হানাফি ফিকহ ও হাদীস pdf বই ডাউনলোড। কিয়াসের ব্যাপারে বর্ণিত আছে কিছু প্রশংসামূলক হাদিস । পাশাপাশি রয়েছে কিছু নিন্দা সূচক হাদিস। তো নিন্দিত কিয়াস সেটাই যার উৎপত্তি হয় মানবিক চাহিদা ও প্রবৃত্তি থেকে । আর নন্দিত কিয়াস হলো, কুরআন ও সুন্নাহয় উল্লিখিত কোনো মাসআলার সাথে তুলনা করে সাহাবায়ে কেরাম, তাবেঈন ও তাবে তাবেঈনের পথ ধরে নব্যসৃষ্ট মাসআলার সমাধান বের করা ৷
কিয়াসের প্রশংসা ও নিন্দা সূচক অধিকাংশ হাদিসগুলো তার প্রয়োগ স্থলসহ উল্লেখ করেছেন খতিবে বাগদাদি রহ. তাঁর রচিত ‘ফকিহ ওয়াল মুতাফাক্কিহ’ কিতাবে । হাফেজ ইবনে আব্দুল বার রহ. ও সম্পাদন করেছেন এই একই কর্ম ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ভুবনজয়ী নারী pdf বই ডাউনলোড
- ফররুখ আহমদ জীবনও সাহিত্য pdf বই ডাউনলোড
- আরবি সাহিত্যে ইসলামি ভাবধারা pdf বই ডাউনলোড
- আধুনিক আরবি ব্যাকরণ pdf বই ডাউনলোড
- অগ্নিবীণা ইসলামিক ভার্সন pdf বই ডাউনলোড
তো এই প্রসঙ্গে স্বতঃসিদ্ধ কথা হলো, ফকিহ সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং তাবে তাবেঈন সকলেই মত দিয়েছেন নন্দিত কিয়াসের পক্ষে । অর্থাৎ কুরআন, সুন্নাহর ভাষ্য থেকে গবেষণা করে বের করা যাবে নবসৃষ্ট সমস্যার সমাধান । এটা এমন এক ইজমাঈ বা ঐকমত্যপূর্ণ বিষয় যা অস্বীকারের কোনো সুযোগ নেই ।
ইমাম আবু বকর রাযি (৩০৫-৩৭০ হি.) তার প্রণীত ‘ফুসূল’ কিতাবে কিয়াস সম্বন্ধে ফকিহ সাহাবা ও তাবেঈদের মতামত উল্লেখ করার পর বলেন, একপর্যায়ে আবির্ভাব হয় ফিকহ ও তার মূলনীতি সম্পর্কে অজ্ঞ কিছু লোকের; যাদের কোনো জানাশোনা নেই পূর্বসূরিদের পথ ও পন্থা সম্পর্কে ।
সেইসঙ্গে নিজেদের মূর্খতা এবং নিকৃষ্ট প্রভৃতি পূজা থেকেও বিরত থাকে না তারা ৷ ফলে তারা বিরোধিতা করে সাহাবায়ে কেরাম এবং তাদের পরবর্তী তাবেঈদের ।নতুন সৃষ্ট বিষয়ে কিয়াস ও ইজতিহাদ করাকে সর্বপ্রথম অস্বীকার করে ইবরাহিম নাযযাম । (সে ছিল ছুপা নাস্তিক । আহলে সুন্নাত ওয়াল জামাআত সহ অন্যান্য ভ্রান্ত দলের লোকেরাও কাফের সাব্যস্ত করেছিল তাকে ।
২১১ হিজরির আশপাশে ইন্তেকাল হয় তার।) কিয়াসের স্বপক্ষে বলায় সাহাবায়ে কেরামেরও সমালোচনা করেছিল সে । তাঁদের প্রতি বেয়াদবিমূলক কথাবার্তা উচ্চারণ করেছিল এই কুলাঙ্গার । আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের প্রতি যেই প্রশংসা ও সন্তুষ্টি বর্ণনা করেছেন তার উচ্চারণ ছিল তার সম্পূর্ণ বিপরীত । এসব করেছিল সে একেবারে বেপরোয়া এবং অপরিণামদর্শী হয়ে ।
পরবর্তীতে ইবরাহিম নাযযামের মতামত অনুসরণ করে বাগদাদের একদল দার্শনিক। তবে সেই নাস্তিকের মতো তারা কটাক্ষ করেনি পূর্বসূরিদেরকে এবং দোষী সাব্যস্ত করেনি তাঁদেরকে । কিন্তু বিরোধীপক্ষকে আটকাতে এবং প্রকৃত প্রয়োজনকে অস্বীকার করতে গিয়ে হীন এক কৌশলের আশ্রয় নিয়েছে তারা। যেন ইজতিহাদ ও কিয়াস প্রসঙ্গে পূর্বসূরিদেরকে কোনো কটাক্ষ না করা লাগে।
নিচে হানাফি ফিকহ ও হাদীস pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | ইলহাম প্রকাশন |
বইয়ের ধরণঃ | হাদীস বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 13.55 MB |
প্রকাশ সাল | ২০২৩ সাল |
বইয়ের লেখকঃ | আল্লামা যাহিদ কাউসারি রহ. |
বইয়ের অনুবাদকঃ | মুফতি শরিফুল ইসলাম নাঈম |