হারামাইনের আর্তনাদ pdf বই ডাউনলোড। ইসলামের ইতিহাসে এমন একটা সংগটিত রয়েছে, মুসলমানদের জন্য চরম দুশ্চিন্তা উদ্রেককারী এবং হৃদয়ের রক্তক্ষরণকারী। নিম্ন বর্তমান শতাব্দীতে এমন এক ঘটনার অবতারণা হয়েছে, সাল্লাল্লা আলাইহি ওয়া সাল্লামের ওফাত শোকের পর যা সবচে বেশি বেদনার, সর্বাধিক দুশ্চিন্তার। বাগদাদ ধ্বংসের ঘটনাও যার সামনে তুচ্ছ। উসমানী খেলাফতের পতনও যার সামনে অত্যন্ত নগণ্য। তা হলো জাজিরাতুল আরব – – আরব উপদ্বীপের পবিত্র জমিনে যুদ্ধ সরঞ্জাম ও সৈন্যসামন্ত নিয়ে অপবিত্র ইহুদি- খ্রিষ্টানদের অনুপ্রবেশ।
এই জঘন্য ঘটনার সূচনাটা হয়েছে এই শতাব্দীর মাঝামাঝি সময়ে: আরব উপদ্বীপের দক্ষিণাংশে ইহুদিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে। প্রথম কিবলার পতন থেকে সূচনা হয়ে বর্তমানে সশস্ত্র কাফের সৈন্যদের স্থায়ী সেনা ছাউনি পৌঁছে গেছে পবিত্র হারামাইন তথা মক্কা-মদিনার অভ্যন্তরে। মুসলিম বিশ্ব যদি এমনভাবে নির্জীব হয়ে জিহাদ-কিতালের কার্যকর ও পবিত্র ব্যবস্থাপনার সাথে এমনই সম্পর্কহীন থাকে, তাহলে অদূর ভবিষ্যতে না জানি কী দুর্দিন দিন দেখতে হয়।
আরও ইসলামিক বই দেখুনঃ
- এক নযরে ছিয়াম ও রামাযান pdf বই ডাউনলোড
- হুজুর হয়ে হাসো কেন pdf বই ডাউনলোড
- সহজ পান্দ নামা pdf বই ডাউনলোড
- রমজান কিভাবে কাটাবেন pdf বই ডাউনলোড
- ফুটিয়ে তুলুন সুবাসিত ফুল pdf বই ডাউনলোড
এ সম্পর্কে উপসাগরীয় শাসকদের উদাসীনতা আর নীরবতার রহস্য তো সহজেই বোধগম্য হওয়ার মতো। কারণ, তাদেরকে দুনিয়ার ভোগ-বিলাষের পেছনে তাড়িত করা এবং জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে দূরে রাখার জন্য অনেক আগ থেকেই চলছে দীর্ঘমেয়াদী কর্ম-পরিকল্পনা ও গভীর ষড়যন্ত্র । অন্যথায় উক্ত ভূমিতে বসবাসকারী চার মিলিয়নেরও অধিক মুসলমান এতটা নীরব কীভাবে থাকে—এ বিষয়টি ভাবলে যে-কেউ বিস্মিত ও উদ্বিগ্ন হতে বাধ্য।
বার বার সতর্ক করার পরও পুরো একটি জাতির কাছ থেকে এমন জঘন্য উপেক্ষা কেমন করে প্রকাশ পায়। বিষয়টি নিতান্তই আক্ষেপের ও আফসোসের, চরম দুঃখের ও হতাশার ।
মনে হচ্ছে, তারা যেন কোনো অলৌকিক ঘটনা ঘটার আঁচ করতে পেরেছে। কিংবা অজানা কোনো মহাশক্তির নিশ্চিত অপেক্ষায় রয়েছে – যা তাদেরকে সমূহ এ মহাবিপদ থেকে রক্ষা করবে। তাইতো তারা প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ থেকে উদাসীন আর নিশ্চিন্ত হয়ে নিজেদের নিয়ে ভীষণ ব্যস্ত। আরাম-আয়েশের উপকরণ সংগ্রহে এতটা ব্যাকুল।
নিঃশেষ হয়ে যাওয়া আয়েশী জীবন সাজাবার এত বেশি উন্মাদ- প্রতিযোগিতা ৷ অথচ তারা ভাবে না, মুসলমানেরা দীন-শরিয়তের কাজকে নিজেদের প্রয়োজনের ওপর প্রাধান্য না দিলে কখনোই দুনিয়ায় সফলতা লাভ করতে পারে না। তারা বুঝে না, তাদের আশপাশে যত নিরাপত্তা, আরাম-আয়েশ আর দুনিয়ার রূপ-লাবণ্য তারা দেখছে, তা কোনোভাবেই স্থায়ী শান্তি ও নিরাপত্তার গ্যারান্টি হতে পারে না। আসল স্থায়িত্ব তো হলো মহান রবের রাহে ও সাত আসমানের ওপর থেকে অবতীর্ণ পবিত্র দীনের হেফাজত ও পাহারাদারির পথে এসব কিছু উৎসর্গ করার মধ্যে।
নিচে হারামাইনের আর্তনাদ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | আর-রিহাব পাবলিকেশন্স |
বইয়ের ধরণঃ | ইসলামিক ইতিহাস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 10.1 MB |
প্রকাশ সাল | ২০১৯ সাল |
বইয়ের লেখকঃ | মুফতি আবু লুবাবা শাহ মানসুর |
বইয়ের অনুবাদকঃ | এনামুল হক মাসউদ |