হযরত শাহ ওয়ালী উল্লাহ দেহলবী pdf বই ডাউনলোড। ১৯৯৮ সালের কথা। হাজির হই নদওয়াতুল উলামা লাখনৌতে, সাইয়েদ আবুল হাসান আলী নদভী (র) এর খেদমতে। হৃদয়ের আবেগ আর ভালোবাসা দিয়ে খুব কাছ থেকে প্রত্যক্ষ করি এ কর্মবীর মানুষটিকে। কীভাবে ডাকছেন মানুষকে হেদায়েতের পথে, আলোর পথে ৷
গোটা ইনসানিয়াতের প্রতি তাঁর দরদ আর ভালবাসা, দায়িত্ববোধ তাঁকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে অহর্নিশ। সফর করছেন দেশ হতে দেশান্তরে উল্কার বেগে। মুক্তিকামী মানুষদেরকে মুক্তির দিশা দিতে। দিলের উত্তাপ নিংড়ানো বক্তৃতা চলছে অবিরাম। পতনোন্মুখ মুসলিম জাতিকে ঘুরে দাড়াবার সবক দিচ্ছেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
বারবার আহবান করছেন তাদের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে। উম্মাহর চিন্তায় বিভোর এ মর্দে মুমিন শুধু বক্তৃতা করেই ক্ষ্যান্ত হননি। প্রস্তাবনা ও রূপরেখা পেশ করেছেন জাতির সামনে। দীর্ঘদিন ধরে তাঁর কলম লিখে চলছে অবিশ্রান্তভাবে। তাঁর কিছু রচনা গোটা বিশ্বে বেশ সমাদৃত হয়েছে। সেই থেকে আমি তাঁকে খুব শ্রদ্ধা করি, ভালবাসি।
তাঁর থেকে দোয়া নিয়ে দেশে এসে তাঁর রচনাবলী বাংলা ভাষা-ভাষীদের কাছে পেশ করার মনস্থ করি। ইতোপূর্বে যদিও তাঁর কিছু লিখনি বাংলা ভাষায় প্রকাশিত হয়েছে। এরই ধারাবাহিকতায় ‘তারিখে দাওয়াত ও আযীমত’ এর ভাবানুবাদ ‘সংগ্রামী সাধকদের ইতিহাস’ নামে আমরা পাঠকদের হাতে তুলে দিয়েছি।
পঞ্চম খণ্ড যা মূলত হযরত শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র) -এর জীবন ও কর্ম সম্পর্কিত; পাঠকমহলের বারবার তাগিদের ফলে অনুবাদ করতে দেই তরুণ আলেম ও লেখক শাহ আবদুল হালীম হুসাইনীকে। তিনি ইতোপূর্বে হযরতের অপর একটি কিতাব ‘কারওয়ানে মদীনা’ অনুবাদ করে সফলতার স্বাক্ষর রেখেছেন। যতটুকু পড়েছি আশা করি এতেও তিনি সফল হবেন। আল্লাহ তাকে জাযায়ে খায়ের দান করুন ।
‘তারীখে দাওয়াত ও আযীমাত’ -এর পঞ্চম খণ্ড রচনা শেষে ভূমিকার এই লাইনগুলো লেখার সময় গ্রন্থকারের মন হামদ ও শোকরের আবেগে আবেগাপ্লুত। লেখক ও তার কলম আপন স্রষ্টার দরবারে কৃতজ্ঞতায় সিজদাবনত। কেননা তিনিই এ ধারাকে হাকীমুল ইসলাম হযরত শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র) এবং তার উত্তরসূরী খলীফাদের ধর্মীয় ও শিক্ষামূলক নানা খেদমত, তাদের সংস্কারমূলক ও সাহসী কর্মকাণ্ডের ইতিহাস ও ঘটনাবলি পর্যন্ত পৌঁছানোর তাওফীক দান করেছেন।
নিচে হযরত শাহ ওয়ালী উল্লাহ দেহলবী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | জীবন বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 4 MB |
প্রকাশ সাল | ২০১৫ সাল |
বইয়ের লেখকঃ | সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী |
বইয়ের অনুবাদকঃ | আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী |