হায়াতুন নবী ও ওলী pdf বই ডাউনলোড। ভাল লাগলো কিন্তু একটা কথা বুঝতে পারলাম না, বুঝিয়ে দিন। একটা জিনিস থেকে আর একটা জিনিস তৈরী করলে তার অংশ চলে যাবে এবং যা ছিল তা আর থাকবে না, কম হয়ে যাবে। যেমন এক কেজি চিনি থেকে আড়াইশো চিনি নিয়ে শরবৎ করা হয় তবে আর এক কেজি থাকবে না, সাড়ে সাতশো হয়ে যাবে এবং ঐ চিনির আড়াইশো অংশ শরবতে চলে যাবে।
অতএব আল্লাহ যদি নিজের নূর থেকে নবীর নূর তৈরী করে থাকেন, তাহলে আল্লার নূর কম হয়ে গেছে এবং আল্লার নূরের অংশ নবীর মধ্যে চলে গেছে, এটা কি করে হতে পারে ? তখন আমি বললাম একটি প্রদীপ নিয়ে আসুন, সেই প্রদীপ থেকে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ প্রদীপ জ্বালিয়ে নিন, দেখবেন প্রদীপের আলো কমও হবে না এবং অংশও যাবে না।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
আল্লাহপাক কোরাণপাকের মধ্যে ১৮ পারা সুরা নূরের মধ্যে ঘোষণা করেছেন – “মাসালো নূরেহী কা মিস্ কাতিন, ফিহা মিসবাহুন, আল মিসবাহো ফি জোযা যাতিন।” অর্থ – আমার নূরের মেসাল উপমা – একটি তাক, তাহার মধ্যে একটি প্রদীপ, প্রদীপটি কাঁচ ঘেরার মধ্যে। ইহার দ্বারা আল্লাহপাক প্রদীপের সঙ্গে নিজের নূরের মেসাল দিয়ে আমাদিগকে বুঝাতে চেয়েছেন। একটি প্রদীপ থেকে অন্য প্রদীপ জ্বালালে যেমন তার অংশ যায় না এবং কমও হয় না, সেইরূপ আল্লার নূর থেকে নবীর নূর তৈরী করেছেন, তাতে আল্লার নূরের অংশও যায় না এবং কমও হয় না।
হজরত জিব্রাইল আলায়হিস্সালামকে আল্লার নবী একদিন জিজ্ঞাসা করেছিলেন : জিব্রাইল! তোমার বয়স কত বলতে পার ? জিব্রাইল বলেছিলেন: আমার বয়স কত বলতে পারব না, তবে একটি ঘটনা বলছি তার দ্বারা অনুমান করুন আমার বয়স কত হতে পারে। আমি আল্লার আরশে আজিমের নীচে একটি উজ্জ্বল নক্ষত্র চকাতে দেখেছি। প্রতিদিন দেখতে পেতাম না, ৭০ হাজার বৎসর পরে একবার করে ৭২ হাজার বার চকাতে দেখেছি। তখন আল্লার নবী বলেছিলেন : “ওইজ্জাতো রাব্বী, আনা যালেকাল্ কাওয়াকেব।” অর্থ – আমি আল্লার ইজ্জতের কসম করে বলছি, সেই নক্ষত্র আমিই ছিলাম, সেটা আমারি নূর ছিল। বলুন সুবহান আল্লাহ ।
আমাদের নবী কত বছর বয়সে নবুয়াত পেয়েছেন?
অনেকে বলেন আমাদের নবী ৪০ বৎসর বয়সে নবী হয়েছিলেন, ইহা সম্পূর্ণ ভুল কথা। হজরত ঈশা আলায়হিস্সালাম ৪ দিনের ছেলে বলেছিলেন আমি নবী হয়ে জন্ম হয়েছি, কোরাণে প্রমাণ আছে (সুরা মারিয়েম)। আমাদের প্রিয় নবী বলেছেন “কুনতো নাবিয়ান ওয়া আদামো বাইনাল মায়ে অত্তীন।” অর্থ— আমি তখন থেকে নবী হয়েছি যখন আদম আলায়হিস্সালামের শরীর পানি ও মাটির মধ্যে মিশেছিল, শরীরের গঠন তৈরী হয় নাই। আমাদের নবী ৪০ বৎসর বয়সে নবুয়াত প্রচার করেছেন।
আল্লাহপাক যেদিন নিজের নূর থেকে নবীর নূর সৃষ্টি করেছেন, সেইদিনই নাম রেখেছেন “মুহাম্মাদ”। আল্লাহ নিজের নামের সঙ্গে মিল রেখেই নাম রেখেছেন, কেমন মিল রেখেছেন একটু খেয়াল করুন। আল্লাহ নামে চারটি অক্ষর – আলিফ, লাম, লাম, হে ; আল্লাহ। মুহাম্মাদ নামে চারটি অক্ষর – মিম, হে, মিম, দাল ; মুহাম্মাদ। আল্লাহ নামে চারটি অক্ষর – বেনুক্তা, নুক্তা নাই। মুহাম্মাদ নামে চারটি অক্ষর বেনুক্তা, নুক্তা নাই। আরও পড়তে চাইলে বইটি ডাউনলোড করে নিতে পারেন।
নিচে হায়াতুন নবী ও ওলী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | হাদিস বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 12.5 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | মুহাম্মদ তওহীদুর রহমান কাদেরি |
বইয়ের অনুবাদকঃ |