হাজী শরীয়তুলাহ pdf বই ডাউনলোড। সতেরো শো সাতান্ন সাল। মীর জাফরদের চক্রান্তে ইংরেজদের কাছে পরাজিত হলেন বাংলার নবাব সিরাজদ্দৌলাহ। পলাশীর প্রান্তরে নবাব সিরাজদ্দৌলার পরাজয়ের পর বাংলার মুসলমানদের ভাগ্যাকাশে দেখা দেয় এক ভয়ংকর সর্বনাশের ঘনঘটা। ইংরেজ এবং উগ্র হিন্দুদের হাতে জিম্মি হয়ে পড়ে বাংলার মুসলমান । রাজনৈতিক, ঐতিহ্যিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে, মুসলমানরা এ সময়ে যেমন ইংরেজ ও হিন্দুদের উৎপীড়নের শিকার হয়, তেমনি তাদের নিমর্মতার শিকার হয়ে অর্থনৈতিকভাবেও তারা দুর্বল ও নিঃস্ব হয়ে পড়ে।
মুর্শিদকুলী খানের আমল থেকেই হিন্দুরা মুসলিম শাসন উৎখাত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলো। ইংরেজ ব্যবসায়ীদের সাথে তাদের সম্পর্ক ছিলো অত্যন্ত নিবিড়। সতেরো শো ছত্রিশ সাল থেকে সতেরো শো চল্লিশ সালের মধ্যে ইংরেজ কোম্পানী- কলকাতার বায়ান্নজন ব্যবসায়ী নিযোগ করেছিলেন। তাদের সবাই ছিলো হিন্দু।
আরও দেখুনঃ
সতেরো শো উনচল্লিশ সালে কাশিম বাজারে তারা পচিঁশজন ব্যবসায়ী নিয়োগ করে। তারাও ছিলো হিন্দু। এ সময়ে মুসলমানদের কোথাও স্থান ছিলো ন। না ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। না চাকরির ক্ষেত্রে। যাদের আগে থেকেই চাকরি ছিলো, তাদেরকেও বাদ দেয়া হলো। এই চরম দুঃসময়ে লাখ লাখ মুসলমান বেকারত্বের অভিশাপ নিয়ে যাত্রা করলো গ্রামের দিকে। উদ্দেশ্য ছিলো, কৃষিকে আকঁড়ে ধরে কোনো রকম বেচেঁ থাকা। গ্রামের অবস্থা তখন ছিলো আরো ভয়াবহ।
গ্রাম-বাংলার ভিত্তি একেবারে ধূলিসাৎ হয়ে গেলো বলতে কি বুঝিয়েছে।
শাসন ক্ষমতা হস্তগত করার সাথে সাথে ইংরেজ বণিকরা বাংলার প্রাচীন গ্রামের ভিত্তি ভূমিকে ভেঙ্গে চুরমার করে দিয়েছিলো। ভেঙ্গে দিয়েছিলো তারা গ্রামের সমাজ কাঠামোকেও। এ কাজে তারা প্রধানত দুটি অস্ত্র ব্যবহার করলো- ভূমি রাজস্বের নতুন ব্যবস্থা ও ভূমি রাজস্ব হিসেবে ফসল বা দ্রব্যের পরিবর্তে মুদ্রার প্রচলন। এই দুই অস্ত্রের প্রচন্দ শক্তির আঘাতে স্বল্পকালের মধ্যে প্রাচীন- গ্রাম- বাংলার ভিত্তি একেবারে ধূলিসাৎ হয়ে গেলো।
আরও দেখুনঃ বাংলার মুসলমানদের ইতিহাস pdf বই ডাউনলোড
শ্মশানে পরিণত হলো হাজার হাজার গ্রাম। বহুমুখী শোষণ- উৎপীড়নের চাপে পড়ে বাংলার অসহায় কৃষক সমাজ নিঃম্ব হয়ে অনিবার্য ধ্বংসের মুখে এসে দাড়াঁলো। বাংলার দরিদ্র কৃষক মানেই মুসলমান। আর জমিদার এবং বিত্তবান মানেই হিন্দু।
মুর্শিদকুলী খানের আমল থেকেই এ দেশের রাজস্ব আদায়কারী গোমস্তাদের অধিকাংশ ছিলো হিন্দু। ক্ষমতা হারিয়ে, চাকরি খুইয়ে মুসলমানরা যখন দারিদ্র্যের নিষ্পেষণে হতাশাগ্রস্ত, তখন ইংরেজ সরকারের পৃষ্ঠপোষকতায় সর্বস্তরে ক্ষমতা ও সম্পদের অধিকারী হলো হিন্দু দেওয়ান, গোমস্ত, বেনিয়ান, মুৎসুদ্দিরা।
আরও দেখুনঃ মুসলিম বাংলার মনীষী pdf বই ডাউনলোড
নিচে হাজী শরীয়তুলাহ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | বাংলাদেশ ইসলামিক সেন্টার |
বইয়ের ধরণঃ | জিবনী বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 2.28 MB |
প্রকাশ সালঃ | ১৯৯৫ |
বইয়ের লেখকঃ | মোশাররফ হোসেন খান |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now যদি ডাউনলোড করতে কোন সমস্যা হয়। আর ওয়েবসাইটটি আপনার উপকারে কাজে আসলে আপনি একটি শেয়ার করে দিন। শেয়ার করুন সওয়াবের আশায়, কারণ আপনি ভালো কাজে এবং ভালো উদ্দেশ্যে শেয়ার করছেন। আর প্রত্যেক ভালো কাজের বিনিময় আল্লাহ আপনাকে দিবেন।