হযরত ইমাম জয়নাল আবেদীন pdf বই ডাউনলোড। পরম দয়ালু এবং অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। সকল প্রশংসা বিশ্ব ব্রক্ষ্মাণ্ডের প্রতিপালকের জন্য। আর দুরুদ ও সালাম খাতামুন নাবিয়্যিন আল্লাহ্র রসূল হযরত মুহাম্মদ (সঃ), তাঁর বংশধরগণ ও পূণ্যবান সাহাবাগণের প্রতি।
আল-ছহীফাহ্ আল- সাজ্জাদীয়াহ্ কিতাবখানি হযরত ইমাম জয়নাল আবেদীন ‘আলী বিন হোসাইন বিন আলি আবি তালিব’-এর কতক মুনাজাতের সমাবেশ। নবীর বংশধর ইমামগণের মধ্যে তিনি ছিলেন অন্যতম যাঁর কাছে সর্ব শক্তিমান আল্লাহ্ পবিত্রতার ধারা বজায় রেখেছেন ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
নবীর বংশধর ইমামগণের মধ্যে ইমাম জয়নাল আবেদীন ছিলেন চতুর্থতম। তাঁর দাদা ছিলেন আমিরুল মু’মিনিন আলি বিন আবি তালিব, যিনি ছিলেন আল্লাহ্র নবীর বংশধর ও বিশ্বস্ত ব্যক্তি এবং আল্লাহ্ নবীর উপর প্রথম বিশ্বাস স্থাপনকারী। কর্তৃত্বের দিক বিবেচনায় বলা যায়, নবীর সাথে তাঁর মর্তবা এমন যেমন নাকি মূসা (আ.)-এর সাথে হারুন (আ.)-এর সম্পর্ক ।
চতুর্থ ইমামের দাদীমা ছিলেন সাইয়্যিদাতুন নিসাই আমুলে জান্নাত হযরত ফাতিমা তাজ জোহরা, (তাঁর উপর শান্তি বর্ষিত হোক)। তিনি ছিলেন আল্লাহ্ নবীর কন্যা। তাঁকে আল্লাহ্র নবী পৃথিবীর অন্যান্য নারীদের চেয়ে অধিক ভালবাসতেন, যেহেতু নবী নিজে তা বর্ণনা করেছেন । তাঁর চাচা ছিলেন হযরত ইমাম হাসান (তাঁর উপর শান্তি বর্ষিত হোক) যিনি দুষ্ট মাবিয়া ও ইয়াজিদের ষড়যন্ত্রমূলক বিষ প্রয়োগে শহীদ হন ।
তাঁর বাবা ছিলেন হযরত ইমাম হোসাইন, (তাঁর উপর শান্তি বর্ষিত হোক) যিনি ঐ দু’জনের মধ্যে একজন যাঁরা বেহেশতে উচ্চ মর্যাদার অধিকারী এবং যুবকদের সর্দার। তিনি ছিলেন নবীর একজন নাতি এবং তার চোখের ফুল, যাঁকে নবী বলেছিলেন, “হোসাইন আমার হতে এবং আমি হোসাইন হতে।”
হযরত ইমাম হোসাইন (তাঁর উপর শান্তি বর্ষিত হোক) তাঁদের মধ্যে অগ্রগণ্য ছিলেন যাঁরা ইসলাম এবং মুসলমানদের রক্ষা করতে গিয়ে আশূরার দিন (মুহাররম মাসের ১০ তারিখ) কারবালায় শহীদ হয়েছিলেন। ছহীহ্ বোখারী এবং ছহীহ্ মুসলিমসহ অন্যান্য কিতাবে যা বর্ণিত হয়েছে তা এরকম, হযরত ইমাম হোসাইন ঐ বারোজন ইমামের অন্যতম যারা নবীর পর ইমামতের নেতৃত্ব পালন করেছেন। বর্ণিত আছে যে নবী বলেছেন, “আমার পর খলিফা হবে বারোজন এবং তাদের সবাই হবে কুরাইশ গোত্র থেকে।
নিচে হযরত ইমাম জয়নাল আবেদীন pdf pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | জিবনী বিষয়ক |
বইয়ের সাইজঃ | 9.60 MB |
প্রকাশ সালঃ | ২০০৮ সাল |
বইয়ের লেখকঃ | আল ছহীফাহ আল সাজ্জাদীয়া |
বইয়ের অনুবাদকঃ | মুহাম্মদ মাঈনউদ্দিন |