হযরত যুলকিফল আঃ pdf বই ডাউনলোড। কুরআনে হযরত যুলকিফল আ: এর আলোচনা- পবিত্র কুরআনে হযরত যুলকিফল আ.-এর আলোচনা দুটি সূরা, আম্বিয়া ও সাদে করা হয়েছে। উভয় সুরায় শুধু নাম উল্লেখ করা হয়েছে। সংক্ষিপ্ত বা বিশদ কোনো প্রকার বৃত্তান্ত উল্লেখ করা হয় নি। অর্থাৎ[এবং ইসমাইল, ইদরিস ও যুলকিফলের কথা স্মরণ করুন, তারাঁ প্রত্যেকেই ছিলেন সবরকারী।] সূরা আম্বিয়া: আয়াত ৮৫। আবার অর্থাৎ-আর স্মরণ করুন ইসমাইল, আল ইয়াসাআ ও যুলকিফলের কথা; তারা প্রত্যেকেই ছিলেন নেককার লোকদের অন্তর্ভুক্ত। {সূরা সাদ: আয়াত ৪৮}।
বংশপরিক্রমা- ইতোপূর্বে বলা হয়েছে, হযরত যুলকিফল সম্পর্কে পবিত্র কুরআন নাম ছাড়া আর কিছুই উল্লেখ করে নি। তদ্রুপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকেও কোনো কিছু বর্ণিত নেই।
আরও ইসলামিক বই দেখুনঃ
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- হুসাইন রাঃ মূল হত্যাকারী কে pdf বই ডাউনলোড
- নবী ইউসুফের আ. পাঠশালা pdf বই ডাউনলোড
- সন্তানের শ্রেষ্ঠ উপহার pdf বই ডাউনলোড
- হযরত নূহ আঃ pdf বই ডাউনলোড
কাজেই কুরআন ও হাদিসের আলোকে এর থেকে বেশি কিছু বলা যায় না যে, হযরত ফুলকিফল আ. আল্লাহর মনোনীত নবী ছিলেন এবং কোনো এক জাতিকে পথ দেখানোর জন্য প্রেরিত হয়েছিলেন। এর অতিরিক্ত কোনো তথ্য নেই। ঐতিহাসিক তথ্যের ক্ষেত্রে দ্বিতীয় স্তরের উৎস হলো জীবনচরিত ও ইতিহাসগ্রস্থ। যথেষ্ট অনুসন্ধান ও খোজাঁখুজির পরও এমন কোনো তথ্য আমাদের হাতে এসে পৌঁছে নি যার মাধ্যমে হযরত যুলকিফল আ.-এর বিবরণ ও অবস্থার ওপর আলোকপাত করা যায়।
এক্ষেত্রে তাওরাতও যেমন নীরব, তেমনি ইসলামের ইতিহাসেও হযরত যুলকিফল সম্পর্কে সাহাবিদের বাণীও রেওয়ায়েত তবে প্রখ্যাত মুফাসসির তাবেঈ হযরত মুজাহিদ রহ, থেকে ইবনে জারির হযরত যুলকিফল আ,-সম্পর্কিত একটি ঘটনা বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. ও হযরত আবু মুসা আশআরি রা. থেকেও কয়েকটি বর্ণনা ইবনে আবি হাতেম নক করেছেন।
এগুলোর সনদ মুনকাতে। মুজাহিদ রহ.-এর বর্ণনা হলো, ইসরাইলি নবী হযরত আল ইয়াসাআ আ, যখন বয়োবৃদ্ধ হয়ে পড়েন, তখন একদিন তিনি বলেন, হায়, যদি আমার জীবদ্দশায় এমন কাউকে পেতাম যে আমার স্থালাভিষিক্ত হতে পারতো। তখন আমি আশ্বস্ত বোধ করতাম যে, আমার প্রতিনিধিত্ব করার মতো যোগ্য লোক আছে। এরপর তিনি বনি ইসরাইলিদের একটি সভা আহবান করেন।
সেখানে তিনি বলেন, আমি তোমাদের মধ্যে হতে একটি ব্যক্তিকে আমার স্থালাভিষিক্ত করে যেতে চাই। তবে শর্ত হলো, তাকে আমার সঙ্গে তিনটি অঙ্গিকার করতে হবে। ১. দিরভর রোযা রাখবে। ২.রাতে আল্লাহর স্মরণে নিমগ্ন থাকবে। ৩. কখনো রাগ করবে না। তার এ কথা শুনে একজন অতিশয় সাধারণ ব্যক্তি দাড়িঁয়ে গেলেন, জনতার চোখে লোকটি মর্যদার অধিকারী ছিলেন না। তিনি নিবেদন করলেন, এই খেদমতের জন্য আমি প্রস্তুত।
নিচে হযরত যুলকিফল আঃ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | মাকতাবাতুল ইসলাম |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 3.51 MB |
প্রকাশ সালঃ | ২০১৫ |
বইয়ের লেখকঃ | মাওলানা হাফিযুর রহমান সিওহারবি রহ. |
অনুবাদঃ | মাওলানা আবদুল্লাহ আল ফারূক-গং |