হাদীসের আলোকে রুজি বৃদ্ধি
হাদীসের আলোকে রুজি বৃদ্ধি pdf বই ডাউনলোড। হযরত সাইয়্যেদুনা আবু হুরায়রাহ রাদ্বীয়াল্লাহ আনহু বর্নিত হুযুর নবীয়ে করমী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনযে, যার দ্বারা অনেক গুনাহ হয়ে গেছে তার উচিৎ সে যেন বেশী বেশী করে ইস্তাগফার করে এবং যে ব্যক্তির রিযিক কমে গেছে তার উচিত বেশি বেশী করে ইস্তাগফার করে এবং যে ব্যক্তির রিযিন কমে গেছে তার উচিৎ যে যেন বেশী বেশী করে
“লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাবিল্লাহ”
পাঠ করতে থাকে (হাফীযুল হাদীস ইমাম আবুল কাসিম সুলাইমান ত্বাবরাণী রাদ্বিয়াল্লাহু আনহু, ইন্তেকাল-৩৬০ হিজরী, আলমুয়াজিমুর আওসাতের মধ্যে বর্ণনা করেছেন)
হযরত সাইয়্যেদাতুনা আয়েশা সিদ্দিকা রাদ্বীয়াল্লাহু আনহা হতে বর্নিত যে, হুযুর নবীয়ে করমী সাল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন আল্লাহ তায়ালা হযরত আদম আলাইহিস সালাম কে পৃথিবীর বুকে পাঠালেন তখন তিনি (আলাইহিস সালাম) দাড়িয়ে গেলেন এবং দুই রাকায়াত নামায পাঠ করলেন।
আরও দেখুনঃ হাদীস পড়ো জীবন গড়ো pdf বই ডাউনলোড
তখন আল্লাহ তায়ালা তার (আলাইহিস সালাম) উপরে এই দুয়া ইলাহম করবেন,“উচ্চারণঃ” আল্লাহুম্মা ইন্নাকা তায়ালামু সিররি ওয়া আলা নিয়াতী ফাক্ববিল মায়াযিরাতি ওয়া তায়ালামু মা ফী নাফসী ফাগফিরলী যুনুবী আল্লাহুম্মা আস্যলুকা ঈমা নান য়ুবাশিরু ক্বালবী ওয়া ইয়াক্বীনান সা দিকান হাত্তা আ-লামু আন্নাহু লা য়ুসিবুনি ইল্লা মা কাতাবতা লী ওয়া রাদ্বদ্বিনী বিমা ক্বাদ্বাইতা লী।
হে আল্লাহ! আপনি আমার গোপনীয় এবং প্রকাশের সমস্ত কাজ থেকে অবহিত আছেন্ অতএব যা কিছু আমার (আলাইহিস সালাম) দিলের মধ্যে আছে,সেটাও আপনি জানেন। আমার আলাইহিস সালাম মায়াযিরাত (বাহানা কে কবুল করুন এবং আমার গুনাহকে মাফ করে দিন।
ইয়া আল্লাহ আপনার কাছে ইমান এবং সত্যের জন্য আরয করছি, যা আমার দিলকে পরিপর্ণ করে দিবে এই পর্যন্ত যে আমার দৃঢ় হয়ে যাবে এই ব্যাপারে যে, আমি শুধু ওটাকে পোয়াবো যেটা আপনি আমার জন্য নির্ধারিত করেছেন এবং যা আমার জন্য নির্দিষ্ট করেছেন আমাকে তার উপরে রাযী থাকার তৌফিক দান করুন।
আরও দেখুনঃ সৃষ্টিতত্ত্ব ও বিজ্ঞান pdf বই ডাউনলোড
নিচে হাদীসের আলোকে রুজি বৃদ্ধি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ রেজবী অ্যাকাডেমী বইয়ের ধরণঃ রুজির বিষয়ক হাদীস বইয়ের সাইজঃ 4.71 MB প্রকাশ সালঃ ১৫০৫ ইং বইয়ের লেখকঃ আল্লামা জালালুদ্দীন আব্দুর রহমান অনুবাদঃ মুফতী মুহাম্মাদ সোফাউদ্দিন স্বাকাফীডাউনলোড সার্ভার-১ঃ Download Now