হজ ও উমরাহ গাইড
হজ ও উমরাহ গাইড pdf বই ডাউনলোড। ইবাদত তথা হজ্জ কবুল হওয়ার শর্তসমূহঃ ইবাদত কবুল হওয়ার বিষয়টি সর্বাগ্রে এবংসবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ৪-৫ লক্ষ টাকা খরচ করে করা হজ্জ, যা জীবনে একবারই হয়তোবা করবেন তা যদি কবুল হওয়ার শর্ত মোতাবেক না হয় তবে লাভ কি? সব টাকা, সব কষ্ট, সব প্রচেষ্টা বিফল।
আরও দেখুনঃ ২৮ টি কুফরী বাক্য pdf বই
হজ্জ ও উমরাহ ইসরামের সর্বোৎকৃষ্ট ইবদাতগুলোর অন্যতম। ইসরামের যে কোন আমল ও ইবাদত কবুলের জন্য মৌলিক তিনটি (৩ টি) শর্ত পূরণ করা প্রযোজ্য-
১. আল ঈমানঃ- ঈমানের আরকান ও আহকাম, শাখা-প্রশাখা ও ঈমানের দাবি বিষয়ের উপর পূর্ণ জ্ঞান ও সঠিক বিশ্বাস স্থাপন করা।
২. আল ইখলাসঃ- নিয়ত পরিশুদ্ধ করা তথা ইবাদত একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য ও আনুগত্যের জন্য করা।
৩. ইত্তিবাউস সুন্নাহঃ- রাসূল সাঃ যে পদ্ধতিতে যে ইবাদত করেছেন ঠিক সেই পদ্ধতি বা নীতিমালায় সেই ইবাদত করা।
আরও দেখুনঃ দাজ্জাল ও ইসলাম pdf বই
এছাড়াও আরও কিছু শর্ত আছে যা পূরণ করা আবশ্যিকঃ
৪. শিরকমুক্ত ঈমানঃ- অন্তরের বিশ্বাস, চিন্তা-চেতনা, কথা ও কাজের মধ্যে শিরক-কুফরী (জানা বা অজানা) আছে কি না সে বিষয়ৈ জ্ঞান অর্জন করে তা থেকে আন্তরিকভাবে তাওবা করা।
৫. বিদআত মুক্ত আমলঃ- কৃত সকল প্রকার আমল ও ইবাদতে কোন প্রকার বিদআতের মিশ্রণ আছে কি না তা গবেষণা করে জেনে তা থেকে আন্তরিকভাবে তাওবা করা।
৬. হারাম মুক্ত উপার্জন ও ভক্ষণঃ- জীবিকা নির্বাহের জন্য অর্জিত অর্থ সর্বপ্রকার অসাধুতা মুক্ত হওয়া এবঙ ইবাদতের জন্য ব্যয়কৃত অর্থ, পরিধেয় কাপড়, আনুষাঙ্গিক সামগ্রী হালাল উপার্জনের মাধ্যমে হওয়া।
আরও দেখুনঃ আহকামে হজ্জ ও উমরাহ pdf বই
হজ ও উমরাহ গাইড বইয়ে যা আছেঃ
- হজ্জের তাৎপর্য, ইতিহাস ও শর্তাবলী
- যাবতীয় মানসিক ও বৈষয়িক পূর্বপ্রস্তুতি
- হজ্জ ও উমরাহ যাত্রা পথের বিবরণ
- উমরাহ ও হজ্জ সম্পাদনের নিয়ম-কানুন
- মক্কা-মদীনার মসজিদের পরিচিতি বিবরণ
- মক্কা-মদীনায় দৈনন্দিন করনীয় আমল
- মক্কা-মদীনার দর্শনীয় স্থানসমূহের বর্ণনা
- প্রয়োজনীয় বিবিধ মাসআলা-মাসায়েল
- বিবিধ দৈনন্দিন দুআ ও জিকিরসমূহ
- হজ্জ ও উমরাহতে ভুলত্রুটি ও বিদআত
নিচে হজ ও উমরাহ গাইড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ মোঃ মোশফিকুর রহমান বইয়ের ধরণঃ হজ ও উমরাহ গাইড বইয়ের সাইজঃ 9.93 MB প্রকাশ সালঃ ২০১৯ ইং বইয়ের লেখকঃ মোঃ মোশফিকুর রহমান অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ