হারানো দিনের সোনালী কাহিনী pdf বই ডাউনলোড। সুন্দর এক যুবক। মাথায় কোঁকড়ানো একরাশ চুল। প্রশস্ত ললাট । দীপ্তিময় চেহারা। সমস্ত মুখে ছড়িয়ে আছে অপূর্ব এক প্রতিভা। যেন শিশির স্নিগ্ধ একটা ফুল ।
যুবকের নাম ইউসুফ ইবনে হুসাইন। কালের পরিক্রমায় তিনি হয়েছিলেন একজন শীর্ষস্থানীয় কামেল বুযুর্গ। ইবাদত, মুজাহাদা ও মারেফাতের সাধনায় তিনি ছিলেন শ্রেষ্ঠ সাধকদের অন্যতম। বহু অলী আল্লাহর তুলনায় তিনি লাভ করেছিলেন দীর্ঘ জীবন।
ফলে অন্যদের চেয়ে অপেক্ষাকৃত বেশী ইবাদত করার সুযোগ তিনি পেয়েছিলেন। জন্মস্থান ‘রা’ প্রদেশে হওয়ায় সকলেই তাকে ইউসুফ ইবনে রায়ী (র.) বলে ডাকতো। [হৃদয় গলে সিরিজের ১১তম খন্ডটি এই মহান বুযুর্গের শিক্ষণীয় একটি ঘটনা দিয়েই শুরু করছি। এই ঘটনা পাঠ করে সকল শ্রেণীর মুসলমান বিশেষ করে যুবক ভাইগণ যদি আল্লাহর ভয়ে সন্ত্রস্ত হয়ে সংযমী হওয়ার অভ্যাস গড়ে তুলতে প্রয়াসী হন, তবে উহাকে আপন নাজাতের একটি বড় অসিলা বলে মনে করবো।
আরও ইসলামিক বই দেখুনঃ
ঘটনাটি নিম্নরূপঃ-
ইউসুফ রায়ী (র.) তখন বয়সে তরুণ। একদিন তিনি কোন এক কাফেলার সহযাত্রী হয়ে সফর শুরু করলেন। কাফেলার সাথে দীর্ঘদিন চলার পর এক সময় তিনি আরবের এক গোত্রের বাসভূমিতে এসে উপস্থিত হলেন। সেখানকার পরিবেশ অত্যন্ত মনঃপুত হওয়ায় সঙ্গীদের সাথে সেখানেই তিনি বসবাস করতে লাগলেন ।
এদিকে আরব গোত্রপতির ছিল এক সুন্দরী কন্যা। তার মনোমুগ্ধকর রূপলাবণ্য বাস্তবিকই ছিলো অতুলনীয়। এ রূপের যেন শেষ ছিল না । এমনি মনোহারিণী রূপ কেউ দেখেনি কোন দিন। সত্যি এমন নিখুঁত সুন্দরী মেয়ে পৃথিবীতে বিরল । আরব কন্যা অত্যধিক সুন্দরী হওয়ার কারণে তার রূপের খ্যাতি অল্প দিনের মধ্যেই ছড়িয়ে পড়েছিল দিক দিগন্তে। সকলেই ভূয়সী প্রশংসা করতো তার কমনীয় মোহনীয় রূপ লাবণ্যের। ফলে আরব ভূখন্ডে এমন সম্ভ্রান্ত ধনীর দুলাল খুব কমই ছিল যারা তাকে একান্ত করে কাছে পেতে অতি উৎসাহী ছিল না ।
ঘটনাক্রমে একদিন আরবের এ অনিন্দ্য সুন্দরী নারী প্রবাসী যুবক ইউসুফ রায়ী (র.) কে দেখে ফেলে। ফলে প্রথম দৃষ্টিতেই তার হৃদয়ে বেজে উঠে নতুন প্রেমের মধুর সুর । যুবকের রূপ সৌন্দর্য আরবকন্যাকে পাগল করে তোলে। সে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে প্রবলভাবে। শয়নে স্বপনে সে কেবল তারই ধ্যান করে। সময় গড়ানোর সাথে সাথে হৃদয়ে অংকুরিত প্রেম ভালবাসার চারা গাছটিও বাড়তে থাকে পাল্লা দিয়ে।
সে কিছুতেই নিজেকে ধরে রাখতে পারে না। অবশেষে একদিন গভীর রাতে সুযোগ পেয়ে সে নিজেই উপস্থিত হয় ইউসুফ ইবনে হুসাইন রায়ী (রা.) এর নিকট। অতঃপর ধীরে ধীরে ব্যক্ত করে হৃদয়ে পুঞ্জীভূত সমস্ত প্রেম-ভালবাসা আর মহব্বতের কথা। নিজেকে সঁপে দিতে প্রস্তুত হয় তাঁরই চরণ তলে ।
নিচে হারানো দিনের সোনালী কাহিনী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | ইসলামিয়া কুতুবখানা |
বইয়ের ধরণঃ | ইসলামিক ইতিহাস বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 4.42 MB |
প্রকাশ সাল | ২০০৫ সাল |
বইয়ের লেখকঃ | মাওলানা মুফিজুল ইসলাম |
বইয়ের অনুবাদকঃ |