হযরত মূসা আঃ
হযরত মূসা আঃ pdf বই ডাউনলোড।আল্লাহ তাআলা ইরশাদ করেন,আমি তাদের পরে হযরত মূসা আলাইহিস সালামকে পাঠালাম নিদর্শনাবলীসহ ফেরাউন ও তার সভাসদদের নিকট। তখন তারা সেই নিদর্শনাবলীর সাথে কুফরী করলো । সুতরাং লক্ষ্য করো, কী পরিণতি হয়েছে অনাচারীদের । মূসা আলাইহিস সালাম বললেন, হে ফেরাউন, আমি বিশ্বজগতের পালকর্কার পক্ষ থেকে একজন রাসুল।
আল্লাহর পক্ষ থেকে যে সত্য এসেছে, তার ব্যতিক্রম কিছু না বলার ব্যাপারে আমি সুদৃঢ়। আমি তোমাদের নিকট প্রতিপালকের পক্ষ থেকে স্পষ্ট নির্দশন নিয়ে এসেছি। সুতরাং তুমি বনী ইসরাইলকে আমার সাথে পাঠিয়ে দাও। সে (ফেরাউন) বললো, যদি তুমি কোন নিদর্শন নিয়ে এসে থাকো, তবে তা উপস্থিত করো, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। তখন তিনি তার লাঠি নিক্ষেপ করলেন। সঙ্গে সঙ্গে তা জ্যান্ত এক অজগর হয়ে গেল।
আরও দেখুনঃ হযরত আয়েশা রাঃ pdf বই ডাউনলোড
তিনি তার হাত বের করলেন। সঙ্গে সঙ্গে তা দর্শকদের চোখে ধবধবে উজ্জল শুভ্রে পরিণত হলো। (সুরা আ‘রাফ,আয়াত:১০৩-১০৮)আয়াতে তাদের পরে বলে হযরত নূহ,হুদ,সালেহ লূত ও শুআইব আলাইহিমুস সালামের পরে অথবা তাদের সম্প্রদায়ের পরে বুঝানো হয়েছে।
মূসা আলাইহিস সালাম কে কেন পাঠিয়েছেন ।
অর্থাৎ হযরত মুসা আলাইহিস সালামের আগমন তাদের পরে হয়েছিল। আয়াতে যে বলা হয়েছে। আমি মুসাকে আমার নিদর্শনসহ ফেরাউন ও তার জাতির প্রতি পাঠিয়েছি; এখানে নির্দশন দিয়ে আসমানী কিতাব তাওরাতও হতে পারে কিংবা হযরত মুসা আলাইহিস সালামের মুজিযাসমূহ ও হতে পারে
আরও দেখুনঃ হযরত মুয়াবিয়া রাঃ pdf বই ডাউনলোড
মুসা আলাইহিস সালামের পিতার নাম ইমরান আর মাতার নাম ইউকাবাদ। তার পিতার বংশ পরসম্পরা নিম্নরূপ; ইরমান বিন কামেত বিন লাবি বিন ইয়াকুব আলাইহিস সালাম।হযরত হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের আপন বড় ভাই ছিলেন। সে যুগে ফেরাউন হতো মিসরের সম্রাটদের উপাদি।
হযরত মুসা আলাইহিস সালামের সময়ে যে ফেরাউন ছিল তার নাম কাবুস বলে উল্লেখ করা হয়।কোন জ্যোতিষী ফেরাউনের নিকট ভবিষ্যদ্বাণী করেছিল ইসরাইল বংশে এমন একটি ছেলের জন্ম হবে, যার হাতে আপনার রাজ্যের পতন হবে। এজন্য উক্ত ফেরাউন বনী ইসরাইলের নবজাত পুত্রশিশুদের হত্যা করে ফেলতো।
আরও দেখুনঃ বিশ্বনবী সাঃ রাজনৈতিক-জীবন pdf বই ডাউনলোড
নিচে হযরত মূসা আঃ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ মাকতাবাতুল মানসুর বইয়ের ধরণঃ মূসা আঃ জীবনী বইয়ের সাইজঃ 2.00 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ মুফতী মনসুরুল হক অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ