হাবিলের কাক pdf বই ডাউনলোড। মানব ইতিহাসে সর্বপ্রথম জঘন্য পাপ হলো কাবিল কর্তৃক হাবিলকে হত্যা। হাবিলের লাশকে কেমন করে গুম করবে সেই চিন্তায় কাবিল যখন অস্থির, তখন আল্লাহ তা’আলা একটি কাক পাঠালেন তাকে নসিহত করতে। কাকটি একটি মৃত কাককে গর্ত খুড়ে মাটি-পাথর চাপা দিচ্ছিলো। এই দৃশ্য দেখে কাবিল অনুতপ্ত হয়ে বললো, হায়। একটি কাকের বুদ্ধিও আমার নেই। আজকের দুনিয়ায় যারা ইসলামকে কটাক্ষ করে, হেয় করে তাদের ওই কাকের বুদ্ধিটুকুও নেই।
‘বল, হে কাফিররা। আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো এবং তোমারাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। তোমাদের দ্বীন তোমাদের, আমার দ্বীন আমার।’ এ হচ্ছে সূরা কাফিরুনের পরিস্কার তরজমা। উম্মুল মু’মিনীন আয়েশা রা. থেকে বর্ণিত, মুহাম্মদ রসলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ফজরের সুন্নত নামাজে পাঠ করার জন্য দু’টি সূরা উত্তম : ১. সূরা কাফিরুন ২. সূরা ইখলাস ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
প্রতিদিন প্রত্যুষে নিদ্রা থেকে জেগে উঠে দিনের শুরুতে অদ্বিতীয় আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে একজন মুসলমান সর্বপ্রথম যে কথাগুলো উচ্চরণ করবেন, তা এই হাদীসখানা থেকে জানা গেছে এবং নবীজি তাকে উত্তম বলেছেন। কোনো রাখঢাক নয়, কোনো দ্বিধাদ্বন্দ্ব নয়, কোনো ঘোরপ্যাচ নয়, অত্যন্ত স্পষ্ট করে একজন মুসলমানের নিজের অবস্থান জেনে নিতে ও জানিয়ে দিতে এই সূরাটি নাজিল হয়েছে।
নিজের ধর্ম ও অপরের ধর্মের সীমারেখা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে মুসলমানকে। অবিশ্বাসকারীকে দ্ব্যর্থহীন কণ্ঠে অবিশ্বাসকারী বলে সম্বোধন করতেও বলা হয়েছে। অবিশ্বাসকারীর উপাস্যকে অস্বীকার করতে বলা হয়েছে এবং অবিশ্বাসকারী আল্লাহর উপাসনা করে না একথাও জানিয়ে দিতে বলা হয়েছে মুসলমানকে ।
অবিশ্বাসীর কর্ম ও মুসলমানের কর্ম এক নয়। তাদের কর্মফল এবং মুসলমানের কর্মফল এক নয়। এই ঘোষণা আল্লাহর প্রতি বিশ্বাসী প্রতিটি মুসলমানের ।
ইদানিং আমাদের জ্ঞান-বুদ্ধির তথাকথিত মহাজনরা কথায় কথায় কুরআন থেকে উদ্ধৃতি দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের প্রয়াস পাচ্ছেন। বিশেষ করে ধর্মনিরপেক্ষতার সাফাই গাইতে তারা যখন সূরা কাফিরুনের উদ্ধৃতি দেন, তখন তাদের নির্বুদ্ধিতা দেখে অবাক হতে হয়। যে অমুসলিমের মনকে জয় করার জন্য তারা লাকুম বাণী শুনিয়ে থাকেন, তারা সূরা কাফিরুন হয়তো পুরোটা পড়েননি। কিংবা পড়লেও পুরো অর্থ জানেন না। যদি জানতেন, তাহলে সম্ভবত সূরাটি তরজমা করে তারা আর কাউকে নসিহত করতে চাইতেন না। আরও পড়তে চাইলে বইটি ডাউনলোড করে নিতে পারেন।
নিচে হাবিলের কাক pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | হাফেজী পাবলিকেশন্স |
বইয়ের ধরণঃ | হাবিলের কাক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 18.20 MB |
প্রকাশ সাল | ২০১১ সাল |
বইয়ের লেখকঃ | কামরুজ্জামান লসকর রহ. |
বইয়ের অনুবাদকঃ |