হযরত শু‘আইব আঃ
হযরত শু‘আইব আঃ pdf বই ডাউনলোড।খ্রিষ্টপূর্ব ১৫৫০ অব্দে হযরত শু‘আইব আঃ জর্ডানের দক্ষিণ দিকে মৃত সাগরের নিকটবর্তী জাযিরাতুল আরবের মাদয়ান জনপদবাসীর প্রতি নবী হিসেবে প্রেরিত হন। যাদেরকে আসহাবে আইকাও বলা হতো। আইকা অর্থ বিশেষ ধরণের গাছ। তারা উক্ত গাছের এলাকায় বসবাস করার কারণে তাদেরকে আসহাবে আইকা বা আইকার অধিবাসী বলা হতো।
ফিরআউনের নির্যাতন থেকে বাচাঁর জন্য নবুওয়্যাত প্রাপ্তির আগে মূসা আঃ মিসর ছেড়ে মাদয়ান গমন করেন। সেখানকার এক বুযুর্গ ব্যুক্তি হযরত মূসা আঃ এর ঘটনা শ্রবণ করে তার কর্মতৎপরতা আর আমানতদারীতে মুগ্ধ হয়ে ৮/১০ বছর বকরী চরানোর শর্তে নিজ কন্যাদ্বয়ের একজনকে তার সাথে বিবাহ দেন।
আরও দেখুনঃ হযরত হুদ আঃ pdf বই ডাউনলোড
এই বুযুর্গ কে ছিলেন? সে বিষয়টি মতবিরোধপূর্ণ! প্রসিদ্ধ মতানুযায়ী তিনি ছিলেন মাদয়ানবাসীদের প্রতি প্রেরিত নবী হযরত শু‘আইব আঃ। তবে বিখ্যাত মুফাসসির আল্লামা ইবনে কাসীর রহ. এবং আল্লামা তবারী রহ. এর মতে এ ক্ষেত্রে নির্ভরযোগ্য কথা হলো, পবিত্র কুরআনে করীমে (সুরা কাসাস-২২-৩৫) এ ঘটনা বর্ণিত হলেও সেখানে তার নাম উল্লেখ হয়নি।
হাদীসের যে রেওয়ায়েতগুলোতে নাম উল্লেখ হয়েছে, তা দলীল হিসেবে গ্রহণযোগ্য নয়। কাজেই আসলে তিনি কে ছিলেন তা আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তায়ালা শু‘আইব আঃ কে ভাষার বাগ্মীতা প্রদান করেছিলেন । এ কারণে তাকে খতীবুল আম্বিয়া বলা হয়।হযরত শু‘আইব আঃএর কওমের এই প্রত্যোখ্যান, উপহাস এবং নবীকে হত্যার মনোভাবের শাস্তি স্বরূপ।
আরও দেখুনঃ মহানবী সাঃ মহাজীবন pdf বই ডাউনলোড
আল্লাহ তাআলা তাদের উপর তিন ধরণের আযাব প্রেরণ করেন। ভুমিকম্প, বিকট আওয়াজ এবং মেঘাচ্ছন্ন দিবসের মেঘ থেকে আগুনবৃষ্টি।আল্লাহ তায়ালা কুরআনে কারীমে তিন স্থানে হযরত শু‘আইব আঃ এর কওমের উপর আপতিত আযাবের ঘটনা বর্ণনা করেছেন।আল্লাহ তায়ালা বলেনঃ-অতঃপর তারা ভুমিকম্পে আক্রান্ত হলো এবং তারা নিজেদের বাড়িতে অধঃমুখে পড়ে থাকলো। (সুরা আ‘রাফ, আয়াত: ৯১)
আরও দেখুনঃ ছোটদের হযরত ওমর-রাঃ pdf বই ডাউনলোড
নিচে হযরত শু‘আইব আঃ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ মাকতাবাতুল মানসুর বইয়ের ধরণঃ শু‘আইব আঃ জীবনী বইয়ের সাইজঃ 1.50 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ মূফতী মনসুরুল হক অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ