পৃথিবীতে বৌদ্ধ, খ্রিষ্টান, হিন্দু বা মুসলিম নয় বরং সংখ্যাগরিষ্ঠ ধর্মহীনেরা। ধর্মহীনতার সংজ্ঞা সংশয়াতীত নয়। সাংস্কৃতিকভাবে নাস্তিকেরাও নিজেদের সাথে একটি ধর্মের সংলগ্নতা রক্ষা করেন।
এই যোগসূত্রটা ভাষা কিংবা আত্মীয়তার মতো তা নেহায়েত জন্মসূত্রে পাওয়া। সংখ্যাগরিষ্ঠ মানুষ কোনো নির্দিষ্ট ধর্মের অনুশাসনের প্রতি বিদ্রোহ হয়তো করে না, তবে সুলুকসন্ধানও করে না। চিন্তাশীল উদ্দ্যেগের মাধ্যমে যৌক্তিকতার সিঁড়ি বেয়ে ধর্মপ্রাপ্তির সৌভাগ্য খুব কম মানুষেরই হয়; বস্তুবাদে মত্ত মানুষ ধর্মহীনই থেকে যায়। সম্পূর্ণ বইটি পড়তে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। আশা করি উপকৃত হবেন।
নিচে স্রষ্টা ধর্ম জীবন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 22.0 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | ড. আবু আমিনাহ বিলাল ফিলিপস |
অনুবাদঃ | কবির আনোয়ার-গং |