হায়াতে শায়খুল হাদীস মাওলানা যাকারিয়া রহ pdf বই ডাউনলোড। শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র.) উপমহাদেশের একজন প্রখ্যাত আলিম, মুহাদ্দিছ এবং বুযুর্গ ছিলেন। এই মহান মনীষীর গোটা জীবনই ছিলো ইসলামের খিদমতের জন্য উৎসর্গকৃত। তিনি পবিত্র কুরআন হাদীছ শিক্ষা গ্রহণ ও শিক্ষা দানের পাশাপাশি ইসলামের বিভিন্ন দিকের উপর অগণিত পুস্তক রচনা করেছেন।
তিনি যেমন পবিত্র কুরআন হাদীছ শিখেছেন, শিখিয়েছেন, তদনুযায়ী আমলও করেছেন এবং তা লিখেও গেছেন। এর মধ্যে বিভিন্ন আমলের ফাযায়েল এবং হাদীছশাস্ত্রের উপর তাঁর লিখিত বইগুলোর কথা উল্লেখ করা যেতে পারে। এ ছাড়া ইসলাম প্রচারের জন্য তিনি ভারতবর্ষের বাইরেও ইংল্যান্ড, আফ্রিকাসহ বহুদেশ সফর করেছেন। জীবনের শেষ সময়টা কাটিয়েছেন পবিত্র মক্কা-মদীনায় ইসলামের খিদমত করে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
শায়খুল হাদীছ হযরত মাওলানা যাকারিয়া (র) ছিলেন শতাব্দীর মহীরুহ। তাঁর গোড়ায় রয়েছেন হযরত মাওলানা খলীল আহমদ সাহারানপুরী (র)-এর মত বিগত শতকের মহান আলিমে রব্বানী এবং শাখা-প্রশাখায় পৃথিবীর প্রায় সব ক’টি মহাদেশে ছড়িয়ে থাকা তাঁর অসংখ্য শিষ্য শাগরেদ ও তাঁরই হাতে আধ্যাত্মিক প্রশিক্ষণপ্রাপ্ত তাঁর খলীফাগণ। কুরআনের ভাষায় : أصلها ثَابِتٌ وَقَرَعُهَا فِي السَّمَاءِ
‘তার শিকড় সুদৃঢ়ভাবে প্রোথিত আর শাখা-প্রশাখা আকাশ ছোঁয়া-দিগন্তে বিস্তৃত।’ উপমহাদেশের আলিম সমাজে তিনি তাঁর আসল নামের চাইতেও “শায়খুল হাদীছ” নামেই সমধিক পরিচিত। প্রসিদ্ধ তাবলীগী জামাআতের তিনি ছিলেন রূপকার, তাত্ত্বিক ও পরিচালক মুরুব্বী। তাঁর কলমনি:সৃত রচনাবলীই তাবলীগী জামাআতের আত্মিক খোরাক ও চালিকাশক্তিরূপে গোড়া থেকেই কাজ করে এসেছে।
জামাআতের প্রতিষ্ঠাতা হযরত মওলানা ইলিয়াস (র) ছিলেন একাধারে তাঁর আপন চাচা, উস্তাদ ও শশুর। জামাআতকে আন্তর্জাতিক পর্যায়ে উত্তরণকারী হযরত মাওলানা ইউসুফ (র) একাধারে তাঁর চাচাতো ভাই, শাগরিদ ও জামাআত ছিলেন। বর্তমান আমীর হযরত মাওলানা এআমূল হাসানও তাঁরই একজন খলীফা ও জামাআতা।
এঁরা প্রত্যেকেই শায়খুল হাদীছের পরামর্শে পরিচালিত হতেন এবং জামাতের এ তিন পুরুষের কাছেই তিনি ছিলেন এক মহান তাত্ত্বিক ও মুরুব্বী। বাংলাদেশের তাবলীগ জমাতের আমীর হযরত মওলানা আবদুল আযীয খুলনবী (মাদ্দা যিল্লুহুল আলী) সহ পৃথিবীর প্রায় সবক’টি মহাদেশে তাবলীগী জামাআতের নেতৃত্বে বরিত ব্যক্তিগণের প্রায় সকলেই তাঁর খিলাফত বা আধ্যাত্মিক সনদপ্রাপ্ত পৃথিবীর প্রায় সর্বত্রই তাঁর রচিত পুস্তকাবলী জামাআতের কর্মিগণ কর্তৃক মসজিদে মসজিদে পঠিত ও ব্যাপকভাবে শ্রুত হয়ে থাকে।
নিচে হায়াতে শায়খুল হাদীস মাওলানা যাকারিয়া রহ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ |
বইয়ের ধরণঃ | জিবনী বিষয়ক |
বইয়ের সাইজঃ | 14 MB |
প্রকাশ সাল | ২০০০ সাল |
বইয়ের লেখকঃ | আবুল হাসান আলী নদভী রহ |
বইয়ের অনুবাদকঃ | আঃ বিন সাঈদ জালালাবাদী আল-আযহারী |