হারাম রুজি ও রোযগার
হারাম রুজি ও রোযগার pdf বই ডাউনলোড। মহান সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করে পৃথিবীর বুকে তাদের বেচে থাকার জন্য খাদ্যের সুব্যবস্থা করে রেখেছেন অ অবশ্য পৃথিবীর এই খাদ্য সম্ভারে নানা জিনিস সৃষ্টির পর তিনি আদেশ করেছেন কেবল পবিত্র ও হালাল বস্তু আহার করতে । নিষেধ করেছেন অপবিত্র ও হারাম বস্তু ভক্ষণ করতে ।
আর এই আদেশ ও নিষেধ যে অমান্য করবে তার জন্য প্রস্তুত রেখেছেন শাস্তি । প্রথমতঃ তিনি দুনিয়াতে তার দোয়া কবুল করবেন না এবং দ্বিতীয়তঃ আখেরাতে তাকে দোযখে দগ্ধ করবেন । প্রিয় নবী (সাঃ) বলেন “অবশ্যই আল্লাহ পবিত্র এবং তিনি পবিত্র কবুল করে থাকেন ।
আরও দেখুনঃ রাহে বেলায়েত pdf বই ডাউনলোড
আল্লাহ মুমিনদেরকে সেই আদেশ করেছেন আম্বিয়াগণকে । সুতরাং তিনি আম্বিয়াগণের উদ্দেশ্যে বলেছেন , হে রসুলগণ ! তোমরা পবিত্র বস্তুসমূহ থেকে আহার কর এবং সৎকাজ কর । তোমরা যা কর সে সম্বন্ধে আমি সবিশেষ অবহিত । (সূরা মু’মিনূন আয়াত ৫১ ) ।
আল্লাহ তাআলা আমাদের হালাল ১০ টাকায় অনেক বরকত দিয়েছেন।
আর তিনি ( মুমিনদের উদ্দেশ্যে ) বলেন , হে মুমিনগণ ! আমি তোমাদেরকে যে সব রুজি দান করেছি তা থেকে পবিত্র বস্তু আহার কর —- । (সূরা বাক্বারাহ ১৭২ আয়াত ) অতঃপর তিনি সেই ব্যক্তির কথা উল্লেখ করলেন , যে লম্বা সফর করে আলুথালু ধুলিমলিন বেশ নিজ হাত দু’টিকে আকাশের দিকে লম্বা করে।
আরও দেখুনঃ মানব সৃষ্টির বিস্ময়কর ঘটনা pdf বই ডাউনলোড
তুলে দুআ করে , হে আমার প্রতিপালক ! হে আমার প্রভু ! কিন্তু তার আহার্য হারাম , তার পানিয় হারাম , তার পরিধেয় লেভাস হারাম এবং হারাম দ্বারাই তার পুষ্টিবিধান হয়েছে । অতএব তার দুআ কিভাবে কবুল হতে পারে ? (মুসলিম ১০১৫ , তিরমিযী ২৯৮৯ নং) ।
হারাম খাওয়া হারাম আর হারাম খেয়ে যে রক্ত – মাংস তৈর হয় তা অপবিত্র । পক্ষান্তরে বেহেশ্তে কোন প্রকার অপবিত্রতা নেই এবং অপবিত্র কেউ বেহেশ্তে যেতে পরে না । বরং যাবতীয় অপবিত্রতার স্থান হলো দোযখ । হারামখোরদের ও স্থান হবে দোযখে । আল্লাহর রসূল (সাঃ ) একদা কা’ব বিন উজরার উদ্দেশ্যে বললেন , “হে কা’ব বিন উজরাহ! সে মাংস কোন দিন বেহেশ্তে প্রবেশ করতে পারবে না ।
আরও দেখুনঃ আশুরা করণীয় বর্জনীয় pdf বই ডাউনলোড
নিচে হারাম রুজি ও রোযগার pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ হাদিস বিষয়ক বইয়ের সাইজঃ 2.74 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ আব্দুল হামীদ ফাইযী অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ