হলুদ হিমু কালো র্যাব pdf বই হুমায়ূন আহমেদ এর একটি জনপ্রিয় হিমু সিরিজ এর একটি বই। বইয়ের একাংশ নিচে উল্লেখ করা হলোঃ
আমি ফ্লাস্ক নিয়ে ঘুরছি এবং গম্ভীর গলায় বলছি- গ্রম চা, গ্রম কফি। ভালোই বিক্রি হচ্ছে। ডিমান্ড বেশি দেখে আমি দামও বাড়িয়ে দিয়েছি। চা পাঁচ টাকা, কফি দশ টাকা।
-কে? হিমু না? অ্যাই হিমু।
আমি ঘুরে তাকালাম। বড় খালু সাহেব। তাঁর পরনে ট্রেক স্যুট। কেডস জুতা। কাধেঁ হাফ টাওয়েল। তিনি ডায়াবেটিস কমানোর দৌড় দিচ্ছেন। মুখে ঘাম জমলেই টাওয়েলে মুখ মুছছেন।
-হিমু, তুমি করছো কি?
গ্রম চা, গ্রম কফি বিক্রি করছি।
-খালু সাহেব চোখ কপালে তুলে বললেন, সে-কী?
আমি হাসি মুখে বললাম, স্বাধীন ব্যবসায় নেমে পড়লাম। খাবেন এক কাপ?
-তুমি কি সত্যি চা-কফি বিক্রি করছো?
হুঁ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আল কুরআনের ভাষা pdf বই ডাউনলোড
- মাসুদ রানা সিরিজ – ধ্বংস পাহাড়,
- ভারতনাট্যম
- স্বর্ণমৃগ pdf বই
- সীরাতুল মুস্তফা ৩য় খন্ড pdf বই
-তোমার পক্ষে অসম্ভব কিছু না। সবই সম্ভব। চায়ে চিনি দেয়া?
হুঁ।
-চিনি কি বেশি?
প্রিপেয়ারড স্ট্যান্ডার্ড চা-কফি। সবই পরিমাণ মতো। পছন্দ না হলে মূল্য ফেরত।
-দাম কত?
চা পাঁচ, কফি দশ।
-এত দাম দিয়ে চা-কফি কে খাবে?
সবাই তো খাচ্ছে।
-খালু সাহেব বেঞ্চের দিকে এগুতে এগুতে বললেন, দে এক কাপ চা খাই। তোমাকে এখানে চা বিক্রি করতে দেখব এটা আমার Wildest ইমাজিনেশনেও ছিল না।
দেখে মজা পেয়েছেন?
-হুঁ। তোমার চা তো ভালো।
থ্যাংক য়্যু।
-তোমার খালাকে এই ঘটনা বললে সে বিশ্বাস করবে না।
বিশ্বাস না করার ই কথা।
-তোমার কাছে কি সিগারেট আছে? সিগারেট ছাড়া চা খেয়ে কোন মজা নাই।
সিগারেট নেই, এনে দেই?
-দাও এনে দাও। চা কফি যখন বিক্রি করছো সঙ্গে সিগারেটও রাখবে।
বুদ্ধি খারাপ না। সিগারেট কি একটা আনব, না এক প্যাকেট?
-একটা। বাড়িতে সিগারেট খাওয়া পুরোপুরি নিষিদ্ধ। সিগারেট ধরালে তোমার খালা মাতারিদের মতো চিৎকার চেঁচামেচি করে। যতই বয়স বাড়ছে এই মহিলা ততই অসহ্য হয়ে উঠছে।
নিচে হলুদ হিমু কালো র্যাব pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
মূল লেখকঃ হুমায়ূন আহমেদ প্রথম প্রকাশঃ সর্বশেষ প্রকাশঃ বইয়ের ধরণঃ হিমু সিরিজ উপন্যাস সাইজঃ 6.22 MB প্রকাশকঃ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ