হাদিসের প্রামাণ্যতা pdf বই ডাউনলোড। কুরআনে কারিমের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সুন্নতকে ইসলামি বিধানের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উৎস সাব্যস্ত করা হয়েছে। সুন্নতের এ স্থান ও মর্যাদা যুগযুগ ধরে স্বীকৃত, ইখতিলাফ ও বিরোধমুক্ত সর্বজন সমর্থিত। যদিও ফেকহি দৃষ্টিভঙ্গি অনুযায়ী মুসলমানদের মাঝে বিভিন্ন মত ও অভিমত পরিদৃষ্ট হয়, তবুও কুরআনে কারিম ও সুন্নতের প্রামাণ্যতাকে কোনো অভিজ্ঞ আইনপ্রণেতা অস্বীকার করেন নি।
কতিপয় লোক- যারা নিজেদেরকে উম্মতে মুসলিমার মূলস্রোত থেকে বিচ্ছিন্ন করে ফেলেছেন, তারা ব্যতীত কেউই ইসলামি বিধানের বুনিয়াদ ও মূল উৎস হিসেবে সুন্নতের মর্যাদাকে চ্যালেঞ্জ করেন নি। এই অবস্থা ও দৃষ্টিভঙ্গি আজ পর্যন্ত বহাল রয়েছে। তবে গত শতাব্দীর মাঝখানে কতিপয় অমুসলিম প্রাচ্যবিদ এবং তাদের মুসলিম নামধারী দোসররা চেষ্টা চালাতে থাকেন হাদিসের প্রামাণ্যতা অথবা হাদিসের সনদসংক্রান্ত বিষয়ে মানুষের মন-মস্তিষ্কে সন্দেহ-সংশয় সৃষ্টি করতে এবং সুন্নতের বিরুদ্ধে সন্দেহ পোষণকারী চিন্তাধারাকে ক্রমশ উসকে দিতে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- এক নযরে ছিয়াম ও রামাযান pdf বই ডাউনলোড
- হুজুর হয়ে হাসো কেন pdf বই ডাউনলোড
- সহজ পান্দ নামা pdf বই ডাউনলোড
- রমজান কিভাবে কাটাবেন pdf বই ডাউনলোড
- ফুটিয়ে তুলুন সুবাসিত ফুল pdf বই ডাউনলোড
পরিণতিতে ইসলামের মূল উৎস সম্পর্কে অজ্ঞ কতক মুসলমান ঐসব পুস্তক পড়ে বিষয়টি নিয়ে সন্দেহ-সংশয়ের শিকার হয়ে পড়েন। এই অবস্থা ও পরিস্থিতি সামনে রেখে বক্ষ্যমাণ গ্রন্থের উদ্দেশ্য হচ্ছে, ইসলামি শিক্ষার মূল উৎসের আলোকে সুন্নতের একটি স্বচ্ছ ও নির্মল গোজারিশ পেশ করা। এই গ্রন্থের উদ্দেশ্য পারস্পরিক দলিলবাজির অসীম কর্মে লিপ্ত হওয়া নয়; বরং হাকিকতের সঠিক এবং প্রকৃত অবস্থার বর্ণনা ।
সুন্নতের সংজ্ঞা
ইলমে হাদিস-বিশেষজ্ঞদের মতে সুন্নতের সংজ্ঞাঃ ‘হযরত রাসূলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ও তাকরিরকে সুন্নত বলে।’
হাদিসের প্রামাণ্যতা – ১৫
তাকরির’ মুহাদ্দিসিনে কেরামের একটি পরিভাষা, ব্যাখা হল, কেউ কোনো কথা বলল কিংবা কোনো কাজ করল। সেই কথা ও কাজ সম্পর্কে জানার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থেকেছেন। স্পষ্ট ভাষায় সমর্থনও দেন নি কিংবা প্রত্যাখ্যানও করেন নি। তাঁর এই চুপ থাকাটা বিষয়টির প্রতি তাঁর ‘অনুমোদন’ এর ইংগিত বহন করে। এজন্য এটাও সুন্নতের অন্তর্ভুক্ত।
যেহেতু সুন্নতের সকল দিক (কথা, কাজ ও তাকরির) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্ত্বার সঙ্গে সম্পৃক্ত, এজন্য ইসলামি বিধি-বিধানের সঠিক স্থান ও যথোপযুক্ত মর্যাদা নির্ণয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্ত্বার স্থান ও মর্যাদা উপলব্ধি ব্যতিরেকে সম্ভব নয়।
নিচে হাদিসের প্রামাণ্যতা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | রাহনুমা প্রকাশনী |
বইয়ের ধরণঃ | হাদিসের প্রামাণ্যতা বিষয়ক |
বইয়ের সাইজঃ | 60.52 MB |
প্রকাশ সাল | ২০১২ সাল |
বইয়ের লেখকঃ | আল্লামা মুফতি তাকি উসমানি |
বইয়ের অনুবাদকঃ | মুফতি মহিউদ্দিন কাসেমী |