হাদিস কি আল্লাহর ওহি pdf বই ডাউনলোড। কথা হচ্ছে এই যে, আজ হাদিস অস্বীকার করার বা হাদিসকে হালকাভাবে দেখার ফিতনাহ খুব মাথাচাড়া দিয়ে উঠেছে। এই ফিতনাহ কে নির্মুল করতে হবে। যে কারণে আমি কুরআনের আলোকে প্রমাণ করার চেষ্টা করেছি যে।
হাদিস আল্লাহর ওয়াহী। যেহেতু হাদিস অস্বীকারকারীগণ এবং হাদিসকে হালকাভাবে যারা দেখন তারা সকলেই কুরআনকে আল্লাহর ওয়াহী মনে করেন, সেই জন্য আমি শুধুমাত্র কুরআনের আলোকেই হাদিসকে আল্লাহর ওয়াহী প্রমাণ করেছি।
আরও দেখুনঃ বারো চান্দের ফযিলত pdf বই ডাউনলোড
মহান আল্লাহ বলেন, আমি তোমার উপর অবতীর্ণ করেছি কিতাব কুরআন এবং হিকমাহ (হাদিস)। [সুরা নিসা, ৪/১১৩] তোমাদের কাছে অবতীর্ণ করা হয়েছে কিতাব (কুরআন) এবং (হিকমাত হাদিস) [সুরা বাক্বারাহ, ২/২৩১]। এই আয়াত দুটি থেকে বুঝা গেল যে, রসুলুল্লাহ সাঃ এর উপর শুধুমাত্র কুরআন অবতীর্ণ হয়নি।
আহলুল কুরআন (হাদিস অস্বীকারকারী ) সম্পর্কে দলিলিক পর্যালোচনা।
বরং আরো কিছু শরীয়াহর হুকুমও অবতীর্ণ হয়েছিল। যাকে আমরা হাদিস বলে জানি। মহান আল্লাহ বলেন, তুমি যখন মুমিনদের বলেছিলে, তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে, তোমাদের সাহায্যর্থে তোমাদের রব আকাশ থেকে তিন হাজার মালাইকাহ (ফেরেশতা) পাঠাবেন? [সুরা আল-ইমরান ৩/১২৪]
আরও দেখুনঃ কেয়ামতের আলামত pdf বই ডাউনলোড
এই আয়াত থেকে বুঝা যায় যে, আয়াতটি নাযিল হওয়ার পূর্বেই রসূল্লাহ সাঃ- জানতেন যে, আল্লাহ মুমিনদের জন্য তিন হাজার মালাইকাহ (ফেরেশতা ) পাঠাবেন। এখানে একটি বিষয় লক্ষ্য করুন, রাসুলুল্লাহ সাঃ-এর কাছে যদি শুধু কুরআনই ওয়াহী করা হতো তালে তিনি এই আয়াতটি নাযিল হওয়ার পূর্বে কিভাবে জানলেন যে, আল্লাহ মুমিনদের জন্য তিন হাজার মালাইকাহ পাঠাবেন।
এই আয়াতটি দিয়ে কি প্রমাণ হয় না যে, আল্লাহ কুরআন ছাড়াও আরো কিছু ওয়াহী করেছেন? অবশ্যই প্রমাণ হয়েছে যদি কুরআন ছাড়া আরো কিছু ওয়াহী না হত তাহলে মুহাম্মাদ কখনই কুরআনের আয়াতটি আসার পুর্বে তিন হাজার মালাইকাহ আগমেরন বার্তা জানতেন না। একারনেই মহান আল্লাহ বলেছেন,েআমি তোমার উপর অবতীর্ণ করেছি কিতাব (কুরআন এবং হিকমাহ হাদিস)।
আরও দেখুনঃ নারির স্বাধীনতা ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
নিচে হাদিস কি আল্লাহর ওহি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বাক্কাহ ডিপিটি হাউস বইয়ের ধরণঃ হাদিস বিষয়ক বইয়ের সাইজঃ 6.88 MB প্রকাশ সালঃ ২০১৩ ইং বইয়ের লেখকঃ মুহাম্মাদ ইকবাল বিন ফাখরুল অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ