হকিকতে মোহাম্মাদী ও মীলাদে আহমদী pdf বই ডাউনলোড। আপনারা হয়তো শুনিয়া থাকিবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ”আহমদ” এবং “মোহাম্মদ” এই দুই নাম ছাড়া আরও অনেকগুলি নাম রহিয়াছে।
হাফেজুল হুফ্ফাজ শায়খ জালালুদ্দিন সূয়ূতী (রাদিয়াল্লাহু আনহু) তাঁহার কেতাব আল খসায়েলুল কুবরা’র মধ্যে বলিয়াছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামের মধ্যে ”জাহের” ও ”বাতেন” এই দুইটি নামও যে রহিয়াছে তাহা আরেফে কামেল শায়খ আবদুল করিম জীলানী রাদিয়াল্লাহু আনহু-র কেতাব ”আল কামালাতুল এলাহিয়া” হইতে পরিস্কার জানা যায়, কারণ তিনি উক্ত কেতাবের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলায়হে ওয়া সাল্লাম এর প্রত্যেকটি নামকে উদ্ভৃত করিয়া তাহারা ব্যাখ্যা দিয়াছেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- কাদিয়ানী ধর্ম pdf বই ডাউনলোড
- তাকদীর কি pdf বই ডাউনলোড
- ফাজায়েলে আমল ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- হায়াতুস সাহাবা ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
তিনি এই দুইটি নামের ব্যাখ্যা দিতে গিয়া যাহা বলিয়াছেন তাহার অর্থ ইহাই যে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অস্তিত্বের দুইটি দিক রহিয়েছে। একটি আভ্যন্তরিন এবং একটি বাহ্যিক। আভ্যন্তরিণ দিক দিয়া তাঁহার নাম ”বাতেন” ।
এই দিক দিয়া তিনি বলিয়াছেন, যখন আদম পানি এবং মাটির মধ্যে বিচ্ছুরিত অবস্থায় ছিলেন তখনও আমি নবী ছিলাম। এবং বাহ্যিক বিকাশের দিক দিয়া তাঁহার নাম “জাহের”। এই দিক দিয়া তিনি নুবুওয়াত পাইয়াছিলেন তাঁহার চল্লিশ বৎসের বয়সাক্তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্ণ পরিচয় লাভ করিতে হইলে তাঁহার এই দউটি দিকেরই পূর্ণ বিবরণ জানা নিতান্তই আবশ্যক।
বাংলা ভাষায় আজ পর্য্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পরিচয় দানের জন্য যে সমস্ত পুস্তক প্রকাশিত হইয়াছে তাহাদের মধ্যে তাহাঁর শুধু বাহ্যিক দিকের বিবরণ ছাড়া অন্য কিছা দেখা যায় না। এই জন্য অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাকিকতের উচ্চতা, মহিমা, বিশালতা ও ব্যাপকতা বুঝিতে অক্ষম। তাই আপনারা যদি এই বইটি পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন। আশা করি উপকৃত হবেন।
নিচে হকিকতে মোহাম্মাদী ও মীলাদে আহমদী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | সীরাত বিষয়ক |
বইয়ের সাইজঃ | 63.5 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | মাওলানা মোহাম্মাদ বেশারতুল্লাহ |
অনুবাদকঃ |