হাদীসে কুদসী pdf বই ডাউনলোড। সহিহ হাদিসে কুদসি গ্রন্থটি আমার নিকট বিশুদ্ধ প্রমাণিত হাদিসে কুদসির বিশেষ সংকলন। িএখানে আমি সনদ ও ব্যাখ্যা ছাড়া হাদিসে কুদসিগুলো উপস্থাপন করেছি। হাদিসগুলো সূত্রসহ উল্লেখ করে হুকুম ও শব্দের জরুরী অর্থ বরণনা করে ক্ষান্ত হয়েছি। আল্লাহ আমার েএ আমল কবুল করুন। এবং এর দ্বারা সকল মুসলিমকে উপকৃত করুন।
রাসূল সাঃ এর যেসব হাদীস আল্লাহর সাথে সম্পর্কিত বা সম্পৃক্ত করে বর্ণনা করেছেন আলেমগণ সেগুলোকে হাদিসে কুদসি নামে অভিহিত করেছেন। আল্লাহর নাম ‘কুদ্দুস’ (অর্থ পবিত্র ও পূন্যবান) এর সাথে সম্পর্কযুক্ত করে এসব হাদিসকে ‘কুদসী’ বলা হয়।
আরও ইসলামিক বই দেখুনঃ
- হাদীস শাস্ত্রের ইতিহাস pdf বই ডাউনলোড
- শব্দার্থে কুরআনুল মাজীদ ২য় খন্ড pdf বই ডাউনলোড
- শব্দার্থে কুরআনুল মাজীদ ৫ম খন্ড pdf বই ডাউনলোড
- শব্দার্থে কুরআনুল মাজীদ ৬ষ্ঠ খন্ড pdf বই ডাউনলোড
- শব্দার্থে কুরআনুল মাজীদ ৮ম খন্ড pdf বই ডাউনলোড
হাদিসে কুদসী ও কুরআনুল কারীমের মধ্যে পার্থক্যঃ
১. রাসূল সাঃ এর নিকট জিবরিল আঃ কুরআনুল কারিম নিয়ে অবতরণ করেছেন, কিন্তু হাদিসে কুদসি তিনি লাভ করেছেন কখনো জীবরিল, কখনো এলহাম, কখনো অন্য মাধ্যমে।
২. সম্পূর্ণ কুরআন মুতাওয়াতির সনদে বর্ণিত, কিন্তু হাদিসে কুদসি অনুরূপ নয়।
৩. কুরআনুল কারিমে ভুল অনুপ্রবেশ করতে পারে না, কিন্তু হাদিসে কুদসিতে কখনো কোন বর্ণনাকারী ধারণার বশবর্তী হয়ে বর্ণনা করার সময় ভুল করতে পারে।
৪. সালাতে কুরআনুল কারিম তিলাওয়াত করতে হয়, কিন্তু হাদিস কুদসি তেলাওয়াত করা বৈধ নয়।
৫. কুরআনুল কারিম সূরা, আয়াত, পারা ও অংশ ইত্যাদিতে বিভক্ত, কিন্তু হাদিসে কুদসী অনুরূপ নয়।
৬. কুরআনুল কারিম তিলওয়াত করলে সাওয়াব আছে, কিন্তু হাদিসে কুদসিতে অনুরূপ ফজিলত নেই।
৭. কুরআনুল কারিম কিয়ামত পর্যন্ত সর্বকালের জন্য মুজিযা।
৮. কুরআনুল কারিম অস্বীকারকারী কাফের, কিন্তু হাদিসে কুদসি অস্বীকারকারী অনুরূপ নয়। (কারণ তার মনে হতে পারে যে, এটি দুর্বল হাদিস)
এ হচ্ছে কুরআন ও হাদিসে কুদসির মধ্যে মৌলিক ও গুরুত্বপূর্ণ কতক পার্থক্য। এছাড়া উভয়ের আরো কিছু পার্থক্য রয়েছে।
নিচে হাদীসে কুদসী বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | আল কাউছার প্রকাশনী |
বইয়ের ধরণঃ | হাদীস গ্রন্থ |
বইয়ের সাইজঃ | 15.00 MB |
প্রকাশ সাল | ২০১2 সাল |
বইয়ের লেখকঃ | আবু আব্দুল্লাহ মোস্তফা আল আদাভী |
বইয়ের অনুবাদকঃ | সানাউল্লাহ নজির আহমেদ |