হাদিসের বিশুদ্ধতা নিরূপণ প্রকৃতি পদ্ধতি
হাদিসের বিশুদ্ধতা নিরূপণ প্রকৃতি পদ্ধতি pdf বই ডাউনলোড। হাদীস ইসলামী শরীআতের আল-কুরআনের দ্বিতীয় মূল উৎস হিসেবে স্বীকৃত। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সাল্লাম -এর বাণী, কর্ম ও সমর্থনকে হাদীস বলা হয়। প্রকৃতপক্ষে এটি আল-কুরআনের বিস্তারিত ব্যাখ্যা ও বিশ্লেষণ। এটি এমন একটি জ্ঞানভান্ডার, যার মধ্যেমে রাসুল সাঃ -এর গোটা জীবনের অবস্থা সম্পর্কে সম্যক অবহিত হওয়া যায়।
হাদীস ইসলামী জীবন ব্যবস্থায় আল-কুরআনের পর দ্বিতীয় মূল উৎস। কুরআন বিশ্বমানবতার জন্য সে বিধি-বিধান উপস্থাপন করেছে, হাদীস উক্ত বিধানবলীর ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করেছে।
আরও দেখুনঃ যাকাতের বিধান ১ম খন্ড pdf বই ডাউনলোড
তািই উৎস দুটি একটি অপরটির পরিপূরক। নবী যুগে হাদীস শ্রুতি পদ্ধতি এবং কিছু ক্ষেত্রে লিখিত পদ্ধতির মাধ্যমে সংরক্ষিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পর আল-কুরআন গ্রন্থকারের লিপিবদ্ধ হলে হাদীস গ্রন্থাবদ্ধ হওয়ার প্রাথমিক প্রয়াস সুচিত হয়।
অতঃপর ৯৯ হিজরীতে উমাইয়্যা খলীফা উমার ইবন আব্দিল আযীযের আমলে সরকারী উদ্যোগে বিশ্বস্ত পন্থায় হাদীস লিপিবদ্ধ হয়। পরবর্তীকালে বিশেষ করে হিজরী তৃতীয় শতকে সিহাহ সিত্তাহর ইমামগণ হাদীসের বিশুদ্ধতা নিরূপক প্রক্রিয়া মাধ্যমে এবং কঠোর শর্তারোপ ও অধিক সতর্কতার সাথে হাদীস গ্রন্থাবদ্ধ করে ।
আরও দেখুনঃ রমজানের ৬০ শিক্ষা pdf বই ডাউনলোড
ইসলামী শরীআতের এর বিশ্বস্ততা ও প্রামাণিকতা সুনিশ্চিত করেন। নবী যুগ থেকে শুরু করে অদ্যাবধি ও বিদ্যার লালন, চর্চা ও বিকাশে একদল মুহাদ্দিস আমরণ কঠোর সাধনা করে গেছেন। কাল পক্রিমায় অসাধু লোকদের মিথ্যাচারিতা থেকে এ বিদ্যাকে মুক্তকরণে যেমন তাদেরঁ নিরলস প্রচেষ্টা ও নিরন্তর প্রয়াস ব্যয়িত হয়েছে।
অন্য দিকে তেমনি তাদের মহান ত্যগ ও সাধনার বিনিময়ে এ বিদ্যার ভিত্তি সুদৃঢ় হয়েছে। তাই মুহাদ্দিসগনের শ্রম ও সাধনা আজ যেমন স্মরণীয় হয়ে রয়েছে, তেমনি তা মুসলিম জাতিসত্তার বিকাশে এক অভূতপূর্ব অবদান রাখছে। ইতিহাস এর নীরব সাক্ষী।
আরও দেখুনঃ মহিলাদের প্রশ্নের জবাব pdf বই ডাউনলোড
নিচে হাদিসের বিশুদ্ধতা নিরূপণ প্রকৃতি পদ্ধতি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বাংলাদেশ ইসলামিক সেন্টার বইয়ের ধরণঃ হাদিস বিষয়ক বইয়ের সাইজঃ 6.61 MB প্রকাশ সালঃ ২০০৯ ইং বইয়ের লেখকঃ ড. মোহাম্মাদ বেলাল হোসেন অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ